Childhood and our society by steem-for-future

View this thread on steempeak.com
· @steem-for-future ·
$0.46
Childhood and our society
# childhood memories
আমাদের আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। তাই শিশুদের সঠিকভাবে যত্ন করা আমাদের নৈতিক দায়িত্ব। তাদেরকে কখনোই অবহেলা সুখের দেখা ঠিক নয়।
চিত্রে যে ছবিটি দেখতে পাচ্ছ এটি আমার নিজের গ্রামে তোলা একটি ছবি।বিশেষ করে নিজের গ্রাম বলতে আমি যখন ঢাকায় চাকরি করি তখন এই ছবিটা তুলেছিলাম আমার পাশের বাসার একটি ভাবির ছেলের কাছ থেকে।

ছেলেটি যখন বেলুন ফুল আছিলো তখন আমি তার কাছ থেকে এই ছবিগুলো সংগ্রহ করেছিলাম।কেননা আমি মনে করি এ সকল শিশুকে যদি ভালো করে করে তোলা যায় তারা একদিন দেশের কর্ণধার হবে।

- এ সকল শিশুদের সঠিকভাবে যত্ন করতে পারলে তারা একদিন আমাদের দেশের অর্থনীতির প্রসার চিকিৎসা বস্ত্র এমনকি কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।


- তাই সকল শিশুদের সঠিকভাবে যত্ন নেওয়া আমাদের দায়িত্ব এবং কর্তব্য।শিশুদের সবসময়ই যত্নসহকারে দেখা উচিত এবং কাজে সকল কাজের গুরুত্ব দেওয়া উচিত।

- এমন কোন কাজ করা উচিত নয় জাতি শিশুরা কষ্ট পায় এবং তাদের মন ভেঙে যায়।তাদেরকে ভালো কাজে সাপোর্ট করা এবং মন্দ কাজ থেকে বিরত রাখার জন্য বোঝানো।

- কাজের সাথে খারাপ ব্যবহার না করে তারা যদি ভাল কোন কাজ করার চেষ্টা করে তবে সে কাজে অবশ্যই আমাদের উৎসাহ দিতে হবে এবং মন্দ কাজ যেন তারা না করতে পারে তার থেকে তাদেরকে বিরত রাখার চেষ্টা করতে হবে।


- শিশুদের মন কমন তাই তাদের মনে কখনো আঘাত দিয়ে কোন কথা বলা যাবে না।
**হাজারো হাজারো শিশু আমাদের পথে এবং রাস্তাঘাটে ঘুরে বেড়ায়.। আমরা যদি তাদের মেধা দিয়ে যাচাই করতে যাই দেখব তারা একেক জন একেক ধরনেই জ্ঞানের আহরণ সৃষ্টিকারী।সুতরাং তারা যে সকল জ্ঞান পছন্দ করে আমাদের অবশ্যই সে সকল জ্ঞানের আলোড়ন সৃষ্টিকারী হিসেবে কাজে লাগাতে হবে এবং তাদেরকে যথেষ্ট পরিমাণে সাপোর্ট দিতে হবে।দেখা যাবে এক সময় তারা সাপোর্ট পেলে অনেক ভালো কিছু করতে পারবে দেশ এবং সমাজের জন্য এবং এক্ষেত্রে আমরা কিছুটা উপকৃত হতে পারব।**

### সুতরাং সকল শিশুকে ভালবাসতে হবে এবং পাশাপাশি তাদের কাজের মর্যাদা এবং সম্মান করতে হবে আর এভাবে চলতে থাকলে আমরা অবশ্যই একদিন অন্য তোর চরম শিখরে আহরণ করতে পারব।

![20210619_092618.jpg](https://cdn.steemitimages.com/DQmWbnaRSQPT1BbfDz9CC3TF62krvxyBrLeQJ1QR6WYtKuG/20210619_092618.jpg)

![20210619_092616.jpg](https://cdn.steemitimages.com/DQmNcmEETk18rybNEp6F69cPvgcMXq5pghQjM8PR2CfuYBA/20210619_092616.jpg)

![20210619_092613.jpg](https://cdn.steemitimages.com/DQmUgRihb33qze7F4xzerg2a7MYxpAHFNfvhmhxy2Jj8yPh/20210619_092613.jpg)

![20210619_092600.jpg](https://cdn.steemitimages.com/DQmZFzTm51uJGGSCnZCFFuJYcdDFj6wh9eFyKBfi4uVPuFe/20210619_092600.jpg)

|ফটোগ্রাফি|মোবাইল ক্যামেরা|
|--|--|
|ফটোগ্রাফার ছিলেন|@j44|
|ক্যামেরা ধরন/|স্যামসাং গ্যালাক্সি এ টেন এস|
|লোকেশন|বাংলাদেশ|
👍  , , , , ,
properties (23)
post_id92,128,804
authorsteem-for-future
permlinkchildhood-and-our-society
categoryhive-144064
json_metadata{"tags":["childhood","photography","beautyofcretevity","beauty","bangladesh"],"users":["j44"],"image":["https:\/\/cdn.steemitimages.com\/DQmWbnaRSQPT1BbfDz9CC3TF62krvxyBrLeQJ1QR6WYtKuG\/20210619_092618.jpg","https:\/\/cdn.steemitimages.com\/DQmNcmEETk18rybNEp6F69cPvgcMXq5pghQjM8PR2CfuYBA\/20210619_092616.jpg","https:\/\/cdn.steemitimages.com\/DQmUgRihb33qze7F4xzerg2a7MYxpAHFNfvhmhxy2Jj8yPh\/20210619_092613.jpg","https:\/\/cdn.steemitimages.com\/DQmZFzTm51uJGGSCnZCFFuJYcdDFj6wh9eFyKBfi4uVPuFe\/20210619_092600.jpg"],"app":"steemit\/0.2","format":"markdown"}
created2021-06-22 01:30:30
last_update2021-06-22 01:30:30
depth0
children0
net_rshares1,594,796,510,852
last_payout2021-06-29 01:30:30
cashout_time1969-12-31 23:59:59
total_payout_value0.230 SBD
curator_payout_value0.228 SBD
pending_payout_value0.000 SBD
promoted0.000 SBD
body_length2,418
author_reputation233,226,437,087,120
root_title"Childhood and our society"
beneficiaries[]
max_accepted_payout1,000,000.000 SBD
percent_steem_dollars0
author_curate_reward""
vote details (6)