romantic | Recent


· @jihadislam ·
ভালোবাসার হাতেখড়ি (রোমান্টিক গল্প)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ/আদব
আশা করি সবাই অনেক ভাল আছেন।

                  ‌ভালোবাসার হাতেখড়ি 
মোঃ রাশেদুজ্জামান জিহাদ

অসম্ভব সুন্দর পথ চলা হলো ভালোবাসার। তুমি সেই যে আমার ভালোবাসার প্রথম হাতেখড়ি। তোমাকে ভালোবেসে আমি বুঝেছি ভালোবাসা আসলে কি? আমার যত কবিতা ও গল্প শুধু তোমাকে নিয়েই লেখা। আমি পাখির কোলাহলে শুনতে পাই তোমার সুমিষ্ট কন্ঠ ও সুন্দর সুর। 

তাইতো আমি বলি যে, প্রিয়ার চেয়ে প্রিয় হলো প্রিয়ার মুখের ভাষা। দিনে অনেক মানুষের কন্ঠস্বর শুনতে পাই তবুও জানিনা কেন তোমার কন্ঠস্বর শোনার জন্য আমি ব্যাকুল হয়ে উঠি।

 তোমার কন্ঠস্বরের টানে ঘুমাতে দেয়না আমার মস্তিষ্ক। বাসা থেকে বের হলেই দেখতে পাই শত শত সুন্দর রমনি কিন্তু আমি তবুও শুধু তোমাকেই খুঁজে থাকি। 

তোমাকে একদিন না দেখলে আমার হৃদয় পাখি গান গাইতে ভূলে যায়। তোমাকে একদিন না‌ দেখলে আমার হৃদয় গহিনে শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ। তাইতো আমার পাগল ও অবুঝ মন তোমাকেই খুঁজে বেড়ায়।
 তোমার আশেপাশে সবসময় থাকতে চায় আমার আত্মা। 

![1713279022681-01.jpeg](https://cdn.steemitimages.com/DQmQtB9TAozVva4mNacQd4ysS4dc2YbBAKuZCGCQp77Vaqk/1713279022681-01.jpeg)

আমি এবং তুমি যখন ঘুমিয়ে যাই তখন আমাদের আত্মাগুলো একসাথে ঘুরে বেড়ায়। যেদিন তোমার সাথে আমার প্রথম হয়েছিল দেখা সেদিন থেকে শুরু হল আমার রোমান্টিক গল্প লেখা। তুমি আজ আসবে বলে আমি সেজেছি রোমিও অন্তরে জেগেছে ফাগুন।

ধন্যবাদ জানাই কমিউনিটির সবাইকে ♥️
👍  
· @jihadislam ·
অতীতের স্মৃতি (রোমান্টিক গল্প)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ/ আদাব
আশা করি সবাই অনেক ভালো আছেন 

          অতীতের স্মৃতি 
মোঃ রাশেদুজ্জামান (জিহাদ)

একদিকে প্রাপ্তির আনন্দ অপরদিকে, হারানোর বেদনা আমাদের সমাজের সকলেরই। অতীতের স্মৃতি গল্পে দুটি সুন্দর মনের মিলনের ঘটনা উপস্থাপন করা হবে। ভালোবাসা হলো মনের সাথে মনের এক জমজমাট সন্ধি। ভালোবাসা নামক শব্দটি মানুষের জীবনে যেকোনো সময় চলে আসতে পারে। কিন্তু! আমাদের সমাজের শিক্ষিত লোকেরা বলে আমি বিশ্ববিদ্যালয় অথবা মেডিকেলে গিয়ে আমার জীবনের প্রেম বা ভালোবাসা শব্দটা নিয়ে আসব। আসলে এটা মানুষের একদমই ভূল ধারণা।

তাইতো ড. এপিজে আব্দুল কালাম স্যারের সাথে আমিও বলতে চাই, ভালোবাসার নির্দিষ্ট কোন কাল বা সময় থাকেনা যে ভালোবাসা ঐসময়ে চলে আসবে। হাজারো স্মরনীয় ব্যক্তির মধ্যে তুমি আমার আমার কাছে সবচেয়ে বেশি স্মরণীয় এই অনুভূতিটা প্রতিটি ভালোবাসার মানুষগুলো। একদা এক ছেলে এক মেয়ের মনের মধ্যে জায়গা করে নেওয়া অনুরোধ জানায়। কিন্তু! মেয়েটি কোনোভাবেই ছেলেটাকে তার মনের মধ্যে জায়গা দিতে চায় না। তবুও ছেলেটা মেয়েটাকে মনে মনে অনেক ভালোবাসতে থাকে। অতঃপর, ছেলেটা মেয়েটাকে ভূল পারেনা।  মেয়েটার হাসি দেখলে নাকি ছেলেটার হৃদয় শীতল হয়ে যায়। অনেকদিন কেটে গেল ছেলেটা মেয়েটাকে মনে মনে ভালোবাসালেও কাউকে বলতো না এবং অনুভব করতে দিতো না।

১ থেকে ২ মাস পর মেয়েটা ছেলেটাকে চিরকুট দিয়ে কথা বলার জন্য অনুরোধ করলো। কিন্তু! ছেলেটা হতবাক হয়ে গেল এবং চিরকুটটি মিথ্যা ভাবতে লাগলো। কিছুদিন পর এক ঐতিহাসিক স্থানে ছেলে এবং মেয়ের পরষ্পরের দেখা হয়ে গেল এবং মেয়েটা ছেলেটার নাম বলে ডাক দিল। মেয়েটা তার মনের ভালোবাসার কথা ছেলেটাকে বললো এবং ছেলেটাও রাজি হয়ে গেল। দিনটি ছিল ১৫ ই মে ।প্রকৃত ভালো তো সে তোমাকে বাসে যে সবোর্চ্চ ত্যাগ তিতিক্ষা পেরিয়ে শুধু তোমার কাছেই আসে।এটা হলো স্কুল জীবনের প্রেম কাহিনী, এরপর ধারাবাহিকভাবে কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল জীবনের প্রেম কাহিনী লিখবো ইনশাআল্লাহ।

![1713683570862-01.jpeg](https://cdn.steemitimages.com/DQmZRaCvvnL672cf2sJ4uYWrjAMHdGPPwdKTdgQXJjBAchT/1713683570862-01.jpeg)


সবশেষে বলতে চাই, ভালো থাকুক ভালোবাসার মানুষগুলো। কেউ নেগেটিভ মনে করবেন না আর নেগেটিভ মনে করার কোন সুযোগই নেই এটাই বাস্তবতা।

ধন্যবাদ জানাই কমিউনিটির সবাইকে ♥️
👍  
· @haideremtiaz ·
$3.30
নাটক রিভিউঃ " আজকাল তুমি আমি "
<div class="text-justify">

<div class ="pull-left">


**19-4-2024**


</div> 

<div class="pull-right">


**০৬ বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ** 


</div>



***

## <center><div class="phishy">🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼</div></center>

<br>

শুভ বিকেল সবাইকে 🌸। আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম একটি নাটক শেয়ার করার জন্য। আমি মাঝে মাঝেই নাটক দেখে থাকি।  আর যেগুলো দেখি সব কয়টি নাটকই আপনাদের সাথে শেয়ার করে থাকি। এবার ঈদে অনেক নাটক ইউটিউব এ রিলিজ হয়েছে। সময় স্বল্পতার জন্য সবকয়টি নাটক দেখার সুযোগ হয়নি।  তবে আজকে যে নাটকটি শেয়ার করবো সেটির নাম হচ্ছে **আজকাল তুমি আমি**। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে নাটকটি। 





![Screenshot_2024-04-19-14-10-32-90.jpg](https://cdn.steemitimages.com/DQmQ1gRTuXixhAbA7zLnvFRFcn1Ly35SvmUPZ43gyeSrLnh/Screenshot_2024-04-19-14-10-32-90.jpg)



<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

***

নাম | আজকাল তুমি আমি।  
--|-- 
চিত্রনাট্য, পরিচালনা ও গল্প | মারুফ হোসেন সজীব। 
প্রযোজক | রিয়াজ হাসান। 
অভিনয়ে | খাইরুল বাশার, সাদিয়া আয়মান, তিশা চৌধুরী, শিল্পী সরকার অপু, নরেশ ভূঁইয়া, জি এম মাসুদ, আব্দুল্লাহ রাকিব সহ আরও অনেকে। 
আবহ সংগীত | প্রত্যয় খান। 
দৈর্ঘ্য | ৩৮ মিনিট ৫২ সেকেন্ড। 
মুক্তির তারিখ | ১৫ই এপ্রিল , ২০২৪ ইং 
ধরন | রোমান্টিক, সামাজিক । 
ভাষা | বাংলা 









***

<h5>চরিত্রেঃ</h5>

<h6>আবিরঃ</h6>খাইরুল বাশার। 
<h6>কনাঃ</h6>সাদিয়া আয়মান। 

***

<h4><center>কাহিনী সারসংক্ষেপ </center></h4>

![Screenshot_2024-04-19-14-13-26-69.jpg](https://cdn.steemitimages.com/DQmcLmydRLGJvG8Y9S3kQ4VHBym1nyEWUrBbNZGqPC2WP9Q/Screenshot_2024-04-19-14-13-26-69.jpg)

![Screenshot_2024-04-19-14-14-35-80.jpg](https://cdn.steemitimages.com/DQmcTRuexiBQ7iB2pcNED94Wh2cMXt3V2ZBxe4Eg37ANKiL/Screenshot_2024-04-19-14-14-35-80.jpg)


<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

নাটকের শুরুতে দেখা যায়, আবির তার বন্ধুর সাথে বাজি ধরে রিকশা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে।  আবিরের বন্ধু বিশ হাজার টাকা বাজি ধরেছিল। কিন্তু তার বন্ধু বুঝতে পারেনি যে আবির সিরিয়াসলি রিকশা চালানোর চিন্তা করবে।  আবিরের বন্ধুর সেমিস্টার ফি এর টাকা বিশ হাজার!  সেটা যদি আবিরকেই দিয়ে দেয় তাহলে সে সেমিস্টার ড্রপ খাবে। এজন্য সে ভয়ও পাচ্ছে।  কিন্তু আবির রিকশা চালাবেই এবং বাজিতে জিতবেই।  তো আবির একটা রিকশ ভাড়া করে নিয়ে বেরিয়ে পরে রাস্তায়।  রাস্তায় যাওয়ার পরই দেখা হয় একটি মেয়ের সাথে। মেয়েটাকে প্রথম দেখাতেই আবিরের ভালো লেগে যায়। মেয়েটির দিকে আবির হা করে তাকিয়ে থাকে। মেয়েটি বারবার ডাকার পরেও শুনছে না। তারপর যখন হুশ ফিরলো তখন বললো ভার্সিটিতে নিয়ে যেতে!  আবির মেয়েটিকে ভার্সটির দিকে নিয়ে যায়। তখন মেয়েটির কাছে তার ফ্রেন্ড ফোন দিয়ে বলে আজ নাকি প্রেজেন্টেশন করতে হবে এসাইনমেন্ট। কিন্তু মেয়েটির প্রেজেন্টেশন রেডি নেই!


![Screenshot_2024-04-19-16-30-31-53.jpg](https://cdn.steemitimages.com/DQmVE1B2cqyspHkfBUAxc2ZpmFGhMsFAWdCu15Zu7fm8Yxa/Screenshot_2024-04-19-16-30-31-53.jpg)

![Screenshot_2024-04-19-16-29-16-63.jpg](https://cdn.steemitimages.com/DQmVEU4TsUcN8xJhxViFvcCsdxyp93G5KaiXYkgQ9nKX9kt/Screenshot_2024-04-19-16-29-16-63.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

তারপর রিকশাচালক আবির মেয়েটির কাছে পরিচয় দিয়েছিল তার নাম জসিম।  সে গ্রাম থেকে শহরে এসেছে। শহরে এসে নতুন রিকশা চালাচ্ছে।  মেয়েটির নাম কণা।  তারপর জসিম কনার প্রেজেন্টেশন রেডি করে দেয়।  ক্লাসে সবাই অবাক হয়ে যায় কনার প্রেজেন্টেশন দেখে। অনেক ভালো হয়েছিল কনার প্রেজেন্টেশন।  তারপর কনা খুজঁতে থাকে জসিমকে একটা ধন্যবাদ দেয়ার জন্য।  তারপর তাকে ধন্যবাদ দেয়। কিন্তু কনা সন্দেহ করে জসিমকে!  এতো ভালো প্রেজেন্টেশন কিভাবে করতে পারে একজন রিকশাচালক! কনার মাঝে কৌতুহল তৈরি হয়। সে জসিমকে চোখের কাছেই রাখে। এদিকে কনার মা বিয়ের কথা ভাবছে কনার।  তার খালাতো ভাই সানির সাথে বিয়ের কথা হচ্ছিল। কিন্তু কনা সানিকে মোটেও পছন্দ করে না এবং বিয়েও করতে পারবে না তাকে।  কিন্তু তার মা যেভাবেই হোক সানির সাথে বিয়ে দিতে মরিয়া চেষ্টা করে। কিন্তু কনার বাবা আবার সানির সাথে বিয়েতে মত নেই।  


![Screenshot_2024-04-19-16-34-57-46.jpg](https://cdn.steemitimages.com/DQmcL988YL9UKEo5wWRyiBv6L7pAMg6EMz4MN4AT7fsss1z/Screenshot_2024-04-19-16-34-57-46.jpg)

![Screenshot_2024-04-19-16-34-10-60.jpg](https://cdn.steemitimages.com/DQmXsr5a5KEmVd2YvcZ27eXTyitspBiDie14rmwX2SmJiCs/Screenshot_2024-04-19-16-34-10-60.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

ছেলে রিকশাচালক হলেও সমস্যা নেই যদি ছেলের আচার ব্যবহার ভালো থাকে।  কনার বাবা কনাকে সোজা বলে দিয়েছে, ছেলে রিকশাচালক হলেও চলবে। কিন্তু কনার মা এটা শুনে যেন মাথাঘুরে যায়। কারণ তাদের দুজনের কথা কিছুতেই বুঝতে পারছে না।  কিছুদিন পর কনার পরিবার রাজি হয় সেই রিকশাচালক ছেলেকে দেখার জন্য।  কনা প্লেন করে জসিমকে তাদের বাসায় নিয়ে যাবে। কিন্তু জসিমের অভিনয় করতে হবে।  বলতে হবে সে এখন বিয়ে করতে পারবে না।  কিন্তু জসিম তার পরিবারের সাথে মিথ্যা বলতে চাই না।  এদিকে কনার অনুরোধে রাজি হয় তার মা বাবার সাথে দেখার।  কনা তাকে কিছু টাকা দিতে চাই ভালো জামা কাপড় কেনার জন্য।  কিন্তু জসিমের জামা কাপড় আছে। সেটা কনাকে বুঝতে দেয় না।

![Screenshot_2024-04-19-16-35-06-27.jpg](https://cdn.steemitimages.com/DQmakZq6ubmQmyP9ZkhVxJgHMGNL4AmzpoyuiGnCqGrnHQY/Screenshot_2024-04-19-16-35-06-27.jpg)

![Screenshot_2024-04-19-16-37-36-17.jpg](https://cdn.steemitimages.com/DQmX2SXqdcNTZ7sPTXeNyp5qgwnvaVS3n8TKcjUYNTj7H8v/Screenshot_2024-04-19-16-37-36-17.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

জসিম কনার মা বাবার সাথে দেখা করতে আসে।  যখন স্যুট পরে প্রাইভেট কার থেকে নামে তখনই কনা অবাক হয়ে যায়। সে বলেছিল ভালো জামা কাপড় পরার জন্য। কিন্তু সে গাড়িসহ নিয়ে এসেছে!  তারপর কনা তার মা বাবার কাছে নিয়ে যায়। মা বাবা যখন তার পরিচয় জানতে চাই তখন জসিম তার বায়োডাটা তার মা বাবাকে দেখায়।  আর সেটা দেখেই পুরো অবাক হয়ে যায় কনার মা বাবা।  কনার মা একের পর এক প্রশ্ন করতে থাকে। তার মা বাবা কোথায় থাকে? ঢাকা বাড়ি কয়টা? তার নাম যে আবির সেটাও জানতে পারে।  তারপর আবির বলে সে এখনই বললে এখনই বিয়ে করতে প্রস্তুত।  এটা শুনেই কনার মুখ থেকে পানি ফুসকে বেরিয়ে পরে!  কনা রাগ করেই সেখান থেকে চলে যায়।  যাকে এনেছিল বিয়ে ভাঙাতে সে কি না এখন কনাকেই বিয়ে করতে চাইছে!  তারপর কি হয়েছিল জানতে হলে নাটকটি দেখতে হবে!


</div>

<h3><center>ব্যক্তিগত মতামত </center></h3>


নাটকটি শুরুর দিকে আমার কাছে ভালো লেগেছিল বেশি। তবে যতই নাটকের ভিতরে যাচ্ছিলাম ততই মনে হচ্ছিল একটু বেশি ওভারএক্টিং হয়ে যাচ্ছে।  নয়তো কেনই বা একজন রিকশাচালককে বয়ফ্রেন্ড করে তার মা বাবার সাথে দেখা করাবে। একজন দর্শক হিসেবে এ প্রশ্নগুলো আপনার মাঝেও আসবে।  তবে খাইরুল বাসার আর সাদিয়া আয়মানের অভিনয় আমার কাছে ভালো লাগে। নাটকটিতে আরেকটু রোমান্টিকতার ছোয়া দিতে পারলে জমে যেত।  তবে সামাজিক নাটক হিসেবে ঠিক আছে। আরেকটা মেসেজ হলো, কোনো কাজই কিন্তু ছোট নয়। হোক সেটা রিকশা চালানোর মতো পেশা!  


 

</div>

<h3><center>ব্যক্তিগত রেটিং</center></h3>

***
<h6><center>৮/১০</center></h6>

***

<h3><center>নাটকটির লিংক</center></h3>

***
https://youtu.be/_MViFDeh8zc?feature=shared


***



 ***
***
<center><h5>10% beneficary for @shyfox ❤️</h5></center>

![C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png](https://cdn.steemitimages.com/DQmRsJKf2r9DWRdqqiCgFRUu5YUjJBJQDYwV131Y9fgbQ7K/C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png)

#### <center>ধন্যবাদ  সবাইকে </center>

***
***


![WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg](https://cdn.steemitimages.com/DQmagJcAjUYHjUNTKfaUzAYHdLTyrAKj7FYE5Ur2W2SwRZW/WhatsApp%20Image%202021-12-23%20at%2019.46.54.jpeg)


### <center>[আমি কে?]()</center>

><div class="pull-left">


![IMG-20211205-WA0092.jpg](https://cdn.steemitimages.com/DQmXgjt13nvehka93mGnBRprnK8fYEWfnQnNXzhBDDUbpws/IMG-20211205-WA0092.jpg)


</div>

<b><sup>আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক, 
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।</sup></b>

</div>
👍  , , , , , ,
9 replies
· @haideremtiaz ·
$3.08
ছোটগল্পঃ- " আমার একটাই তুমি "
<div class="text-justify">

<div class ="pull-left">


**17-04-2024**


</div> 

<div class="pull-right">


**০৪ বৈশাখ , ১৪৩০ বঙ্গাব্দ** 


</div>



***

## <center><div class="phishy">🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼</div></center>

<br>



![people-2562102_1280.jpg](https://cdn.steemitimages.com/DQmY46fCfUeqzHpZiKvrDJn2qhKxpFUkCUZLoevB6og1f6b/people-2562102_1280.jpg)
<center><sub><sup>copyright free image from [pixabay](https://pixabay.com/photos/people-couple-kiss-love-dark-2562102/)</sup></sub></center>


তুমি কোথায় এখন? এখনও আসতেছো না যে! সেই কখন থেকে রোদের মাঝে বসে আছি!  পলাশ কিছু বলে উঠার আগেই ফোন কেটেছিল আফরিন!  মেয়েটাকে বুঝা বড় কঠিন। তিন বছরের প্রেম এখনও তার মন বুঝতে পারলো না পলাশ। দুনিয়াতে যদি কোনো কঠিন কাজ থাকে তাহলে সেটা হলো মেয়েদের মন বুঝা।  কিছুদিন আগেই পলাশের জন্মদিন ছিল।  কিন্তু আফরিন প্লেন করে রেখেছিল তাকে সারপ্রাইজ দিবে!  কিন্তু তা আর হলো কই? পলাশই প্যাচ লাগিয়ে দিল।  রাত বারোটায় অনেক আশা নিয়ে বসেছিল পলাশকে উইশ করবে বলে।  কিন্তু পলাশ ফোন চার্জে লাগিয়ে শুয়ে পরে!  সকাল হতেই চোখে পরে আফরিনের দশটা মিসড কল!  ওয়াটসএপে সবই রাগের মেসেজ!  এরপর থেকেই আফরিনের সাথে যোগাযোগ বন্ধ পলাশের। তবে খুব কষ্ট করে রাজি করিয়েছে দেখা করার।  কিন্তু পলাশের আর সইছে না। কখন আসবে আফরিন!  তার রাগ ভাঙাতে হবে আজ যে করেই হোক!  



পলাশ আজ ইচ্ছে করেই সাদা পাঞ্জাবী পরে এসেছে। কড়া রোদের মাঝে রাস্তার পাশেই পলাশ দাঁড়িয়ে আছে। কোনো বাতাস নেই।  এই রোদে দাঁড়িয়ে থাকতেও পলাশের ভালো লাগছে না। পলাশ মনে মনে ভাবছে!  অপেক্ষা করা আসলেই কঠিন কাজ।  সময় যেন যেতেই চাই না।  ঠিক কিছুক্ষণ পরেই আফরিনের ফোন!

-তুমি কোথায় এখন?  
-আমি ক্যাম্পাসের সামনে কৃষ্ণচূড়া গাছটার নিচে দাঁড়িয়ে আছি!
-কই? দেখছি না তো তোমাকে। আমি সেখানেই দাঁড়িয়ে আছি।  

ঠিক তখনই মাথা ঘুরিয়ে ডান পাশে তাকাতেই দেখতে পায় আফরিন দাঁড়িয়ে আছে!  মেয়েটা যে রাগ করেনি এটাই অনেক। পলাশ ভাবছে, রাগ করলে হয়তো দেখা করতে আসতোই না!  আফরিন আজ সাদা রঙের শাড়ি পরেই বের হয়েছে। আফরিনকে আগে কখনো সাদা শাড়িতে দেখেনি পলাশ। খুব সুন্দর লাগছে আফরিনকে। আফরিনের কাছে যেতেই পলাশ ওমনি করে বলে উঠল! সরি আমি!

এখন ওসব সরি টরি বলে লাভ নাই!! আফরিনের রাগ যে এখনো কমেনি সেটা বুঝতে পেরেছে পলাশ। আফরিন তার ব্যাগ বের করে। সেখান থেকে চারশো টাকা বের করে পলাশের হাতে ধরিয়ে দেয়!  যাও, কেক নিয়ে আসো গিয়ে!

এখন আবার কেক কেন? এই রোদের মাঝে কোথা থেকে কেক নিয়ে আসবো!

আফরিনের সোজা উত্তর!  যেখান থেকে পারো নিয়ে আসো। আমি জানি না কিছু!  কি আর করা। আফরিনের সাথে পলাশ রাগ করতে পারে না। মেয়েটা যে বড্ড ভালোবাসে তাকে সেটা ঠিকই বুঝতে পারে পলাশ। রোদের মাঝেই হাটাঁ শুরু করে। ঠিক তখন পিছন থেকে আফরিন ডাক দেয়!  এই যে শোনেন! এদিকে আসেন!! কেক আনতে হবে না! এখানে বসে! 


ঠিক তখন আফরিন কেক বের করে! ঘাসের মাঝে কেকটা লুকিয়ে রেখেছিল। তার মানে জন্মদিন সেলিব্রেশন করার জন্যই এতোকিছু!  কেকটা বের করতেই দেখা যায় উপরে লেখা 'প্রিয়'। পলাশ দেখেই  অবাক হয়ে যায়।  পলাশের কান্না চলে আসে।  

আফরিন তখন বলে উঠে, " আরে বোকা!  কাদাঁর কি আছে! তোমার জন্মদিন আমি ঠিকই মনে রাখি, তুমি মনে না রাখলেও! "
পলাশ আফরিনের দিকে তাকিয়ে থাকে। তুমি এতো ভালো কেন? আমি তোমাকে অনেক ভালোবাসি।  হয়ছে!  এবার কেক কাটেন!  আর তখনই পলাশ কেক কেটে নেয়। আর আফরিনকে কেক মুখে তুলে দেয়। আর আফরিনও কেক পলাশকে খাওয়া দেয়। তবে কেকটা বড়। সবটা কেক খাওয়া যাবে না। তাই দুজন মিলে প্লেন করে আশেপাশে ছোট বাচ্চাদের দিয়ে দেয়া হবে। তারপর কেকটা দুজনে বাচ্চাদের মাঝে শেয়ার করে দেয়।  


আফরিন আর পলাশ হাটঁতে থাকে।  রাস্তার পাশেই কৃষ্ণচূড়া ফুলের গাছে।  পলাশ আফরিনের দিকেই তাকিয়ে আছে।  "দেখো, কৃষ্ণচূড়া ফুলগুলো কতো সুন্দর! "
তোমার থেকে বেশি না! তুমি কৃষ্ণচূড়ার থেকেও সুন্দর।  হয়ছে বেশি পাম দিয়ে দিচ্ছেন।  পাম না দিয়ে আমাকে একটা কৃষ্ণচূড়া ফুলে এনে দেন। কানে গুজে দিবো!  

পলাশ ওমনি লাফ দিয়ে গাছ থেকে একটা কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে। আফরিনের কানে গুজে দেয়।  ঠিক তখন পলাশ আফরিনের হাতটি বলে বলে উঠল -

" শহরের সকল কৃষ্ণচূড়া ফুল ঝরে যাক,
তবুও আমার প্রেয়সী সুখে থাক।
কারণ আমার প্রেয়সীকে
অনেক ভালোবাসি। " 

আফরিন হাসছে। পলাশ আফরিনের দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। হাসলে আফরিনকে অনেক ভালো লাগে। পলাশ নিজেকে অনেক ভাগ্যবান মনে করে আফরিনের মতো মেয়েকে ভালোবাসতে পেরে। তার মতো একটি মেয়ে পাশে আছে বলেই স্বপ্নগুলো হয় সুন্দর। 




 ***
***
<center><h5>10% beneficary for @shyfox ❤️</h5></center>

![C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png](https://cdn.steemitimages.com/DQmRsJKf2r9DWRdqqiCgFRUu5YUjJBJQDYwV131Y9fgbQ7K/C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png)

#### <center>ধন্যবাদ  সবাইকে </center>

***
***


![WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg](https://cdn.steemitimages.com/DQmagJcAjUYHjUNTKfaUzAYHdLTyrAKj7FYE5Ur2W2SwRZW/WhatsApp%20Image%202021-12-23%20at%2019.46.54.jpeg)


### <center>[আমি কে?]()</center>

><div class="pull-left">


![IMG-20211205-WA0092.jpg](https://cdn.steemitimages.com/DQmXgjt13nvehka93mGnBRprnK8fYEWfnQnNXzhBDDUbpws/IMG-20211205-WA0092.jpg)


</div>

<b><sup>আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক, 
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।</sup></b>

</div>
👍  , , , , , , , , , , and 4 others
5 replies
· @eliza2 ·
Love: The Ultimate Refreshment in Life
Love is not merely an emotion; it's a profound source of rejuvenation in the journey of life. It revitalizes our spirits, replenishes our souls, and infuses every moment with meaning and purpose. Whether it's the warmth of a lover's embrace, the laughter shared between friends, or the unconditional bond of family, love offers solace in times of hardship and amplifies joy in moments of triumph. It quenches the thirst of the heart, nourishes the soul, and leaves an indelible mark on our lives. In a world often fraught with challenges and uncertainties, love stands as the greatest elixir, offering refreshment that transcends the mundane and elevates existence to its fullest potential.
👍  
· @olliengelmann ·
Four extraordinary ideas to spark connection
In the realm of romantic encounters, the conventional dinner-and-a-movie date can quickly lose its allure. To infuse your love life with fresh, exciting energy, you need unique and imaginative ideas. Here are four extraordinary date ideas that not only promise memorable experiences but also have the potential to strengthen the bond between you and your partner.

 1. Stargazing Night in the Wilderness

Instead of dining at a restaurant, how about a picnic under the starlit sky? Pack a blanket, delicious snacks, and a telescope, and head to a secluded spot away from the city's light pollution. The tranquility of nature, combined with the breathtaking view of the stars, provides the perfect backdrop for deep conversations and a romantic evening.

2. Culinary World Tour at Home

Transform your home into an international dining venue. Together, choose four countries and create a dish from each one. Decorate the dining area to match each country and play traditional music in the background. This date promises not only a journey for the taste buds but also a lot of fun in cooking together and learning about different cultures.

 3. Adventurous Treasure Hunt

Organize a personalized treasure hunt for your partner. Use locations that hold special meaning in your relationship, such as the place of your first meeting, first kiss, or favorite café. At each location, leave clues or small gifts that lead to the next destination. The final spot could be a romantic setting where you enjoy your "treasure" – perhaps a picnic or a special gift.

4. Workshop Date

Sign up together for a workshop that's outside of your comfort zones. Whether it's pottery, dancing, painting, or a cooking class, learning a new skill or discovering a shared hobby can be incredibly bonding. The best part is that at the end of the day, you'll have not just a wonderful memory, but perhaps also a physical memento of your date.

These extraordinary date ideas are meant to inspire you to think outside the box and enjoy your time together in unique ways. The key is having fun together and making new experiences that enrich your relationship. Ultimately, it's the shared adventures and the time spent together that create the strongest memories and deepest connections. 

![CABC65FD-8307-4E7B-B962-3328BFCB4848.webp](https://cdn.steemitimages.com/DQmXQM9MBUhcHRJYHKxDbw2gwfe3gxtHQXwvvAj32t6UnK3/CABC65FD-8307-4E7B-B962-3328BFCB4848.webp)
👍  
· @drbehram ·
Twilight Serenity: Capturing Nature's Evening Essence Through Mobile Photography by @drbehram
**As the sun dips below the horizon, casting its golden hues across the landscape, nature awakens with a subtle allure that beckons to be captured through the lens of your mobile device. Evening time presents a canvas of tranquility, where the interplay of light and shadow creates a symphony of colors and contrasts.**
![IMG-20240403-WA0005.jpg](https://cdn.steemitimages.com/DQmb6HYNQp3S1EwJsKtgd9BoDEFywA5RUkyA2dhFwXVPuaw/IMG-20240403-WA0005.jpg)


![image.png](https://cdn.steemitimages.com/DQmYqBz9rqbH28iJpgCxJ8wPT8xcyEyFTREPxpbYrovfep8/image.png)



![IMG-20240403-WA0002.jpg](https://cdn.steemitimages.com/DQmS9eKqTJcsuxyeyBsRFLxaBMDuEyRLbNqq9Xh9mE3h1wB/IMG-20240403-WA0002.jpg)

![image.png](https://cdn.steemitimages.com/DQmYqBz9rqbH28iJpgCxJ8wPT8xcyEyFTREPxpbYrovfep8/image.png)

![IMG-20240403-WA0003.jpg](https://cdn.steemitimages.com/DQmWk1NLUyatLTtCBJFiKtgMHNJfnoE7TEWDFvTwUcQr1GC/IMG-20240403-WA0003.jpg)
👍  , , , ,
1 reply
· @naamann ·
10 দম্পতিদের জন্য বাড়িতে ডেট আইডিয়া [সবচেয়ে রোমান্টিক] 10 Stay at Home Date Ideas for Couples [Most Romantic]
বর্তমানে সারা বিশ্ব করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে। প্রায় পুরো বিশ্ব কয়েক সপ্তাহের জন্য স্ব-বিচ্ছিন্নতার জন্য যাচ্ছে যা মানুষের জন্য একটি কার্যকর সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে বিবেচিত হয়। পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন হওয়া এবং দীর্ঘ সময়ের জন্য বাড়িতে নিজেকে বিচ্ছিন্ন করা কঠিন কিন্তু দুর্ভাগ্যবশত, আপনার কাছে অন্য কোন বিকল্প নেই। আপনি বাড়িতে অনেক কিছু করতে পারেন যদি আপনি একটি ভাল সময় কাটাতে চান এবং দম্পতিরা বাড়িতে মজার কার্যকলাপ করতে পারেন। এই নিবন্ধটি দম্পতিদের জন্য বাড়িতে থাকার তারিখের ধারনা প্রদান করবে এবং এই দিনগুলিতে কীভাবে তাদের সময় কাটাতে হবে সে সম্পর্কে তাদের গাইড করবে।

![10 Stay at Home Date Ideas for Couples [Most Romantic].png](https://cdn.steemitimages.com/DQmZWqWPNrijtwfv4wK1wwYPsdCT3wTckft5JHAM5H3bs3g/10%20Stay%20at%20Home%20Date%20Ideas%20for%20Couples%20[Most%20Romantic].png)


একসাথে রাতের খাবার তৈরি করা দম্পতিদের জন্য একটি দুর্দান্ত ধারণা। রাতের খাবার তৈরিতে তারা একে অপরকে সাহায্য করতে পারে। একটি রোমান্টিক ডিনার দম্পতিদের মধ্যে রোমান্স তৈরি করতে খুব কার্যকর। বিশ্বের একটি বড় অংশ করোনভাইরাস দ্বারা আক্রান্ত হওয়ার সময় এটিই আপনি করতে পারেন সবচেয়ে ভাল জিনিস তবে আপনাকে একসাথে ডিনার করার সময় সতর্কতামূলক ব্যবস্থা অবলম্বন করতে হবে এবং পরিষ্কার-পরিচ্ছন্নতার কথা মাথায় রাখতে হবে। আপনি অনলাইনে প্রচুর ডিনার রেসিপি খুঁজে পেতে পারেন যেখান থেকে আপনি আপনার পছন্দের ডিনার মেনুটি বেছে নিতে পারেন। আপনি ঘরে বসেই রাতের খাবারের জন্য নিম্নলিখিত আইটেমগুলি তৈরি করতে পারেন।

বাড়িতে থাকা এবং গভীর রাতে সিনেমা দেখা দম্পতিদের জন্য সেরা ধারণা। বর্তমান পরিস্থিতিতে যখন সমস্ত নিউজ চ্যানেল করোনাভাইরাসের কারণে প্রতিকূল পরিস্থিতির কথা বলছে তখন আপনি আপনার মেজাজ পরিবর্তন করতে পারেন এবং শুধুমাত্র সংবাদ বন্ধ করে এবং আপনার পছন্দের সিনেমা দেখে নিজেকে আরও ভাল বোধ করতে পারেন। মুভি দেখার আগে নিচের কাজগুলো করতে পারেন।
👍  
· @haideremtiaz ·
$2.93
নাটক রিভিউঃ " কাজল লতা "
<div class="text-justify">

<div class ="pull-left">


**31-03-2024**


</div> 

<div class="pull-right">


**১৭ চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ** 


</div>



***

## <center><div class="phishy">🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼</div></center>

<br>

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন।  তো রমজানের সময়গুলো আশা করছি ভালোভাবেই অতিবাহিত করছেন।  ঈদ যত ঘনিয়ে আসছে শহরের মানুষগুলো ততই প্রিয়জনদের সাথে ঈদ করতে ছুটে যাচ্ছে গ্রামের দিকে। প্রিয়জনদের সাথে নিয়ে সবার ঈদ যেন ভালো কাটে সে কামনাই করছি।  যাক, রমজান মাসে তেমন নাটক দেখা হয় না। গতকাল সন্ধ্যায় একটা দেখতে ইচ্ছে হলো।  নাটকটি ইউটিউব এ নতুন রিলিজ হয়েছে। নাটকটির নাম হচ্ছে **কাজল লতা**। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে নাটকটি। 




![Screenshot_2024-03-31-11-17-17-08.jpg](https://cdn.steemitimages.com/DQmRVE8MMELLdxS6GCze8PkL5brHs74RCjtFBZ3nTBLYUkb/Screenshot_2024-03-31-11-17-17-08.jpg)


<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

***

নাম | কাজল লতা। 
--|-- 
চিত্রনাট্য, পরিচালনা | শাহ মোহাম্মদ রাকিব।
গল্প | সাইফুল আলম শামীম। 
প্রযোজক | মোঃ কামরুজ্জামান। 
অভিনয়ে | ফারহান, সাদিয়া আয়মান, আজিজুল হাকিম, সৌমু চৌধুরী, শিরিন আলম, অপু আহমেদ  সহ আরও অনেকে। 
আবহ সংগীত | আপেল মাহমুদ এমিল। 
দৈর্ঘ্য | ৪২ মিনিট ৩৬ সেকেন্ড। 
মুক্তির তারিখ | ৩০ই মার্চ, ২০২৪ ইং 
ধরন | রোমান্টিক, সামাজিক । 
ভাষা | বাংলা 









***

<h5>চরিত্রেঃ</h5>

<h6>কাজলঃ</h6>মুশফিক আর ফারহান। 
<h6>লতাঃ</h6>সাদিয়া আয়মান। 

***

<h4><center>কাহিনী সারসংক্ষেপ </center></h4>







![Screenshot_2024-03-30-20-59-03-98.jpg](https://cdn.steemitimages.com/DQmZwGsqFPJACjJGpNsVtheDJQy7cu71nKVsEyxnJuE3rEt/Screenshot_2024-03-30-20-59-03-98.jpg)

![Screenshot_2024-03-30-21-00-04-14.jpg](https://cdn.steemitimages.com/DQmX1nv6ftyYPWuw3M2ZJx3FBBPSBNYk7MHy15RSVTDGJVE/Screenshot_2024-03-30-21-00-04-14.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

নাটকের শুরুতে দেখা যায় কাজল শহর থেকে পড়াশোনা শেষ করে গ্রামে এসে জমিতে ট্রাক্টর চালাচ্ছে। কাজল শহরে কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছে। গ্রামে মা-বাবা থাকায় চলে এসেছে।  তালুকদারের ছেলে হওয়ায় সবাই তাকে চিনে।  তো যেদিন জমিতে ট্রাক্টর চলাইতেছিল জমিতে সেদিন কাজল দেখতে পায় জমির পাশ দিয়ে দুজন মেয়ে হেটেঁ যাচ্ছে। কাজল মেয়ে দুটিকে প্রথমে চিনতে পারেনি। তারপর তার বাবার কর্মীকে জিজ্ঞেস করার বলে সামনের মেয়েটা ছোবহান চাচার মেয়ে। নাম তার লতা। কাজল লতাকে দেখে অবাক হয়ে যায়। ঠিক পাচঁ বছর আগে অনেক ছোট দেখেছিল লতাকে।  এ কয়েকদিনে বেশ বড় হয়ে গিয়েছে।  লতা আবার কাজলকে আগে থেকেই চিনে।  ছোটবেলা থেকেই কাজল ভাইকে লতার ভালো লাগতো।  বাড়িতে যাওয়ার পর লতার বান্ধবী বলে যে, কাজল ভাই তারদিকে একনজরে তাকিয়ে  ছিল। লতা তার বান্ধবীর কথা শুনে হাসতে থাকে।  লতা ঠিকই কাজল ভাইকে পছন্দ করে।  কিন্তু লতার ধারণা এতো বছর পর কি কাজল ভাই তাকে মনে রেখেছে।  


![Screenshot_2024-03-30-21-06-03-92.jpg](https://cdn.steemitimages.com/DQmbo6JBgBFkb7svZKV5pdJUgoasK96XPfU3aQ1hqDveVfD/Screenshot_2024-03-30-21-06-03-92.jpg)

![Screenshot_2024-03-30-21-08-19-98.jpg](https://cdn.steemitimages.com/DQmPTJJP1TBP2UqH48Sg4XxfZ1WdrsZ5JxTxyuqr7tPLMH1/Screenshot_2024-03-30-21-08-19-98.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>


এদিকে কাজল পড়াশোনা শেষ করে গ্রামে এসেছে।  তার বাবা মায়ের ইচ্ছে তাকে বিয়ে দেয়ার। কিন্তু কাজল এখন বিয়ে করতে চাই না।  তার আরও কিছুদিন সময় লাগবে। সবেমাত্র গ্রামে এসেছে, গ্রামের পরিবেশ কিছুদিন উপভোগ করবে তারপর সে বিয়ে করবে।  গ্রামে আসার পর কাজল বাচ্চাদের সাথে খেলাধুলা করে বেড়ায়।  একদিন ডাঙুলি খেলার সময় পাশ দিয়ে হেটেঁ যাচ্ছিল লতা ও তার বান্ধবী। সেই ডাঙুলির লাঠি গিয়ে লাগে লতার মাথায়!  কাজল তখন দ্রুত লতার কাছে চলে আসে। লতাকে তারপর সরি বলে।  কাজল ভাইয়ের সরি শুনে লতা বিড়বিড় করে হাসতে থাকে।  দুদিন পর কাজল রাস্তার পাশে দাঁড়িয়ে থাকে লতাকে দেখার জন্য।  তারপর লতাকে বলে সে কেন হাসতেছিল!  লতা একটু রাগ দেখাইলো কাজলকে দেখে। কিন্তু লতার খুব ভালো লাগছে কাজল ভাইকে দেখে।  কাজল ভাই লতাকে দেখে বলে যে তার ব্যথা কমেছে কি না!  


![Screenshot_2024-03-30-21-12-59-01.jpg](https://cdn.steemitimages.com/DQmZNjvuvdd57nfBqR6SzBrCsvYNpfbHPJouMVczWje5tnr/Screenshot_2024-03-30-21-12-59-01.jpg)

![Screenshot_2024-03-30-21-14-21-32.jpg](https://cdn.steemitimages.com/DQmZ5nevJucXHm1BXqT69Gqjm5bdgMVohJPJxxFjZ1WNaWQ/Screenshot_2024-03-30-21-14-21-32.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

লতা কিছু না বলেই চলে যায়।  এদিকে লতা টেনশন অনুভব করে  । কারণ কাজল ভাইকে দুদিন ধরে সে দেখতে পায়না কোথাও।  তার খুবই অস্থির লাগছিল। সে কাজল ভাইদের বাড়িতে চলে যায় লুকিয়ে। আর সেখানে কাজল লতাকে দেখতে পায় যে সে লুকিয়ে দেখছে!  তারপর লতা বলে যে দুদিন আপনি কই ছিলেন?  কাজল বুঝতে পারে যে লতা তাকে ভালোবেসে ফেলেছে।  আর কাজলও লতাকে ভালোবাসে। তারপর থেকে দুজনের ভালোবাসা শুরু। কিন্তু বিপত্ত ঘটে যখন কাজলের বাবা জানতে পারে যে তার ছেলে বর্গাচাষী সোবহানের মেয়ের সাথে প্রেম করছে।  তালুকদার সাহেব রেগে আগুন।  এদিকে ছোবহান সাহেবও ঠিক করে তার মেয়েকে ভালো জায়গায় বিয়ে দিবে।  তালুকদার সাহেবকে দেখিয়ে দিবে যে তার ছেলের থেকেও যোগ্যলোক আছে!  


![Screenshot_2024-03-30-21-26-21-70.jpg](https://cdn.steemitimages.com/DQmQNzL8hoz1727gSEXqa5Vaih1BS6dQ5EqSrUdANQ4MKKF/Screenshot_2024-03-30-21-26-21-70.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

বিয়ের দিন যতই ঘনিয়ে আসে ততই যেন দুজনের মাঝে ব্যবধান বাড়তে থাকে। লতা কাজলকে বলে যে সে যেন তাকে ভুলে যায়।  কারণ তাদের দুজনের সম্পর্ক কেউ কোনোদিন মেনে নিবে না। তার চেয়ে ভালো দুজন পরস্পর থেকে দূর সরে যাওয়া। আর লতার বিয়েও ঠিক হয়ে গিয়েছে।  এদিকে কাজলের যে মন খারাপ কয়েকদিন ধরে সেটা তার মা বুঝতে পারে। আর তখন কাজলের বাবাকে সবকিছু খুলে বলে।  কাজলের বাবা কাজলের মনের অবস্থা বুঝতে পারে।  কারণ ছেলের সাথে অনেক বড় অন্যায় করে ফেলছে।  তারপর কাজলের বাবা তালুকদার সাহেব লতার বাবার কাছে যায় বিয়ের প্রস্তাব নিয়ে।  শেষে কি হয়েছিল দেখতে হলে নাটকটি দেখতে হবে।  


</div>

<h3><center>ব্যক্তিগত মতামত </center></h3>

নাটকটি আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে গ্রামের লোকেশন, গল্প দুটিই ভালো ছিল। আসলে আভিজাত্যের বড়াই সেটা ক্ষণিকের। সবথেকে বড় কথা হলো নিজের মনের মতো কাউকে জীবন সঙ্গী করে পারে। হতে পারে তারা গরিব!  তবে দেখার বিষয় হলো তাদের মানসিকতা কেমন। নাটকটিতে সমাজের কিছু বাস্তব চিত্র উঠে এসেছে।  সমাজে এমন ঘটনা অহরহ ঘটে। যেখানে ক্ষমতা আর অর্থের দাপট দেখিয়ে একশ্রেণীর লোক চলে। তাদের কাছে মনুষ্যত্বের থেকে আভিজাত্যটাই বড়।  নাটকটিতে ফারহান ও সাদিয়া আয়মান দারুণ অভিনয় করেছে।  সবমিলিয়ে নাটকটি উপভোগ্য ছিল। 


</div>

<h3><center>ব্যক্তিগত রেটিং</center></h3>

***
<h6><center>৯.৬/১০</center></h6>

***

<h3><center>নাটকটির লিংক</center></h3>

***
https://youtu.be/4KKaPILjw7E?feature=shared


***



 ***
***
<center><h5>10% beneficary for @shyfox ❤️</h5></center>

![C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png](https://cdn.steemitimages.com/DQmRsJKf2r9DWRdqqiCgFRUu5YUjJBJQDYwV131Y9fgbQ7K/C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png)

#### <center>ধন্যবাদ  সবাইকে </center>

***
***


![WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg](https://cdn.steemitimages.com/DQmagJcAjUYHjUNTKfaUzAYHdLTyrAKj7FYE5Ur2W2SwRZW/WhatsApp%20Image%202021-12-23%20at%2019.46.54.jpeg)


### <center>[আমি কে?]()</center>

><div class="pull-left">


![IMG-20211205-WA0092.jpg](https://cdn.steemitimages.com/DQmXgjt13nvehka93mGnBRprnK8fYEWfnQnNXzhBDDUbpws/IMG-20211205-WA0092.jpg)


</div>

<b><sup>আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক, 
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।</sup></b>

</div>
👍  , , , , , , , , ,
29 replies
· @jihadislam ·
বসন্তের দিনগুলো
♥️আসসালামু আলাইকুম/ আদাব ♥️
গল্প:- বসন্তের দিনগুলো
মোঃ রাশেদুজ্জামান জিহাদ
গল্পটা শেষ পর্যন্ত পড়ার অনুরোধ রইল।
বাংলাদেশ ষড়ঋতুর দেশ। কিন্তু ছয় ঋতুর মধ্যে বসন্ত মানুষের জন্য অনেক আনন্দদায়ক ঋতু। বসন্ত ঋতুতে মানুষের মন থাকে অনেক ভালো। হলুদ বসন্তের দিনগুলো আমাদের সবার জীবনের প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। বসন্তের শুরুতে অথবা শেষের দিকে আমাদের মধ্যে অনেকেই এক অদ্ভুত ও অমৃত মায়ায় জড়িয়ে পড়ে। অদ্ভুত বা অমৃত মায়াটি হলো প্রেম বা ভালোবাসা।
![50a7dea3cc6f105ac04fcf38a8f109d2-595bbf231389a.jpg](https://cdn.steemitimages.com/DQmeBTBTKh2BzYRuHyFe3VFwnW99Q3AVTqr5qxp4kD9HNdK/50a7dea3cc6f105ac04fcf38a8f109d2-595bbf231389a.jpg)
 যা প্রতিটি মানুষের মনের দুয়ারে একবার আসেই। আর যাদের  জীবনে পবিত্র প্রেম বা ভালোবাসা আসেনা তাদের হৃদয়টা হলো পাষাণের মতো। বসন্তের সকালে কোকিলের কুহু কুহু ডাক মনে আনন্দ যোগান দেয় এবং অপরদিকে প্রিয় মানুষটির ডাক। এই বসন্তের দিনগুলো আসলেই অনেক সুন্দর ও মায়াবী হয়। রাতের বেলায় ঘুমের ঘোরে তুমি আমি যেন অজানা দেশে চলে যাই। এই বসন্তে অনেকে অনেকের মায়ায় আকৃষ্ট হয়। 
![1711281772177.jpg](https://cdn.steemitimages.com/DQmVpPWxbbygvsuVZzLvydrJ9SyKHFvsvXpDbT4YdcyEgZQ/1711281772177.jpg)
বসন্তে গাছে গাছে নতুন পাতা, মুকুল ও গাছে ফোটে নানা ধরনের ফুল। অপরদিকে মানুষের মনের সাথে মনের মিলনমেলা ঘটে এই কালে। তাই আমি বলতে চাই:- বাতাসে লাগিলো প্রেম, নয়নে লাগিল নেশা।  পিছু হতে কে যেন ডাকছে, বসন্ত চলে এসেছে। আমার মতে, আসলেই কবিতার অংশটুকু অনেক সুন্দর ও বাস্তব। বসন্তের বাতাস হয় অনেক মায়াবী তাইতো প্রিয় মানুষটির জন্য এতো মায়া। এই বসন্তে অনেক সুন্দর সুন্দর ফুল ফোটে আর মায়াবী চোখ দুটি যেন প্রিয় মানুষটির উপরই আসক্ত।যারা প্রিয় মানুষটির মায়ায় আসক্ত তাদের জন্য রইল শুভ কামনা। যারা আসক্ত হতে পারেনি প্রিয় মানুষটির মায়ায় শীঘ্রই তারা প্রিয় মানুষটির মায়ায় আসক্ত হবে ও বসন্তের দিনগুলো অনুভব করবে এই আমার প্রত্যাশা। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর লীলাভূমি আর তার মাঝেই তুমি আমি এবং আপনি ও আপনার প্রিয় মানুষ। 
![1711281774407.jpg](https://cdn.steemitimages.com/DQmPrXdX8ucgN4jc9j6UcVZJjEV5SxgcWbJevmAzycqB831/1711281774407.jpg)
বসন্তের দিনগুলো হাতে হাত রেখে কাটুক এবং সারাজীবন ভালো থাকুক ভালোবাসার মানুষ গুলো এই আমার পণ। গল্পটি কেউ নেগেটিভ মনে না করে কিছু শিক্ষা নেওয়া চেষ্টা করবেন। আমার জন্য সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ।
🌸ধন্যবাদ জানাই কমিউনিটির সবাইকে অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল সবার জন্য 🌸
👍  
4 replies
· @sozib10 · (edited)
‘সে কি আমাকে ভালোবাসে ?’
![Orange Modern and Elegant Creative Agency YouTube Channel Logo.png](https://cdn.steemitimages.com/DQmNRj4KP3r4rhoKvA7WPBd8bGqhcTBq6Fu8Ez2yJsq3WpW/Orange%20Modern%20and%20Elegant%20Creative%20Agency%20YouTube%20Channel%20Logo.png)


‘আমি তোমাকে ভালোবাসি’-এ তিনটি শব্দে কেউ আপনার প্রতি ভালোবাসা প্রকাশ করলেও তা কি সত্যিকার ভালোবাসা ? অনেকেই অভিযোগ করেন, ‘এ পৃথিবীতে কেউ আমাকে ভালোবাসে না’। সত্যিকার অর্থেই সে আপনাকে ভালোবাসে কি না, তা নিয়ে চিন্তিত ? তাহলে এ লেখায় দেওয়া সাতটি পয়েন্ট মিলিয়ে নিন। বুঝে নিন, সে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে কি না।

১. অসুস্থ হলে আপনার খবর রাখে

আপনার প্রতি তার ভালোবাসা আছে, এ বিষয়টি বোঝার অন্যতম উপায় হলো আপনি অসুস্থ হলে সে আপনার খবর নেবে। এ সময় আপনার যে কোনো প্রয়োজনে তাকে ডাকলে কাছে পাবেন। আপনার দুঃসময়ে তার এগিয়ে আসা দেখেই বুঝে নেবেন, সে আপনাকে ভালোবাসে।

২. আপনাকে রক্ষা করে

যে আপনাকে ভালোবাসে সে সব সময় আপনাকে নানা প্রতিকূল পরিস্থিতি থেকে রক্ষা করবে। আপনাকে নিয়ে কেউ হাসাহাসি করলে সে তাতে অংশ নেবে না, বরং তাদের বিরুদ্ধেই থাকবে। এমনকি আপনি তার কাছ থেকে সাহায্য না চাইলেও সে আপনার সাহায্যে এগিয়ে আসবে।

৩. আপনার পরিবারকে সম্মান করে

আপনার পরিবার আপনার জন্য গুরুত্বপূর্ণ। আর আপনাকে যে ভালোবাসে সে আপনার পরিবারকেও সম্মান করবে। আপনার বাবা-মা কিংবা ভাই-বোনকে সে সম্মান করবে। তাদের সঙ্গে যদি কথা বলতে হয় তাহলে সে অতি সম্মানের সঙ্গে তা করবে।

৪. আপনাকে উৎসাহ দেয়

আপনাকে যে ভালোবাসে সে আপনার নানা অর্জন দেখে খুশি হবে এবং আরও অর্জনে আপনাকে উৎসাহিত করবে। আপনি তাকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন, এ জন্য সে মোটেও দুঃখ পাবে না। তার বদলে সে আপনার অর্জনে সহায়তা দিতে এগিয়ে আসবে এবং সে জন্য গর্ববোধ করবে।

৫. ভবিষ্যৎ পরিকল্পনা করে

আপনার সঙ্গে জড়িয়ে ভবিষ্যৎ পরিকল্পনা করতে কেউ কি এগিয়ে এসেছে? যদি এগিয়ে আসে তাহলে বুঝে নিন, সে আপনার প্রতি দুর্বল, আপনাকে ভালোবাসে এবং আপনার সঙ্গে জীবন অতিবাহিত করতে চায়।

৬. আপনার মতামতের মূল্য দেয়

যে আপনাকে ভালোবাসে সে আপনার মতামতেরও মূল্য দেয়। আপনার কথা সে সময় নিয়ে শুনবে এবং সিদ্ধান্ত নিতে সহায়তা করবে। যদি কেউ আপনার মতামতকে মূল্য না দেয় তাহলে এর বিপরীত অবস্থা হবে। কিন্তু আপনাকে যদি ভালোবাসে তাহলে সে আপনাকে একজন বুদ্ধিমান বলেই মনে করবে।

৭. মনে রাখে

যে আপনাকে ভালোবাসে সে আপনার জন্মদিনসহ নানা তারিখের কথা খেয়াল রাখবে। এ ছাড়া অন্য নানা উপলক্ষেও সে আপনাকে অভিনন্দন জানাতে ভুলবে না। (ইত্যাদি)
👍  
· @sozib10 ·
একাকি বিকেল
![image.png](https://cdn.steemitimages.com/DQmeve9F3adJKSgrCe485AyPfEyuy1xTY6rJ4H3ktD7tRnX/image.png)

বিকেল ৫ টা।ঘুম থেকে উঠে ফ্রেশ হয় হিমেল।
হেডফোন আর মোবাইলটা নিয়ে ছাদের দিকে
রওনা হয়।চোখের ঘুম ঘুম ভাবটা এখনো কাটে
নি।
বড় বড় নিশ্বাস নিতে নিতে ছাদের দিকে
এগোচ্ছে।বাড়িটা ২ তলা তাই ছাদে যেতে এত
সময় লাগে নি।ছাদে উঠতেই গেটটা ধাক্কা
দিয়ে খানিকটা সড়িয়ে দেয়।গেটটা সড়াতেই
পশ্চিম দিকের মিষ্টি আলোটা চোখে এসে
লাগে।হাতের উল্টো পিঠ দিয়ে চোখটা ঢেকে
নেয়।তারপর আবার হাতটা সড়িয়ে মিষ্টি
রোদের আলোর সজ্ঞে নিজেকে মানিয়ে
নেয়।
.
আস্তে আস্তে ছাদের বাম দিকে যেতে শুরু
করে
হিমেল।বামের দিকে একটা বসার জায়গা
আছে
সেখানে গিয়ে বসে হিমেল।ঘুম ঘুম চোখে
পকেট
থেকে হেডফোনটা নিয়ে মোবাইলে প্লাগ ইন
করে।তারপর মিউজিক প্লেয়ারে গিয়ে
তাহসানের “তোমায় ঘিরে” গানটা ছেড়ে দু-
কানেই হেডফোন গুজে দেয়।ফুল সাউন্ডে
গানটার
সাথে তাল মিলাতে থাকে আর দু-হাতে ভড়
করে
নিচে পা টা নাড়াতে থাকে।
.
ইদানীং হিমেলের চুল আর দাড়িগুলা একটু বড়
হয়ে গেছে।এমন না যে কাটতে সময় পায় না।
সময়
পায় কিন্তু নিজের প্রতি একটা অবহেলা
কিছুদিন ধরে কাজ করছে ওর ভিতর।আর
এমনিতেও
চুল আর দাড়ি বড় রাখতে ভাল লাগে
হিমেলের।
চুল আর দাড়ি বড় রাখার পিছনে একটা দুষ্ট
গল্প
আছে:
.
ক্যাম্পাসে একদিন ভাবনার সাথে বসে
থাকার
সময় হিমেল অন্য একটা মেয়ের দিকে চায় আর
ভাবনা তা লক্ষ্য করে খুব রাগ করে।ভাবনার
রাগ
ভাজ্ঞানোর অনেক চেষ্টা করে হিমেল কিন্তু
কিছুতেই রাগ ভাজ্ঞানো যাচ্ছিল না।
অবশেষে
যখন হিমেল ভাবনাকে একটু হাসিয়ে দেয় তখন
ভাবনা হিমেলের বড় চুলগুলা ধরে একটা মোচড়
দেয়।আর দাড়িগুলা নাকি ভাবনার খুব পছন্দ
হতো
তাইদাড়িগুলাও রেখে দেয়।
.
এখন আর ভাবনা এই দুনিয়াতে নেই কিন্তু ওর
ভাল
লাগার সৃতি হিসেবে এই দাড়ি আর চুলগুলা
রেখে
দিয়েছে।চুল মাঝে মাঝে কাটলেও দাড়িতে
কোন প্রকার কাটাছেড়া করে না হিমেল।
৫ বছর আগে ব্রেষ্ট ক্যান্সারে মারা যায়
ভাবনা।
তার আগে প্রতিদিন বিকেলেই দুজন ছাদে
উঠে
হাত ধরে গান গাইত আর বিকেলটাকে উপভোগ
করতে।যা এখন হিমেল একাই করে।
.
বলতে বলতে অনেক সময় পাড় হয়ে গেল
গানগুলাও
একের পর এক চেঞ্জ হতে লাগল।এতক্ষণ
প্রতিটা
গানের সাথেই তাল মিলাচ্ছিল হিমেল।এখন
“আমি শুনেছি সেদিন তুমি” গানটা বাজছে।
বসার উচু স্থানটা ছেড়ে পশ্চিমের
রেলিংটার
সামনে গিয়ে দাড়ায় হিমেল।সামনের ডুবন্ত
সূর্যের দিকে চেয়ে গানটার প্রথম ২ লাইন
বলছিলো হিমেলঃ
>আমি শুনেছি সেদিন তুমি সাগরেরও ঢেউ
চেপে
>নীল জল সমুদ্র ছুয়ে এসেছ।
.
লাইনটা বলার পরই কেনো জানি হেসে দেয়
হিমেল।মুচকি মুচকি হাসে।তারপর গানের ধ্যান
ভেজ্ঞে মনের কথায় মগ্ন হয়ে পড়ে।নিজে
নিজেই বলতে থাকেঃ
কোথায় হারিয়ে গেলে তুমি।সত্যি খুব মনে
পড়ছে তোমার কথা।তুমি কি শুনতে পাচ্ছো?
.
খানিকটা মনস্থির করে আবার মুচকি হেসে
ভাবতে লাগেঃ
তুমি তো চলে গেছ।কিন্তু তোমার দেয়া একটা
জিনিস আমাকে খুব ভালবাসে আর আমিও
তোমার মতোই ওটাকে ভালবাসি।ভালবাসার
যে অভ্যাসটা করে দিয়ে গেলে তা কখনোই
ভোলার মতো নয়।
.
সূর্য ডুবতে আর খানিক সময় বাকি।সন্ধ্যা
সন্ধ্যা
ভাব।পিছ থেকে ছোট পায়ের দৌড়ানোর
একটা
আওয়াজ পাওয়া গেল কিন্তু হিমেল তা শোনার
মতো নয়।কারন কানের হেডফোনের আওয়াজে
বাইরের কিছুই শোনা যায় না।সূর্য্যকে ডুবতে
দেখে দীর্ঘ একটা নিশ্বাস ছাড়ে হিমেল।
পশ্চিমেই তাকানো আর রেলিংটার উপরে
হাত
দুটো দেয়া।
.
কেও একজন হিমেলের ডান পা দু হাত দিয়ে
কষে
ধরে নিয়েছে।এতক্ষনে ধ্যান ভাজ্ঞল
হিমেলের।
নিচে তাকাতেই পায়ের পিছ থেকে চাদের
মতো
একটা হাসি ফুটে উঠল।তা দেখে হিমেলও
একটা
মুচকি হাসি দিয়ে উঠল।কান থেকে
হেডফোনটা
নামিয়ে কষে ধরা হাতটা ছাড়িয়ে নিল
হিমেল।
হাতটা ছাড়াতেই মুখটা ঘুড়িয়ে চলে যেতে
লাগল।
পিছে ঘুরতেই হিমেল ঝাপটি মেরে ধরে
জিজ্ঞাস করতে লাগলঃ
>কি হয়েছে মামুনি।পাপার সাথে কি রাগ
করেছ?
হিমেল যার সাথে কথা বলছে সে তার ৫
বছরের
মেয়ে তানহা।
তানহা মুখটা অন্যদিকে ঘুরিয়ে নেয়।হিমেল
হাসতে হাসতে আবার জিজ্ঞাস করেঃ
>বলনা মামুনি কি হয়েছে?
তানহা হিমেলের কাছ থেকে হাতটা ছাড়িয়ে
আমতা আমতা করে বলেঃ
>তোমার সাথে কথা বলবনা।
>কেনো মামুনি?
তানহা পাকামো ভাব ধরে বলেঃ
>তুমি পচা।ঘুম থেকে উঠে একাই ছাদে চলে
এসেছ।
হিমেল দাত বের করে হাসতে হাসতে বলেঃ
>কেনো মামুনি?তুমি কি ভয় পেয়েছ?
তানহা একটু রাগি ভাব করে বলেঃ
>না।আমি ব্রেভ গার্ল।আমি ভয় পাই না।
>ও তুমি তো পাপার ব্রেভ গার্ল আমি ভুলেই
গিয়েছিলাম।
ভাবনা ভ্রু কুচকে বলেঃ
>আবার আজ আমার বার্থডে তুমি আমাকে
চকলেট
ও দাওনি।তোমার সাথে কথা নেই।
হিমেল জ্বিহে কামড় দিয়ে কানে ধরে বলেঃ
>সরি মামুনি আমি ভুলেই গিয়েছি।মাফ করে
দাও।
তানহা রাগ ভেজ্ঞে বলেঃ
>ঠিক আছে।কিন্তু আমার চকলেট দাও।
হিমেল দাড়িয়ে গিয়ে তানহাকে বলেঃ
>পকেটে একটা যাদুর রাজ্য আছে ওখানে হাত
দাও
পেয়ে যাবে।
কথাটা শুনে ততক্ষনাক পকেটে হাত দেয়
তানহা।
আর পকেটে থাকা চকলেট গুলি নিয়ে খুশিতে
লাফাতে থাকে।
.
আর হিমেল বলে উঠেঃ
>হ্যাপি বার্থডে মামুনি।এখন খুশি তো?
তানহা মাথা নাড়িয়ে সম্মতি দেয়।
তারপর হিমেল তানহাকে কোলে নিয়ে
পশ্চিমের আকাশে চেয়ে মনে মনে বলেঃ
.
দেখেছ।তোমার মেয়ে কত বড় হয়ে গেছে।আজ
৫
বছর হলো।ও সম্পুর্ন তোমার মতো।রাগ করে
থাকতেই পারে না।
.
সূর্য সম্পুর্ন ডুবে গেছে।সন্ধ্যা হয়ে গেছে।তাই
হিমেল তানহার সাথে কথা বলতে বলতে নিচে
চলে যায়।আর শেষ হয়ে আরেকটা নিসজ্ঞ
বিকেল।
👍  
2 replies
· @haideremtiaz ·
$2.86
নাটক রিভিউঃ " পরিচয় "
<div class="text-justify">

<div class ="pull-left">


**08-03-2024**


</div> 

<div class="pull-right">


**২৫ ফাল্গুন  , ১৪৩০ বঙ্গাব্দ** 


</div>



***

## <center><div class="phishy">🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼</div></center>

<br>




সবাইকে জুম্মা মোবারক 🌼। আশা করছি সবাই ভালো থাকার চেষ্টা করছেন।  তো ভালো থাকতে পারলেই হলো।  তো সাপ্তাহিক ছুটির দিনে আমি সবসময় আপনাদের সাথে নাটক শেয়ার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ চলে এলাম একটি নাটক নিয়ে। নাটকটির নাম হচ্ছে **পরিচয়**।  নাটকটি সম্প্রতি ইউটিউব এ রিলিজ হয়েছে।  দেখে ভালোই লেগেছে আমার কাছে।  আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। 



![Screenshot_2024-03-08-15-00-25-17.jpg](https://cdn.steemitimages.com/DQmdAJASdGZrw5gDK2EV5MhYxCtPZv5g1boAMwXYEJoAob8/Screenshot_2024-03-08-15-00-25-17.jpg)


<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

***

নাম | পরিচয়। 
--|-- 
পরিচালনা ও গল্প| প্রীতি দত্ত। 
প্রযোজক | মোঃ আলী বশির। 
অভিনয়ে | খায়রুল বাশার, কেয়া পায়েল, শেলী আহসান, আনোয়ার শাহী, আজম খান, সাজ্জাদ চৌধুরী সহ আরও অনেকে। 
আবহ সংগীত | মোঃ রবিন ইসলাম।  
দৈর্ঘ্য |  ৪২ মিনিট ১৭ সেকেন্ড। 
মুক্তির তারিখ | ০৭ই মার্চ , ২০২৪ ইং 
ধরন | রোমান্টিক, সামাজিক । 
ভাষা | বাংলা 




***

<h5>চরিত্রেঃ</h5>

<h6>কিশোরঃ</h6>খায়রুল বাশার। 
<h6>দিশাঃ</h6>কেয়া পায়েল। 

***

<h4><center>কাহিনী সারসংক্ষেপ </center></h4>

![Screenshot_2024-03-08-13-49-12-05.jpg](https://cdn.steemitimages.com/DQmYA2mcuSu2yCFYq8CQ1RfdNgqLpufTW5VpXPfeQN4vosi/Screenshot_2024-03-08-13-49-12-05.jpg)

![Screenshot_2024-03-08-13-51-32-59.jpg](https://cdn.steemitimages.com/DQmerHqobZm2JEFwub7TimKzP9aDuJ34DncwJ5kR3nQg2Br/Screenshot_2024-03-08-13-51-32-59.jpg)


<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

নাটকের শুরুতে দেখা যায়, কিশোরকে নিয়ে তার দুই বন্ধু মজা করছে।  কারণ হচ্ছে কিশোর একটা মেয়েকে অনেক ভালোবাসতো।  সে মেয়েটির নাম ছিল সুইটি। মেয়েটি তাকে ধোকা দিয়ে অন্য কারো সাথে বিয়ে করে নিয়েছে। এজন্য কিশোর আত্নহত্যা করতে চায়। কিশোরের দুই বন্ধু তাকে বুঝানোর চেষ্টা করে। কিন্তু কোনো কাজই হয় না।  সে আর বেচেঁ থাকবে না।  তার কাছে এখন জীবনকে মূল্যহীন মনে হচ্ছে।  ঠিক তখন কিশোর একটা মেয়েকে দেখতে। বাতাসে উড়ু উড়ু চুলে চা হাতে নিয়ে দাঁড়িয়েছিল। আর কিশোর প্রথম দেখাতেই মেয়েটিকে ভালো লেগে যায় তার।  কিশোর তখনই তার ভালোলাগার কথা বলে ইমপ্রেস করার চেষ্টা করে। মেয়েটি প্রথমে বিরক্ত হলেও পরে ঠিকই মেয়ে পটে যায়। কিশোর মেয়েটির বাসা অবধি চলে আসে।  মেয়েটি বুঝতে পারে যে ছেলেটি তার পিছু নিয়েছে।  আর সে মেয়েটির কাছেও কিশোরের পাগলামী ভালো লেগে যায়।


![Screenshot_2024-03-08-14-08-45-18.jpg](https://cdn.steemitimages.com/DQmXfeVZMDTY6i5XLufzFyiacLwyc29szTGwAjQUMFNbQJu/Screenshot_2024-03-08-14-08-45-18.jpg)

![Screenshot_2024-03-08-14-07-06-69.jpg](https://cdn.steemitimages.com/DQmepvvPhqf8udZ2CLvxvSiypgJVpiY9ZGfUnq2T6GA9Sk7/Screenshot_2024-03-08-14-07-06-69.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

মেয়েটির নাম দিশা।  কিশোরের প্রথমদিনের পাগলামী দিশা মিস করতে থাকে।  বারবার শুধু কিশোরের কথা ভাবতে থাকে।  যেভাবে তাকে ইমপ্রেস করেছে সেটা ভেবে দিশা ভাবছিল আজও তার বাসার সামনে ঘুরবে। কিন্তু না, কিশোর দিশার বাসার সামনে যায় না।  এদিকে কিশোর ঠিকই বুঝে যায়। মেয়েটি যে তাকে মিস করছে।  হঠাৎ তার সামনে গিয়ে হাজির হলে তখন খুবই খুশি হবে।  দুদিন পর দিশা একটা শপিং শপে যায়। সেখানে গিয়েই দেখা হয়ে যায় কিশোরের সাথে।  তারপর দিশা বলে এতোদিন কিশোর কোথায় ছিল।  কিশোর তখন বলে তার মনে।  তাকে যে মিস করছিল দিশা সেটা বুঝতে পারে কিশোর।  তারপর কিশোর তার ফোন নাম্বারটি দিশার ফোনে সেইভ করে দেয়। যাতে করে পরে মনে হলেই ফোন দিতে পারে।  তারপর তাদের মাঝে সম্পর্কটা বাড়তে থাকে।  কিন্তু দিশার কাছে কেন জানি মনে হচ্ছিল সে সত্যি সত্যি তাকে ভালোবাসে না।  


![Screenshot_2024-03-08-14-18-33-17.jpg](https://cdn.steemitimages.com/DQmYCjygLxBAQVidMBuogNLpetGddy6SyPzivczN3oYVRBp/Screenshot_2024-03-08-14-18-33-17.jpg)

![Screenshot_2024-03-08-14-09-49-24.jpg](https://cdn.steemitimages.com/DQmafjJbbzcyGNdFvCnpCCCaXqsPippsdtYCy6odxGPrKiR/Screenshot_2024-03-08-14-09-49-24.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

এই নিয় রেস্টুরেন্ট এ কথা কাটাকাটি হয় কিশোরের সাথে। আর তখনই জানতে পারে তার প্রাক্তন প্রেমিকার কথা।  সুইটি মেয়েটিকে একটা সময় সে অনেক ভালোবাসতো। সে মেয়েটিকে ভালোবাসার পর থেকে কাউকে ভালোবাসি বলার সাহস পায়না কিশোর।  এজন্য দিশাকেও সে প্রপোজ করেনি। তারপর দিশা প্লেন করে সুইটির সাথে দেখা করে।  সুইটির সাথে কোনো কথায় বলতে পারে না।  শুধু দিশাই তার গার্লফ্রেন্ডের পরিচয় দিয়ে দিল। তো কিছুদিন পর সুইটকে ফোন দিয়েও কোথাও খুজেঁ পাচ্ছিল না দিশাকে।  তারপর সে দেখতে পায় সে মাটিতে পড়ে আছে।  তারপর দিশা তাকে প্রপোজ করে।  তার কিছুদিন পর জানতে পারে দিশার শরীরে মরণব্যধী ক্যান্সার বাসা বেধেছে। সে ইচ্ছে করেই কিশোরের সাথে যোগাযোগ বন্ধ করে দেয়।  কারণ তার অনিশ্চিত জীবনের সাথে তাকে জড়িয়ে শুধু শুধু কষ্টের ভাগিদার বানাতে চাই না।  


![Screenshot_2024-03-08-14-24-14-98.jpg](https://cdn.steemitimages.com/DQmPpHKzbBTPQZFReedHRheYCetDrQyy1UuVYv9GqkFUE4x/Screenshot_2024-03-08-14-24-14-98.jpg)
<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

কিন্তু কিশোর দিশাকে খুব ভালোবেসে ফেলেছে।  সে চাইলেই এখন দিশাকে ভুলে থাকতে পারবেনা।  কিশোরের ইচ্ছে যতটা দিন বাচঁবে তারা দুজন যেন একসাথে থাকতে পারে।  কিন্তু দিশা রাজি হতে চায়নি।  পরে অবশ্য রাজি হয়।  তারপর কিশোর প্লেন করে দিশাকে বিয়ে করবে।  তার দুঃসময়ে সে পাশে থাকবে। দিশাকে বিয়ে করার ব্যাপারটা তার বাবা মায়ের সাথে শেয়ার করে কিশোর।। কিন্তু তার বাবা প্রথমে রাজি হতে চায়নি।  কারণ তাদের ছেলেকে একটা অনিশ্চিত জীবনের সাথে তুলে দিতে পারবে না। তারপর কি হয়েছিল জানতে হলে নাটকটি দেখতে হবে। 



</div>

<h3><center>ব্যক্তিগত মতামত </center></h3>

ব্যক্তিগতভাবে নাটকটি আমার কাছে ভালো লেগেছে।  আপনার দুঃসময়ে যে পাশে থাকে সেই তো আপনার প্রিয়জন।  বর্তমানের মেকি ভালোবাসার কাছে এ নাটকটি হতে পারে উত্তম দৃষ্টান্ত। যদিও নাটকের গল্প কাল্পনিক।  জীবনের শেষ সময়ে ভালোবাসার মানুষকে পাশে পাওয়ার বিষয়টাই নাটকে স্পষ্টে তুলে ধরা হয়েছে।  খাইরুল বাশারের নাটকগুলো আমার কাছে সবসময় ভালো লাগে।  কেয়া পায়েলও ভালো অভিনয় করেছে।  সবমিলিয়ে নাটকটি দেখার মতো ছিল।  


</div>

<h3><center>ব্যক্তিগত রেটিং</center></h3>

***
<h6><center>৯/১০</center></h6>

***

<h3><center>নাটকটির লিংক</center></h3>

***
https://youtu.be/OKOO2vtTdQE?feature=shared


***



 ***
***
<center><h5>10% beneficary for @shyfox ❤️</h5></center>

![C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png](https://cdn.steemitimages.com/DQmRsJKf2r9DWRdqqiCgFRUu5YUjJBJQDYwV131Y9fgbQ7K/C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png)

#### <center>ধন্যবাদ  সবাইকে </center>

***
***


![WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg](https://cdn.steemitimages.com/DQmagJcAjUYHjUNTKfaUzAYHdLTyrAKj7FYE5Ur2W2SwRZW/WhatsApp%20Image%202021-12-23%20at%2019.46.54.jpeg)


### <center>[আমি কে?]()</center>

><div class="pull-left">


![IMG-20211205-WA0092.jpg](https://cdn.steemitimages.com/DQmXgjt13nvehka93mGnBRprnK8fYEWfnQnNXzhBDDUbpws/IMG-20211205-WA0092.jpg)


</div>

<b><sup>আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক, 
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।</sup></b>

</div>
👍  , , , , , , , , , , and 12 others
10 replies
· @limon88 ·
$5.35
নাটক রিভিউ:)- পারবো না ছাড়তে তোকে।
<div class="text-justify">






|<center><a href="https://steemit.com/trending/hive-129948">নাটক রিভিউ:)- পারবো না ছাড়তে তোকে।</a><br><sub><sup>💐 "নাটক প্রেমিকদের কে স্বাগতম" 💐</sup></sub></a></center>|
|---|


![Screenshot_2024-03-02-19-38-15-73_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmejwZbhPZdnUJrwmLshy6S2eb3rvab4UxpA2vnN6ZsRaG/Screenshot_2024-03-02-19-38-15-73_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)



<center><sub>"ছবিটি ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া"</sub></center>



### শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। সবাইকে আমার সালাম ও আদাব। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ। **নাটক রিভিউ:)- পারবো না ছাড়তে তোকে।** আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন তাহলে শুরু করা যাক।



|<center>**নাটকটির কিছু তথ্য:-**</center>|
|--|




![Screenshot_2024-03-02-20-31-21-68_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmaZiFgSg5hx2zRYSjZVgSkrnDws3tSD8NTcysogFd2Hm6/Screenshot_2024-03-02-20-31-21-68_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)


নাটকটির নাম| পারবো না ছাড়তে তোকে।
---|---
অভিনয়ে:| ফারহান আহমেদ জোভান, পোরশি আরও অনেকেই।
পরিচালক:|মহিদুল মহিম।
প্রযোজক:| তানভীর মাহমুদ অপু
ডিওপি: |মোস্তাক মোর্শেদ
নির্বাহী প্রযোজক:| রাফাত রহমান
লেবেল:| সুলতান এন্টারটেইনমেন্ট




|<center>**নাটকটির সংক্ষিপ্ত কাহিনী:-**</center>|
|--|


![Screenshot_2024-03-02-19-39-30-04_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmREZ8S5qM3s58QTqLSoPtfBmsSTmqcdEJPFsTn9PXCUYh/Screenshot_2024-03-02-19-39-30-04_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)

![Screenshot_2024-03-02-19-39-50-56_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmaMmTxvakwnhLxoArXEgo981qBKRBaJZxd45uUiwiiLkp/Screenshot_2024-03-02-19-39-50-56_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)


পোরশি এবং জোভান এক ইউনিভার্সিটি তে পরে। তবে পোরশি ভার্সিটিতে নতুন এসেছে। জোভান ভার্সিটিতে সব মেয়েদের সাথে প্রেম করে বেরায়। বলতে গেলে তার প্রেমে সব মেয়েরাই পাগল। জোভান ও সবার সাথে জমিয়ে প্রেম করে বেরায়। তবে পোরশি কে দেখার পর থেকে জোভান এর ভিতরে একটা চেন্স এসেছে। জোভান তার বন্ধুদের সাথে খেলাধুলা করতে থাকে। এর পরে জোভান এর সাথে গিয়ে পোরশি খেলাধুলা করে জোভান সেখানে হেরে যায়।




![Screenshot_2024-03-02-19-43-40-02_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmfA3fZeaseBmpNGRTg14UMWSTr5WTum7v2gVkE9TedMX7/Screenshot_2024-03-02-19-43-40-02_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)


![Screenshot_2024-03-02-20-15-22-00_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmdot8cbHxAbjp7ed7pXFcTuYz7BKPV62KoJabPvivij7K/Screenshot_2024-03-02-20-15-22-00_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)

পোরশি এবং জোভান এর মাঝে মধ্যে কথা হয়। এর পরে জোভান তার জন্মদিনে পোরশি কে নিমন্ত্রণ করে। এর পরে পোরশি যায়। গিয়ে দেখতে পারে জোভান একা একা তার জন্মদিন এর কেক হাতে নিয়ে কেক কাটতেছে। এর পরে পোরশি যাওয়ার পর এবার তাদের মধ্যে কথা হয়। এবং জোভান তার জীবনের গল্প পোরশি কে বলে। পোরশি তার কথা শুনে জোভান কে পছন্দ করতে শুরু করে।


![Screenshot_2024-03-02-20-21-48-32_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmcN8ofYeT2AuMzWHLcePhj5MopDcujHDztuHyGBAZuZ3X/Screenshot_2024-03-02-20-21-48-32_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)



![Screenshot_2024-03-02-20-23-57-27_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmUyojXy45oMRsLxGwq7PavpAgdnEBJWt5dz74rZLLfc6c/Screenshot_2024-03-02-20-23-57-27_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)


কিছুদিন পরে জোভান এবং পোরশির মধ্যে ভালো একটা সম্পর্ক গড়ে উঠে। তবে পোরশির সাথে জোভান এর সম্পর্কের জন্য জোভান এর কিছু বন্ধু মন খারাপ করে। এর পরে জোভান এর ফোন হ্যাক করে পোরশিকে এক জায়গায় আস্তে বলে। এর পরে সেখানে পোরশি যায়। এবার তারা পোরশির চোখ বেঁধে দেয়। এর পরে খারাপ কিছু করার চেষ্টা করে। এর পরে জোভান আসলে সবাই জোভান কে দোষী করে। এবং পোরশি তাই বিশ্বাস করে। এর পরে জোভান এবং পোরশির মধ্যে ঝামেলা তৈরি হয়। 

![Screenshot_2024-03-02-20-29-06-62_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmWjprt6pRy1N2UqQVKJShJCkzHnnrL3UYY5nrMMrnm4Na/Screenshot_2024-03-02-20-29-06-62_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)



![Screenshot_2024-03-02-20-29-12-01_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmYovN4AoqpGcFMrMjZi1ZaG4R94SW5QWr9AqNxtC6MXdw/Screenshot_2024-03-02-20-29-12-01_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)


এর পরের দিন জোভান ভার্সিটিতে গিয়ে পোরশিকে খোঁজে কোথাও পায় না। এর পরে পোরশির বান্ধবীদের কাছে থেকে জানতে পারে আজকে পোরশি অন্য দেশে চলে যাচ্ছে। একথা শুনে সাথে সাথে জোভান এয়ারপোর্ট এর দিকে বাইকে করে রওনা দেয়। যদিও রাস্তায় একটা ঝামেলা হয়ে যায়।


![Screenshot_2024-03-02-20-29-34-30_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmc2Jp2SQFo6VqRriv7PrNW25UzGTkCfZCdZqfgZJ6Ksru/Screenshot_2024-03-02-20-29-34-30_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)



![Screenshot_2024-03-02-20-30-38-75_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmQz5x2FjnkNsnAVVn6RwpRkc8KV5BryJTooiYfd6bgS7P/Screenshot_2024-03-02-20-30-38-75_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)


জোভান এর বন্ধুদের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। এর পরে পোরশির যে একটা ভিডিও করেছিলো সেটা পোরশির ফোনে পাঠিয়ে দেয়। এর পরে পোরশি তো তার ভুল বুঝতে পারে। এর কিছুক্ষণ পর জোভান পোরশির কাছে গিয়ে পৌঁছায়। এর পরে জোভান কে দেখে পোরশি জোভান কে জড়িয়ে ধরে। আর এর পরে এখানেই নাটকটি শেষ হয়ে যায়।



|<center>**ব্যাক্তিগত মতামত:-**</center>|
|--|


পারবো না ছাড়তে তোকে নাটকটির গল্প ছিলো জাস্ট অসাধারন। এক দমেই ঠিক ভালোবাসার মানুষ কে ছাড়া মোটেও থাকা সম্ভব না। এর আগে পোরশি এবং জোভান এর নাটক দেখেছিলাম। পোরশির অভিনয় আমার কাছে ভীষণ ভালো লাগে। তাই গতকাল দেখলাম নাটকটি ইউটিউব এ নতুন এসেছে। যদিও আমি নাটকটি দেখার অপেক্ষায় ছিলাম। নাটকটি আসার কথা ছিলো ২৯ তারিখে। তবে একটু সমস্যার কারে ২ তারিখ এ ইউটিউব এ আসে। জমিয়ে রাতে নাটকটি দেখেছিলাম। এধরনের রোমান্টিক নাটক গুলো সত্যি দেখতে ভীষণ ভালো লাগে। নাটকটি কে আমি আমার মতো করে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আশাকরি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা যারা নাটক প্রেমিক রয়েছেন অবশ্যই নাটকটি দেখবেন আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। এই ছিলো আমার আজকের আয়োজন। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি।





|<center>**ব্যাক্তিগত রেটিং:-১০%৯.৫%**</center>|
|--|


https://youtu.be/910LM-eny2g?si=WpMQNmJ7HQ5qzl6z


<center><sup>"ছবি গুলোর  স্ক্রিনশট এখানে থেকে নেয়া"</sup></center>


<center><center><sub>["ভিডিও লিংক ইউটিউব"](https://youtu.be/910LM-eny2g?si=WpMQNmJ7HQ5qzl6z)</sub></center></center>




|<center>পোস্টের বিবরণ</center>|
|---

বিভাগ| নাটক।
---|---
ডিভাইজ | realme 9 
বিষয় |  পারবো না ছাড়তে তোকে।
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রিভিউ | @limon88



___
___


![Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg](https://cdn.steemitimages.com/DQmdJYAFBpdNffmdyg7ShUn2yaGRdU4t5dX8bgTAk8U7cRB/Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg)


![1691561447609.png](https://cdn.steemitimages.com/DQmakvDs5xRkPnUArXpMTjzki3SkTCMpYjJeab4193riVi4/1691561447609.png)






<div class="text-justify">





|<center>**আমার পরিচয়**</center>|
|--|


<div class="pull-left">



|<center>![1703595702061.jpg](https://cdn.steemitimages.com/DQmWTW8M84Ecpxt2kBtxLbBVqbDie9Rwe3VkdWMTuhvCnez/1703595702061.jpg)</center>|
|---|
 

</div>




> <sub>আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি  নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞</sub>


![banner-abb_New.png](https://cdn.steemitimages.com/DQmc5qK9P7zXvDxSBvM5AB3B1xDrMD5H3F46ruzJLiSicmc/banner-abb_New.png)









</div>





![standard_Discord_Zip.gif](https://cdn.steemitimages.com/DQmfRETShxA5EQdPmpF6ChkQd5MkXJPifATT3TZdvk5sEC1/standard_Discord_Zip.gif)

**<center> <div class="phishy"> >>>>>|| [এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য](https://discord.gg/7SyC6uWBTS) ||<<<<<  </center>**



![standard_Discord_Zip_2-1.gif](https://cdn.steemitimages.com/DQmXsBwwfTm7h16vGF7NnYMMs3TN6TjQhueNWoFt9YzeUom/standard_Discord_Zip_2-1.gif)



![banner-abbVD.png](https://cdn.steemitimages.com/DQmdneEsosooEaR5g9u1PV9S5gDZBfEBgm7xCVc9h29MbJd/banner-abbVD.png)










<h2><center>আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য  💞"ধন্যবাদ"💞</center></h2>





![20230809_135056.gif](https://cdn.steemitimages.com/DQmSPMd8v4uk2o4CrkYxJcxuMHMKrNd8N41UNHuvSuVJv5Y/20230809_135056.gif)



</div>
👍  , , , , , , , , , , and 82 others
18 replies
· @haideremtiaz ·
$4.21
নাটক রিভিউঃ ' লাভ লাইন '
<div class="text-justify">

<div class ="pull-left">


**01-03-2024**

</div> 

<div class="pull-right">


**১৮ ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ** 


</div>



***

## <center><div class="phishy">🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼</div></center>

<br>

জুম্মা মোবারক সবাইকে 🌼 । আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে চলে এলাম আপনাদের সাথে একটি নাটক শেয়ার করার জন্য।  শুক্রবারে আমি সবসময় আপনাদের সাথে নাটক শেয়ার করে থাকি। তারই ধারাবাহিকতায় আজ চলে এলাম। আজ যে নাটকটি শেয়ার করবো তার নাম হলো **লাভ লাইন**। ইউটিউব এ রিলিজ হওয়ার পর দেখেছিলাম। আসলে সময় সুযোগ সেভাবে হয়ে উঠে না। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। 






![Screenshot_2024-03-01-15-09-19-80.jpg](https://cdn.steemitimages.com/DQmSm4c8c1RLY4y2wLn87e2DTDyyLcN9K1ZU5m8Hqm1wHKY/Screenshot_2024-03-01-15-09-19-80.jpg)



<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

***

নাম | লাভ লাইন। 
--|-- 
চিত্রনাট্য, পরিচালনা ও গল্প| প্রবীর রায় চৌধুরী। 
প্রযোজক | তানভীর মাহমুদ। 
অভিনয়ে | জোভান, নিহা, পারসা, শিল্পী সরকার অপু,মোঃ শাহীদ উন-নবী, শাহবাজ সানি, সায়েদা দিশা, নাবিলা খান, নিয়াজ উদ্দিন তামুর  সহ আরও অনেকে। 
আবহ সংগীত | সাহিল সানজান চৌধুরী, এঞ্জেল নূর। 
দৈর্ঘ্য | ১ ঘন্টা ১৮ মিনিট ৫৩ সেকেন্ড। 
মুক্তির তারিখ | ২২ই ফেব্রুয়ারি , ২০২৪ ইং 
ধরন | রোমান্টিক, সামাজিক । 
ভাষা | বাংলা 









***

<h5>চরিত্রেঃ</h5>

<h6>অয়নঃ</h6>ফারহান আহমেদ জোভান। 
<h6>ইরাঃ</h6>নাজনীন নিহা 
<h6>অনন্যাঃ</h6>পারসা। 

***

<h4><center>কাহিনী সারসংক্ষেপ </center></h4>

<div class="text-justify">

![Screenshot_2024-03-01-13-55-03-02.jpg](https://cdn.steemitimages.com/DQmYLfNWMBeWwDpECg9qn19MG1JYUdHnphBzUdZ6iCwscWp/Screenshot_2024-03-01-13-55-03-02.jpg)

![Screenshot_2024-03-01-13-59-07-79.jpg](https://cdn.steemitimages.com/DQmPzE6XqGUqNuqzQcrqMrP881JAWq4JuTmoHxuRQxYNoWm/Screenshot_2024-03-01-13-59-07-79.jpg)


<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

নাটকের শুরুতে দেখা যায়, অয়ন বিয়ের জন্য পাত্রী দেখতে যাচ্ছে।  অয়ন পরিবারের সবাইকে নিয়ে যাবে। অয়ন পরিবারের দ্বিতীয় সন্তান। তার বড় ভাই বিয়ের কাজ অনেক আগেই সেরে ফেলেছে। এখন শুধু অয়ন বাকি। ছোট বোন ঐশীর বিয়ের বয়স এখনও হয়নি।  পরিবারের সবাইকে নিয়ে যায় মেয়ে দেখতে।  অয়ন একটা মাল্টিন্যাল কোম্পানিতে জব করছে।  তো যে মেয়েকে দেখতে যায় সে মেয়েকে অয়ন প্রথম দেখাতেই পছন্দ করে ফেলে।  তারপর অয়ন সে মেয়েটির সাথে আলাদাভাবে কথা বলে।  মেয়েটির নাম অনন্যা চৌধুরী।  অয়ন সেদিনই তার পছন্দের কথা পরিবারের সবাইকে বলে।  আর সেদিনিই আর্থড করে ফেলে অয়ন।  তারপর থেকে শুরু হয় তাদের মাঝে ভালো লাগার কথা বার্তা। কিন্তু অয়ন জানতো না যে মেয়েটির আরেকজনকে পছন্দ।  বিয়ের দিন তারিখ হয়ে যায়। আর বিয়ের দিন অয়ন জানতে পারে মেয়েটি বাসা থেকে কোথায় যেন পালিয়েছে।  তার মা বাবা কোথাও খুজেঁ পায় না।  

![Screenshot_2024-03-01-14-04-15-92.jpg](https://cdn.steemitimages.com/DQmUaGahMNiPUkxyF7p9ZnBTbVavnjfFHWbou3wYr7Fs1SJ/Screenshot_2024-03-01-14-04-15-92.jpg)

![Screenshot_2024-03-01-14-05-51-59.jpg](https://cdn.steemitimages.com/DQmPMZavFyHkv1fYnVShwWezdaK2hxRjrKUQLuiXMPaZkh1/Screenshot_2024-03-01-14-05-51-59.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

অয়ন খুব ভেঙে পড়ে। কারণ বারবার তার সাথেই শুধু এমন হয়। অয়ন সব ভুলে আবারো নিজেকে নিয়ন্ত্রণে রাখে।  তার মা বাবাকে স্পষ্ট বলে দেয় তাকে যেন আর কখনো বিয়ের কথা বলে।  তার যখন পছন্দ হবে তখনই বিয়ে করবো।  তো কয়েক মাস পর ঢাকা থেকে বাসা করে চট্রগ্রামে যাচ্ছিল অয়ন। অয়নের বাসা চট্রগ্রামেই।  আর তখন বাসে পরিচয় হয় এক মেয়ের সাথে।  মেয়েটিকে দেখেই বুঝতে পারে অয়ন!  মেয়েটি যে বাসা থেকে পালিয়েছে। মেয়েটির নাম ইরা।  বাসা থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। কিন্তু মেয়েটি ভালোবাসে অন্য কাউকে। আর তাকে পাওয়ার জন্য চট্রগ্রামে চলে যাচ্ছে ইরা।  অয়নের মোটামোটি অনেক রাগ হয়।  কারণ তার সাথে অলরেডি এমনটা ঘটেছে। বিয়ে করার আগে চলে গেছে তাকে ছেড়ে।  অয়ন ইরাকে সবকিছু বলে।  ইরা চট্রগ্রামে সিআরবি এর এখানে নামবে। অয়নের বাসাও এদিকে।

![Screenshot_2024-03-01-14-11-05-78.jpg](https://cdn.steemitimages.com/DQmdurNCniLeEKHtPX1QuUx4vF9RBtzp8xYNNfJEnr2QpEx/Screenshot_2024-03-01-14-11-05-78.jpg)

![Screenshot_2024-03-01-14-15-52-62.jpg](https://cdn.steemitimages.com/DQmdALyrbUYGLfzkjnwXu6A24F34HYeuSg7RFiGsN33HJZh/Screenshot_2024-03-01-14-15-52-62.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>


কিন্তু ইরার বয়ফ্রেন্ড আসিফ সে কোনোভাবেই ইরাকে এখন বাসায় নিয়ে যেতে পারবে না। কারণ বাসায় তার মা এবং সে কোনো চাকরি করছে না।  এ অবস্থায় কোনোভাবেই না। এটা শুনে ইরার প্রচন্ড রাগ হয়।  কারণ তাকে পাওয়ার জন্য কতদূর থেকে চলে এসেছে আর সে কি না এসব বললো। তারপর ইরা সেখান থেকে রাগ করে চলে আসে।  চট্রগ্রাম থেকে ঢাকাও অনেকটা দূরের পথ। অয়ন তারপর তাদের বাসায় নিয়ে যায়। তার বোন ঐশী সবকিছু ম্যানেজ করে।  ঐশীকে বান্ধবী বানিয়ে অভিনশ করায় ইরা।  এদিকে অয়নের অফিসের দুদিন ছুটি ছিল। ইরা যেহেতু ঢাকা যাবে সেজন্য তাকে সঙ্গে করে নিয়ে যায়। বাসায় ইরার বাবা ছিল। বাসায় প্রবেশ করার সময় কিছু বলার আগেই অয়নকে খসে গালে চড় মেরে বসে ইরার বাবা।  কিন্তু যখন জানতে পারে অয়ন তার বান্ধবীর ভাই তখন সরি বলে।  


![Screenshot_2024-03-01-14-18-00-04.jpg](https://cdn.steemitimages.com/DQmSg3NKDodsmtf3b7b3YMYbLHCLc9Pcz7fTSm2poCxjUR9/Screenshot_2024-03-01-14-18-00-04.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

তারপর থেকে অয়ন আর ইরার মাঝে ভালো লাগার সম্পর্ক তৈরি হয়।  দুজনে মিলে একসাথে ঘুরতে যায়। মন ভালো না থাকলে কথা বলে। একদিন শপিং করার জন্য শপিং এ যায় অয়ন ও ইরা। আর সেখানেই দেখা মিলে অনন্যার সাথে।  অনন্যার কোলে এখন ফুটফুটে ছোট শিশু।  বিয়ে করে ভালোই আছে। তবে অনন্যা অয়নকে দেখে খুশি হয়। তাকে সরি বলার আগেই অয়ন থামিয়ে দেয়। ইরা পরিচয় দেয় সে অয়নের গার্লফ্রেন্ড।  তার কিছুদিন পর ইরার বয়ফ্রেন্ড ফিরে আসে।  ইরার সাথে দেখা করে কান্নাকাটি করতে থাকে।  ইরার খুব মায়া হয়। আর সেটা অয়নকে বলে। অয়নের খুব টেনশন হতে থাকে। আবারও কি তাহলে অনন্যার মতো হারিয়ে ফেলবে ইরাকে।  কেনই-বা তাকে এতো ভালোবাসলো অয়ন!  তারপর কি  হয়েছিল জানতে হলে নাটকটি দেখতে হবে।


</div>

<h3><center>ব্যক্তিগত মতামত </center></h3>


ব্যক্তিগতভাবে আমার কাছে নাটকটি ভালো লেগেছে। কারণ নাটকের গল্পটা ভিন্ন রকমের ছিল। দর্শকদের মনে সবসময় এটেনশন কাজ করছিল। কি হবে না হবে পরে। সাধারণত বাংলা নাটকে গল্প দেখেই বুঝে ফেলা যায় শেষে কি হবে।  আমি ভেবেছিলাম শেষে আবার অনন্যা ফিরে আসে না।  প্রবীর রায় স্যর বরাবরই ভালো পরিচালনা করেন।  এই প্রথম পারসাকে নাটকে দেখলাম। তবে তার অভিনয় দেখে মনে হয়নি যে অভিনয় করছে।  জোভান ও নিহা বরাবরই সেরা 

</div>

<h3><center>ব্যক্তিগত রেটিং</center></h3>

***
<h6><center>৯.৫/১০</center></h6>

***

<h3><center>নাটকটির লিংক</center></h3>

***
https://youtu.be/_A8epvOfdLY?feature=shared


***



 ***
***
<center><h5>10% beneficary for @shyfox ❤️</h5></center>

![C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png](https://cdn.steemitimages.com/DQmRsJKf2r9DWRdqqiCgFRUu5YUjJBJQDYwV131Y9fgbQ7K/C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png)

#### <center>ধন্যবাদ  সবাইকে </center>

***
***


![WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg](https://cdn.steemitimages.com/DQmagJcAjUYHjUNTKfaUzAYHdLTyrAKj7FYE5Ur2W2SwRZW/WhatsApp%20Image%202021-12-23%20at%2019.46.54.jpeg)


### <center>[আমি কে?]()</center>

><div class="pull-left">


![IMG-20211205-WA0092.jpg](https://cdn.steemitimages.com/DQmXgjt13nvehka93mGnBRprnK8fYEWfnQnNXzhBDDUbpws/IMG-20211205-WA0092.jpg)


</div>

<b><sup>আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক, 
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।</sup></b>

</div>
👍  , , , , , , , , , , and 2 others
13 replies
· @haideremtiaz ·
$1.10
নাটক রিভিউঃ " লাভ বাজ "
<div class="text-justify">

<div class ="pull-left">


**24-02-2024**


</div> 

<div class="pull-right">


**১২ ফাল্গুন , ১৪৩০ বঙ্গাব্দ** 


</div>



***

## <center><div class="phishy">🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼</div></center>

<br>

কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো ভালো থাকতে পারলেই হলো।  দিনশেষে নিজের ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।  তো আজকে চলে এলাম আপনাদের সাথে একটা নাটক রিভিউ শেয়ার করার জন্য।  নাটকটি আমি আগেই দেখেছিলাম। তবে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। নাটকটি ভালোবাসা দিবসে রিলিজ হয়েছিল ইউটিউব এ। নাকটির নাম হচ্ছে **লাব বাজ**।  নাটকটের গল্পটা বুঝতে হলে আপনাকে আগের দুইটা স্টরিও জানতে হবে।  একটা ছিল বেড বাজ,  আরেকটা গুডবাজ। 









![Screenshot_2024-02-24-15-05-02-34.jpg](https://cdn.steemitimages.com/DQmeCwMkTcCzioxpDhgCdYR7ng6sqxUYAs8BSgorjXggwJN/Screenshot_2024-02-24-15-05-02-34.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

***

নাম | লাভ বাজ 
--|-- 
চিত্রনাট্য ও পরিচালনা | কাজল আরেফিন অমি। 
প্রযোজক | আকবর হায়দার মুন্না। 
এসোসিয়েট ডিরক্টর | জিয়াউল হল্ক পলাশ। 
অভিনয়ে | জিয়াউল হক পলাশ, পাভেল, পারসা ইভানা, সাফা কবির, শরাফ আহমেদ জীবন, শ্বস্তা দত্ত, ফারিন খান, আরফিনমৃধা শিবলু সহ আরও অনেকে। 
আবহ সংগীত | সালমান জাইম ও মিলানা মুনিম। 
দৈর্ঘ্য | ৫৫ মিনিট ৩৫ সেকেন্ড। 
মুক্তির তারিখ | ১৪ই ফেব্রুয়ারি, ২০২৪ ইং। 
ধরন | রোমান্টিক
ভাষা | বাংলা 




***

<h5>চরিত্রেঃ</h5>

<h6>ইরাঃ</h6>সাফা কবির। <h6>ফারিয়াঃ</h6>পারসা ইভানা।<h6>সামিঃ</h6>জিয়াউল হক পলাশ।<h6>রাব্বিঃ</h6>পাভেল। 

***

<h4><center>কাহিনী সারসংক্ষেপ </center></h4>

<div class="text-justify">

![Screenshot_2024-02-24-14-22-02-87.jpg](https://cdn.steemitimages.com/DQmR9xdjc2PV3QzE5DXtJPNYNiEVFbQUMVVFSN6NocbfF3t/Screenshot_2024-02-24-14-22-02-87.jpg)

![Screenshot_2024-02-24-14-24-13-33.jpg](https://cdn.steemitimages.com/DQmb77U1NT9BUkLmriBumBzW2WTu6a9gyRpYdAhcrttVTym/Screenshot_2024-02-24-14-24-13-33.jpg)


<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>


নাটকের শুরুতে দেখা যায়, সামি ও রাব্বি দুজন মিলে ইরার ওয়েডিং পার্টিতে যাচ্ছে।  যাওয়ার পথে হঠাৎ ই সামি গাড়ি থামিয়ে রাব্বিকে বলে গাড়ির নিচে আত্মহত্যা করে মারা যাওয়ার জন্য।  কারণ গাড়িতে বসে সে সামিরকে অনেক কিছুই বলেছে। রাব্বির ডিভোর্স হয়েছে লামিয়ার সাথে। সেটা বলে সামিরের কাছ থেকে সিমপ্যাথি পাওয়ার জন্য যে এমন করছে সেটা সামি বুঝে যায়।  এদিকে সামি মিটিং বাদ দিয়ে ফ্রেন্ডের বিয়েতে যাচ্ছে। অনেকদিন পর সব বন্ধু একসাথে হবে।  রাব্বি যখন ফারিয়ার কথা বলতে যায় তখনই রেগে যায় সামি।  কারণ ব্রেকআপ হওয়ার পর থেকে ফারিয়ার নামই শুনতে পারে না সামি। সামির ফারিয়াকে একসময় অনেক ভালোবাসতো। কিন্তু তাদের মাঝে ঝামেলার হওয়ার পর থেকে সামি আর যোগাযোগ করেনি ফারিয়ার সাথে।


![Screenshot_2024-02-24-14-26-52-07.jpg](https://cdn.steemitimages.com/DQmSghgR9KcvHDsKQJVBEp8ru2tj7yUftCJF8uyZAurJ3SG/Screenshot_2024-02-24-14-26-52-07.jpg)

![Screenshot_2024-02-24-14-31-25-78.jpg](https://cdn.steemitimages.com/DQmSMWzQT7HmbiaL1vbtfWG6JAV7vRnjsNYZL32XAKuEnPC/Screenshot_2024-02-24-14-31-25-78.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

ফারিয়া আমেরিকার চলে যায়।  কয়েক বছর পর দেশে ফিরেছে।  আবারো ফারিয়ার সাথে দেখা হবে সামিরের। কিন্তু সামি ফারিয়ার নাম শুনতে পারে না।  অবশেষে সামি আর রাব্বি মিলে ইরাদের রিসোর্ট এ চলে আসে।  রিসোর্ট এর অবস্থা দেখে সামি পুরাই অবাক হয়ে যায়। কারণ মারুফ ভাইয়ের অনেক টাকা।  ব্যবসা করে অনেক টাকা পয়সা ইনকাম করেছে।  ইরাকে ভালোবেসে সে তার বিয়ের ওয়েডিংটাও বড়সর পরিবেশেই করছে। ইরাও সহজ সরল মানুষটাকে ভালোবাসে।  বিয়ের আগেরদিন ফারিয়া চলে আসে!  ফারিয়াকে দেখেই সামি অবাক হয়ে যায়। কতো বছর পর  ফারিয়াকে দেখছে সামি। ফারিয়া তার কাজিনকে সাথে করে নিয়ে এসেছে।  ফারিয়া ও তাদের কাজিনের মেলামেশা মোটেও নিতে পারছিল না সামি।  সামিও প্লেন করে তার কাজিন আয়নাকে নিয়ে আসে।  যাতে ফারিয়াও বুঝতে পারে তার কাজিনকে কতটা কেয়ার করে তাকে।  

![Screenshot_2024-02-24-14-35-54-94.jpg](https://cdn.steemitimages.com/DQmatPgdCJP7nVxj2L6RhHaAdYHWKqsVuJeNgvHzDeywBc6/Screenshot_2024-02-24-14-35-54-94.jpg)

![Screenshot_2024-02-24-14-37-24-67.jpg](https://cdn.steemitimages.com/DQmRjgekj6PTpAR99okQRyXumjf8TNEi4xHk5H8qjY7YDtG/Screenshot_2024-02-24-14-37-24-67.jpg)
<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

তারপর একদিন রাতে ফারিয়া একা বসে কাদঁতে থাকে। আর সামির যখন হেটেঁ যাচ্ছিল তখন ফারিয়াকে দেখে।  ফারিয়াকে দেখে তাকে বলেছিল সে ভালো আছে কি না। সামি অনেকদিন পর ফারিয়ার সাথে কথা বলে।  কিন্তু ফারিয়া যখনই বলে যে সে আমেরিকা চলে যাওয়ার পর তাকে মিস করেছিল কি না। তখন সামির বলতেই ফারিয়ার কাজিন চলে আসে।  এদিকে ফারিয়ার কাজিন আর সামির কাজিন দুজন মিলে কথা বলে। কথা বলে যেটা বুঝতে পারে সেটা হলো সামি এখনও ফারিয়াকে ভালোবাসে। আর ফারিয়াও সামিকে অনেক ভালোবাসে।  দুজনকে নিয়ে এসেছে শুধু হিংসা বাড়ানোর জন্য।  তারপর এ ব্যাপারটা মারুফ ভাই ও ইরার সাথে শেয়ার করে। তখন ইরা ও সামির সাথে বিষয়টা শেয়ার করে।  তাদের ফ্রেন্ডসার্কেলে এমন মনমালিন্যের জন্য পুরো ওয়েডিংটাও অন্যরকম হয়ে যাচ্ছে। 


![Screenshot_2024-02-24-15-13-25-48.jpg](https://cdn.steemitimages.com/DQmd9bNdPHf897Kqw3k9KLkhtZJCeAc8i8S8yaT9gxQR41h/Screenshot_2024-02-24-15-13-25-48.jpg)
<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>



তারপর সামির আর ফারিয়া কথা বলে।  বাহিরে দাড়িয়ে থাকে সবাই।  মারুফ ভাই সিকিউরিটির জন্য সব জায়াগায় স্পিকার লাগিয়ে রেখেছিল। কে কি বলে শুনতে পাবে। আর যখন সামির বলে যে সে ফারিয়াকে অনেক মিস করে আর সারাজীবন মিস করবে আর তখনই ফারিয়া হাগ করে বসে। আর মারুফ ভাঔ, ইরা, রাব্বি সবাই বুঝতে পারে তাদের মিটমাট হয়েছে।  এদিকে দুজনের মনের জোড়া লেগে যায় ঠিকই। কিন্তু ঝামেলা হয়ে যায় যখন ইরার বিয়ের দিন ইরার ডায়মন্ডের আংটিটা হারিয়ে যায়!  আর সেটা মারুফ ভাই জানতে পেরে অনেকগুলো কথা শোনায় ইরাকে।  মারুফ ভাই ও বলে দেয় সে ইরাকে বিয়ে করতে পারবে না।  তারপর কি হয়েছিল জানতে হলে নাটকটি  দেখতে হবে।




</div>

<h3><center>ব্যক্তিগত মতামত </center></h3>

ব্যক্তিগতভাবে নাটকটি আমার কাছে ভালো লেগেছে। কাজল আরেফিন অমির সবগুলো নাটকই আমার কাছে ভালো লেগেছে। এর আগে বেড বাজ, গুড বাজ দেখেছিলাম সেটাও ভালো ছিল আর এবার লাভ বাজ!  তিনটা গল্পই দেখার মতো ছিল।  লোকেশন, স্ক্রিপ্ট, কালার সবকিছুই ঠিকঠাক ছিল। আর অভিনয়ের কথা কি বলবো। পলাশ, পাভেল, ইভানা, সাফা সবাই খুবই ভালো অভিনয় করেছে। শেষে পুরোটাই রোমান্টিকতায় ভরপুর ছিল। ভালোবাসা দিবসে নাটকটি দেখার মতো ছিল।


</div>

<h3><center>ব্যক্তিগত রেটিং</center></h3>

***
<h6><center>৯.৭/১০</center></h6>

***

<h3><center>নাটকটির লিংক</center></h3>

***
https://youtu.be/-lTMGFCAVB0?feature=shared


***
***
<center><h5>10% beneficary for @shyfox ❤️</h5></center>

![C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png](https://cdn.steemitimages.com/DQmRsJKf2r9DWRdqqiCgFRUu5YUjJBJQDYwV131Y9fgbQ7K/C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png)

#### <center>ধন্যবাদ  সবাইকে </center>

***
***


![WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg](https://cdn.steemitimages.com/DQmagJcAjUYHjUNTKfaUzAYHdLTyrAKj7FYE5Ur2W2SwRZW/WhatsApp%20Image%202021-12-23%20at%2019.46.54.jpeg)


### <center>[আমি কে?]()</center>

><div class="pull-left">


![IMG-20211205-WA0092.jpg](https://cdn.steemitimages.com/DQmXgjt13nvehka93mGnBRprnK8fYEWfnQnNXzhBDDUbpws/IMG-20211205-WA0092.jpg)


</div>

<b><sup>আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক, 
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।</sup></b>

</div>
👍  , , , , , , ,
20 replies
· @habiburr15 ·
All-Inclusive Romantic Getaways in USA
There are several romantic getaways in the USA that offer all-inclusive packages for couples seeking relaxation, adventure, and intimacy. Here are some options:

![All-Inclusive Romantic Getaways in USA.png](https://cdn.steemitimages.com/DQmaQ1bVAJDM1EnkM25TWfpBS2NjCyNThraCH2iy9Ej34FH/All-Inclusive%20Romantic%20Getaways%20in%20USA.png)

Couples Resorts, Jamaica:

While not in the USA, Couples Resorts in Jamaica offers all-inclusive packages that cater exclusively to couples. With beautiful beaches, luxurious accommodations, and various activities included, it's a popular choice for romantic getaways.

Visit our website👉🏽 https://travelingdestin.com/all-inclusive-romantic-getaways-in-usa/ for more info

Sundara Inn & Spa, Wisconsin:

Located in Wisconsin Dells, Sundara Inn & Spa offers luxurious accommodations, spa treatments, yoga classes, and gourmet dining options, all included in their packages. The resort is set in a serene environment surrounded by nature, making it perfect for couples seeking relaxation and rejuvenation.
👍  , ,
· @haideremtiaz ·
$3.40
নাটক রিভিউঃ " একটাই তুমি "
<div class="text-justify">

<div class ="pull-left">


**16-02-2024**


</div> 

<div class="pull-right">


**০৪ ফাল্গুন  , ১৪৩০ বঙ্গাব্দ** 


</div>



***

## <center><div class="phishy">🌼আসসালামুআলাইকুম সবাইকে🌼</div></center>

<br>

কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো ও সুস্থ্য আছেন।  আজকে যেহেতু জু্মার দিন তো সবাইকে জুম্মা মোবারক।  সাপ্তাহিক ছুটির দিনটি হয়তো ভালোভাবেই কাটাচ্ছেন আপনারা। আর ছুটির দিনে আমাদের মতো ব্যচলরদের আবার ছুটি নেই।  প্রতিনিয়ত যেন জীবনের সাথে লড়াই করে বাচঁতে হয়।  তো ছুটির দিনে নিজেকে ভালো রাখার জন্য নাটক দেখি। আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। এবারের ভালোবাসা দিবস উপলক্ষে বেশ কিছু নাটক ইউটিউব এ রিলিজ হয়েছে। তো আজকে যে নাটকটি শেয়ার করবো সেটির নাম হচ্ছে **একটাই তুমি**।  


![Screenshot_2024-02-16-14-47-28-06.jpg](https://cdn.steemitimages.com/DQmWvLcq6ufANfJ5BKk7n9nAgBEMCBJ6YcLhYbmHfkWvtxa/Screenshot_2024-02-16-14-47-28-06.jpg)


<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

***

নাম | একটাই তুমি 
--|-- 
পরিচালনা | মাশরিকুল আলম। 
গল্প | শুভ্র আহসান। 
প্রযোজক | এসকে শাহেদ আলী পাপ্পু। 
অভিনয়ে | ফারহান আহমেদ জোভান, তানজিম সায়েরা তটিনী, লুৎফর রহমান জর্জ, মিলি বাসের, সৌমু চৌধুরী, শাহবাজ সানি, ইশরাক পায়েল সহ আরও অনেকে।  
দৈর্ঘ্য | ৫৮ মিনিট ২১ সেকেন্ড। 
মুক্তির তারিখ | ১৩ই ফেব্রুয়ারী, ২০২৪ ইং 
ধরন | রোমান্টিক,সামাজিক । 
ভাষা | বাংলা 









***

<h5>চরিত্রেঃ</h5>

<h6>আয়ানঃ</h6>ফারহান আহমেদ জোভান ।
<h6>নীলাঃ</h6>তানজিম সায়েরা তটিনী।  

***

<h4><center>কাহিনী সারসংক্ষেপ </center></h4>

<div class="text-justify">




![Screenshot_2024-02-13-13-49-45-85.jpg](https://cdn.steemitimages.com/DQmW6SPGL8dMgyTCEhi4cptkDGyeE8Vc6axcSrDgz6upmry/Screenshot_2024-02-13-13-49-45-85.jpg)

![Screenshot_2024-02-13-13-52-35-28.jpg](https://cdn.steemitimages.com/DQmZMXhRTybH3dopBy2rrFKkBmCfFPKo7YyvMdLxui8UTtk/Screenshot_2024-02-13-13-52-35-28.jpg)
<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

নাটকের শুরুতে দেখা যায়, আয়ান অফিস থেকে দ্রুত বাসায় ছুটে আসে।  কারণ আয়ান ভাবছে তার বিয়ে হবে নীলার সাথে।  আয়ান নীলার দেয়া নীল পাঞ্জাবীটা পরে নেই।  নীলাকেও বলে নীল শাড়িটা যেন পরে।  আয়ান তার বাবাকে বিয়ের কথাটা বলার সাহস পায়নি। তার মা অবশেষে তাকে রাজি করায়। এবার একটু পিছনে ফিরে তাকানো যাক। নীলার সাথে আয়ানের প্রথম দেখাটা হয়েছিল কাকতালীয় ভাবে।  কার্জন হলের সামনে হঠাৎ করেই ফোনের রিংটনের শব্দ। ফোনটা কেউ ফেলে রেখে যায়।  আয়ান ফোনটা হাতে নেয়।  কলটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে ভেসে আসে ফোনের মালিক নীলার কন্ঠ।  কিন্তু ফোনটা যে তার সেটারই বা প্রমাণ কিসের।  

![Screenshot_2024-02-13-13-55-45-82.jpg](https://cdn.steemitimages.com/DQmT2TTpMmESnepV6siYqTKiPWz99dFtZgaKhzQiktUQD5m/Screenshot_2024-02-13-13-55-45-82.jpg)

![Screenshot_2024-02-16-14-09-35-10.jpg](https://cdn.steemitimages.com/DQmVx9DZkGuStmjim9ZhAZsiQfUJvPMbszGRGSu6vdLCjRp/Screenshot_2024-02-16-14-09-35-10.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>


ফোনের ওয়ালপেপারে নীলার ছবি সেট করা।  ফোনটা নীলাকে দেয়ার জন্য কার্জন হলের সামনেই দাঁড়িয়ে থাকে।  আর কিছুক্ষণ পরেই নীলা আসে ফোনটা নিতে।  ওয়ালপেপারের মেয়েটার সাথে নীলার ছবিটার মিল পেয়ে নীলাকে ফোন দিয়ে দেয় আয়ান।  তবে নীলা আয়ানকে ট্রিট দিতে চাই একদিন। এতো বড় একটা উপকার করে দিল। আয়ান ভার্সিটিতে ফাইনাল ইয়ারে পড়াশোনা করছে। আর নীলাও একই ভার্সিটিতে পড়াশোনা করে।  তারপর থেকে নীলা আর আয়ানের মাঝে ভাবের আদানপ্রদান শুরু হতে থাকে।  নীলার জন্মদিনে প্রচন্ড জ্বর নিয়ে আয়ান দেখা করতে আসে নীলার সাথে।  আর নীলা সেদিনই আয়ানকে ভালোবাসার কথাটা বলে দেয়।  আয়ান যে তাকে ভালোবাসে সেটা নীলা ঠিকই বুঝতে পেরেছিল।  

![Screenshot_2024-02-16-14-12-14-76.jpg](https://cdn.steemitimages.com/DQmRqyxa9hQaBkjm1nCav89mbaVFBBUsZi5NVouhsAN5RqE/Screenshot_2024-02-16-14-12-14-76.jpg)

![Screenshot_2024-02-16-14-13-04-44.jpg](https://cdn.steemitimages.com/DQmSdSp83ehJWNLtHES9s51YsJZzQ1ERQgoXbHiiFjUS6rv/Screenshot_2024-02-16-14-13-04-44.jpg)

<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

তারপর থেকে তাদের ভালোবাসার সম্পর্কটাও গভীর হতে থাকে।  ভার্সিটির পড়াশোনা শেষ করে যখন বের হয় তখন আয়ানেরও একটা জব হয়ে যায়।  কিন্তু নীলার বাসা থেকে একের পর এক ছেলে দেখা হচ্ছে। নীলা আয়ানকে বারবার বুঝানোর চেষ্টা করে তাদের বিয়ের কথাটা বলতে বাসায়। কিন্তু আয়ান তার বাবাকে প্রচন্ড রকমের ভয় পায়।  সে তার বাবার সামনে কিছুই বলার সাহস পায়না।  এ নিয়ে নীলাও ভীষণ রাগ করে বসে থাকে।  অবশেষে, আয়ানের বিয়ে ঠিক হয় নীলার সাথে। নীলাকে বিয়ে করতে যায় আয়ান। কিন্তু তারা যে ঠিকানায় যায় সেটা ছিল অন্য নীলা!  আয়ান এই নীলাকে বিয়ে করতে রাজি নয়।  কিন্তু আয়ান বুঝতে পারেনি যে, এই মেয়ের সাথে তার না, তার বড় ভাইয়ের বিয়ে হবে।  তারপর যেন আয়ানের মনে স্বস্তি ফিরে আসে। কিন্তু ঝামেলা বাধেঁ যে, নীলার বাসায় যে আজ যাওয়ার কথা আয়ানের! 


![Screenshot_2024-02-16-14-20-41-52.jpg](https://cdn.steemitimages.com/DQmSb9Ycx5WbysxZSANrSiuBZpK2nbMmvbJdeTPyJqqChB2/Screenshot_2024-02-16-14-20-41-52.jpg)
<center><sub><sup>ইউটিউব থেকে নেয়া স্ক্রিনশট</sup></sub></center>

রাস্তার মাঝেই আয়ান গাড়ি থেকে নেমে পরে। সে বিয়ে না করে আজ যাবে না। কারণ সে নীলাকে কথা দিয়ে ফেলেছে। কিন্তু আয়ানের বাবার চোখে আয়ান এখনও অনেক ছোট। তার বিয়ের বয়স হয়নি!  আয়ান সেটা শুনে আরও রেগে যায়। কারণ ভার্সিটি শেষ করে, জব করা একটা ছেলে ছোট হয় কি করে!  তারপর আয়ানের বাবা রাজি হয় নীলাদের বাসায় যাওয়ার জন্য। এদিকে নীলার বাসায়ও লঙ্কাকান্ড ঘটে যায়!  তারপর কি হয়েছিল জানতে হলে নাটকটি আপনাকে দেখতে হবে।  

</di>


<h3><center>ব্যক্তিগত মতামত </center></h3>


ব্যক্তিগতভাবে নাটকটি আমার কাছে ভালোই লেগেছে। শুরুতে ভালো লাগা তারপর ভালোবাসা।  শেষ অবধি প্রিয়জনকে কাছে করে পাওয়া। সবমিলিয়ে নাটকটি রোমান্টিকতায় ভরপুর ছিল বলতেই হয়। জোভান আর তটিনী ভালোই ছিল। তটিনীর স্নিগ্ধ অভিনয় আমার কাছে বরাবরই ভালো লাগে।  

</div>


<h3><center>ব্যক্তিগত রেটিং</center></h3>

***
<h6><center>৯.৬/১০</center></h6>

***

<h3><center>নাটকটির লিংক</center></h3>

***
https://youtu.be/XCKrRb-mjEU?feature=shared

***
***
<center><h5>10% beneficary for @shyfox ❤️</h5></center>

![C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png](https://cdn.steemitimages.com/DQmRsJKf2r9DWRdqqiCgFRUu5YUjJBJQDYwV131Y9fgbQ7K/C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iNzq2MSXKSji21JRspt4nqpkXPR5ea7deLzvmJtuzVBwdLJUpBqtgAZ5gHtHPbayD2jR3CWqjkJ.png)

#### <center>ধন্যবাদ  সবাইকে </center>

***
***


![WhatsApp Image 2021-12-23 at 19.46.54.jpeg](https://cdn.steemitimages.com/DQmagJcAjUYHjUNTKfaUzAYHdLTyrAKj7FYE5Ur2W2SwRZW/WhatsApp%20Image%202021-12-23%20at%2019.46.54.jpeg)


### <center>[আমি কে?]()</center>

><div class="pull-left">


![IMG-20211205-WA0092.jpg](https://cdn.steemitimages.com/DQmXgjt13nvehka93mGnBRprnK8fYEWfnQnNXzhBDDUbpws/IMG-20211205-WA0092.jpg)


</div>

<b><sup>আমার নাম হায়দার ইমতিয়াজ উদ্দিন রাকিব। সবাই আমাকে ইমতিয়াজ নামেই চিনে। পেশায় আমি একজন ছাত্র। সম্প্রতি আমি ইলেকট্রিক্যাল থেকে ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। এখন বিএসসি এর জন্য প্রিপারেশন নিচ্ছি। পাশাপাশি লেখালেখি করে আসছি গত দু বছর ধরে। ভালো লাগার জায়গা হলো নিজের অনুভূতি শেয়ার করা, আর সেটা আমার বাংলা ব্লগের মাধ্যমেই সম্ভব হয়েছে। যাক, 
নিজেকে সবসময় সাধারণ মনে করি। অন্যের মতামতকে গুরুত্ব দেয় এবং তা মেনে চলার চেষ্টা করি। বাংলা ভাষায় নিজের অভিমত প্রকাশ করতে ভালো লাগে। তাছাড়া ফটোগ্রাফি,ব্লগিং,কুকিং,রিভিউ,ডাই ইত্যাদি করতে ভালো লাগে। অসহায় মানুষদের পাশে দাঁড়াতে ভালো লাগে। বাংলাদেশে জন্মগ্রহণ করতে পেরে নিজেকে ধন্য মনে করি। ভবিষ্যতে প্রিয় মাতৃভূমির জন্য কিছু করতে চাই।</sup></b>

</div>
👍  , , , , , , , , , , and 22 others
15 replies
· @limon88 ·
$4.63
নাটক রিভিউ:)- একবার বলো ভালোবাসি।
<div class="text-justify">





|<center><a href="https://steemit.com/trending/hive-129948">নাটক রিভিউ:)- একবার বলো ভালোবাসি।</a><br><sub><sup> 💐 "নাটক প্রেমিকদের কে স্বাগতম" 💐</sup></sub></a></center>|
|---|



![Screenshot_2024-02-12-18-56-58-99_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmbXdSH1swVdYMhQNX7443eJbJEVwS6tgbA9wg11dTZa5J/Screenshot_2024-02-12-18-56-58-99_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)




<center><sub>"ছবিটি ইউটিউব থেকে স্ক্রিনশট নেয়া"</sub></center>


### শুভ সকাল 🌅
হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার। প্রথমেই সবাইকে আমার সালাম ও আদাব। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের পোস্ট শুরু করছি। কেমন আছেন সবাই? আশাকরি আপনারা সকলকেই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম আমার নতুন একটি ব্লগ নিয়ে। যেহেতু এই ভালোবাসার মাস তাই আমি আজকে ভালোবাসার রোমান্টিক একটি নাটক রিভিউ নিয়ে হাজির হয়েছি। **নাটক রিভিউ:)- একবার বলো ভালোবাসি।** আশাকরি আপনাদের সবার ভালো লাগবে। চলুন শুরু করা যাক। 



|<center>**নাটকটির কিছু তথ্য:-**</center>|
|--|


![Screenshot_2024-02-12-18-11-30-12_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmVBtoxrYn9t2ybq4HzW5VEkHpLnDvN7cvQLfW9aiS8Swf/Screenshot_2024-02-12-18-11-30-12_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)


নাটক:|একবার বলো ভালোবাসি।
---|---
চিত্রনাট্য ও পরিচালনা: |মুহাম্মদ মিফতাহ আনান।
অভিনয়: |মুসফিক আর. ফারহান, নাজনীন নিহা এবং আরও অনেকে।
ডিওপি: |ফুয়াদ বিন আলমগীর।
বিজিএম:| মেহেদী হাসান তামজিদ।
প্রযোজক: |এসকে শাহেদ আলী।
প্রযোজনা করেছেন:| সেন্ট্রাল মিউজিক অ্যান্ড ভিডিও (সিএমভি)




|<center>**নাটকটির সংক্ষিপ্ত কাহিনী:-**</center>|
|--|




![Screenshot_2024-02-12-18-12-12-01_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmPpWnY9FGyFyp8BCmah9VxYyQ4tLtbVsL5EiAM4emMjUY/Screenshot_2024-02-12-18-12-12-01_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)


![Screenshot_2024-02-12-18-15-05-37_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmZZWx7dfE3WMp9k8iwUtAHCApEKuVUaCaKMraESppjVNa/Screenshot_2024-02-12-18-15-05-37_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)


ফারহান এর মামার বিয়ের জন্য অনেক মেয়ে দেখা হয়েছে। আজকে ও সবাই মিলে যাচ্ছে বিয়ের জন্য মেয়ে দেখতে। মেয়ের বাসায় যায় তার পরে সবাইকে মেয়ে নাস্তা খাওয়ায়। ফারহান এর মামার মেয়ে পছন্দ হয়। আর এদিকে তো ফারহান নিহা কে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এর কিছুক্ষণ পর ফারহান নিহার কাছে যায় এবং তাদের মধ্যে কথা হয়। 


![Screenshot_2024-02-12-18-20-05-74_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmXeuEmwiiedzx8fY6PHjvZpfcfV87rNpbmCBq91M8WrmJ/Screenshot_2024-02-12-18-20-05-74_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)

![Screenshot_2024-02-12-18-27-17-81_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmTvcwi5JjKsLmG51xByeWgdgd46LHhBaZaaSYSxXURLCL/Screenshot_2024-02-12-18-27-17-81_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)

এর পরে সবাই মেয়েকে দেখে বাসায় চলে আসে। আর এদিকে ফারহান নিহার সাথে কিভাবে দেখা করবে এই বাহানা খুঁজতে থাকে। এর পরে তার মামার কাছে এসে বলে। তার মামা যেনো তার মামির সাথে দেখা করে কথা বলে। এর পরের দিন মামা ভাগিনা মিলে দেখা করতে যায়। মামা তার হবু বউ এর সাথে কথা বলে। আর এদিকে ফারহান নিহার সাথে কথা বলে। কথা বলতে বলতে ফারহান এবং নিহার মধ্যে বন্ধুত্ব তৈরি হয়ে যায়।





![Screenshot_2024-02-12-18-38-23-55_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmVd1UhLKqtMvDnh4ZWThPPajXoDxehrQns2pA1ijCAzyE/Screenshot_2024-02-12-18-38-23-55_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)


![Screenshot_2024-02-12-18-42-27-52_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmdCLFep1EPbc7ekZZCG6U6qu9d4q8xk9CXiFbdrbd7rZA/Screenshot_2024-02-12-18-42-27-52_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)


ফারহান নিহাকে বিভিন্ন ভাবে বোঝানোর চেষ্টা করে যে তাকে সে ভালোবাসে। আর এদিকে নিহা ফারহান এর মুখ থেকে শোনার জন্য তাল বাহানা করতে থাকে। এভাবে চলতে চলতে অবশেষে ফারহান নিহাকে তার ভালোবাসার কথা বলে ফেলে। কয়েকদিন পর নিহার বাবা ফারহান এবং নিহাকে এক সাথে দেখতে পায়। এবং নিহাকে অনেক বকাঝকা করে। এর পরে তাদের মামা মামির বিয়ে ভেঙে দেয়। 


![Screenshot_2024-02-12-18-44-41-65_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmRc5FdXMyPBz6dsHBC3eoLZabTeXKfjpiDCATWMPr978Y/Screenshot_2024-02-12-18-44-41-65_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)


![Screenshot_2024-02-12-18-48-29-92_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg](https://cdn.steemitimages.com/DQmNTZ4ytMrNzEMKBribnXsL5ZYXKsU71cKqgAGkqa6CntD/Screenshot_2024-02-12-18-48-29-92_f9ee0578fe1cc94de7482bd41accb329.jpg)

এর পরে ফারহান এবং নিহা তাদের বিয়ে ঠিক করে। এর পরের দিন বিয়ে হয়। এবং এবার ফারহান এবং নিহা বাসায় থেকে পালিয়ে গিয়ে বিয়ে করে। আর এদিকে তো নিহার বাবা ফারহান এর বাবার কাছে গিয়ে উল্টো পাল্টা কথা বলতে থাকে। কিছুক্ষণ পর ফারহান এবং নিহা আসে। এবার আর কি করার যেহেতু তারা দুজন বিয়ে করেছে। এবার ফারহান এর বাবা তাদের দুজনকে মেনে নয়। আর নাটকটি এখানেই শেষ হয়।

|<center>**ব্যাক্তিগত মতামত:-**</center>|
|--|


একবার বলো ভালোবাসি নাটকটি আমার কাছে একটু বেশি ভালো লেগেছে। ফারহান এর নাটক গুলো আমি মাঝে মধ্যে দেখি। এই নাটকটিতে সবাই অনেক সুন্দর অভিনয় করেছেন। যদিও তাদের দুজন কে মেয়ের বাবা প্রথমে মেনে নেয় না। পরে বিভিন্ন ধরণের সমস্যা হয়। এর পরে দুজন পালিয়ে গিয়ে বিয়ে করে। এর পরে ছেলের বাবা তাদের দুজনকে মেনে নেয়। বেশ রোমান্টিক একটি নাটক ছিলো। নাটকটির গল্প আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ভালোবাসার মাসে চমৎকার একটি নাটক পরিচালক উপহার দিয়েছেন। আপনারা যারা নাটক প্রেমিক রয়েছেন অবশ্যই নাটকটি দেখবেন। আশাকরি আপনাদের সবার কাছে নাটকটি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সব সময়ই এই কামনাই করি। আল্লাহ হাফেজ 💞



|<center>**ব্যাক্তিগত রেটিং:-১০%৯.৫%**</center>|
|--|


https://youtu.be/eplXajSE0Jw?si=Q007YZ4lHDzmFKye


<center><sup>"ছবি গুলোর  স্ক্রিনশট এখানে থেকে নেয়া"</sup></center>


<center><center><sub>["ভিডিও লিংক ইউটিউব"](https://youtu.be/eplXajSE0Jw?si=Q007YZ4lHDzmFKye)</sub></center></center>





|<center>পোস্টের বিবরণ</center>|
|---

বিভাগ| নাটক রিভিউ।
---|---
ডিভাইজ | realme 9 
বিষয় |  একবার বলো ভালোবাসি। 
লোকেশন | উত্তরখান, ঢাকা, বাংলাদেশ।
রিভিউ | @limon88



___
___


![Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg](https://cdn.steemitimages.com/DQmdJYAFBpdNffmdyg7ShUn2yaGRdU4t5dX8bgTAk8U7cRB/Screenshot_2023-11-26-21-48-50-49_c0d35d5c8ea536686f7fb1c9f2f8f274.jpg)


![1691561447609.png](https://cdn.steemitimages.com/DQmakvDs5xRkPnUArXpMTjzki3SkTCMpYjJeab4193riVi4/1691561447609.png)






<div class="text-justify">





|<center>**আমার পরিচয়**</center>|
|--|


<div class="pull-left">



|<center>![1703595702061.jpg](https://cdn.steemitimages.com/DQmWTW8M84Ecpxt2kBtxLbBVqbDie9Rwe3VkdWMTuhvCnez/1703595702061.jpg)</center>|
|---|
 

</div>




> <sub>আমি মোঃ লিমন হক। আমার স্টিমিট একাউন্ট @limon88. আমি একজন বাংলাদেশী। আমার বাড়ি  নীলফামারী জেলায়। আমি এখন বর্তমানে জীবিকার তাগিদে পরিবার নিয়ে ঢাকা উত্তরায় থাকি। আমি একটি কোম্পানিতে চাকরি করছি এবং পাশাপাশি স্টিমিট এ কাজ করে আসছি। আমার ব্লগিং ক্যারিয়ার আড়াই বছর। এখন আমার সবথেকে বড় পরিচয় আমি আমার বাংলা ব্লগের একজন ভেরিফাইড মেম্বার। আমি সত্যিই গর্বিত আমার বাংলা ব্লগের সাথে থাকতে পেরে। স্টিমিট আর আমার বাংলা ব্লগ আমার জীবনের একটা অংশ হয়ে গেছে, তাই যতদিন স্টিমিট রয়েছে ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকবো। ভালোবাসি পড়তে ও লিখতে ব্লগিং, ফটোগ্রাফি, মিউজিক, রেসিপি, ডাই, আর্ট আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমি একজন মিশুক ছেলে আমি সবার সাথে মিশতে ভালোবাসি। আমি আমার মতো। আল্লাহ হাফেজ 💞</sub>


![banner-abb_New.png](https://cdn.steemitimages.com/DQmc5qK9P7zXvDxSBvM5AB3B1xDrMD5H3F46ruzJLiSicmc/banner-abb_New.png)









</div>





![standard_Discord_Zip.gif](https://cdn.steemitimages.com/DQmfRETShxA5EQdPmpF6ChkQd5MkXJPifATT3TZdvk5sEC1/standard_Discord_Zip.gif)

**<center> <div class="phishy"> >>>>>|| [এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য](https://discord.gg/7SyC6uWBTS) ||<<<<<  </center>**



![standard_Discord_Zip_2-1.gif](https://cdn.steemitimages.com/DQmXsBwwfTm7h16vGF7NnYMMs3TN6TjQhueNWoFt9YzeUom/standard_Discord_Zip_2-1.gif)



![banner-abbVD.png](https://cdn.steemitimages.com/DQmdneEsosooEaR5g9u1PV9S5gDZBfEBgm7xCVc9h29MbJd/banner-abbVD.png)










<h2><center>আমার ব্লগটি ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য  💞"ধন্যবাদ"💞</center></h2>





![20230809_135056.gif](https://cdn.steemitimages.com/DQmSPMd8v4uk2o4CrkYxJcxuMHMKrNd8N41UNHuvSuVJv5Y/20230809_135056.gif)



</div>
👍  , , , , , , , , , , and 55 others
14 replies
· @riyadx2 ·
$1.99
নাটক রিভিউ: ইমোশন্স
আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শনিবার,১০ ফেব্রুয়ারি ২০২৪ ইং

<div class= text-justify>হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে একটি নাটক রিভিউ করবো নাটকের নাম,  ইমোশন্স  । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


![Screenshot_2024-02-10-11-22-55-688_com.google.android.youtube-edit.jpg](https://cdn.steemitimages.com/DQmYqH7o5DZcjdSpz1CfoQkuqcoycWSK529Q5iJuveBaAon/Screenshot_2024-02-10-11-22-55-688_com.google.android.youtube-edit.jpg)


## নাটকের গুরুত্বপূর্ণ কিছু তথ্য

<br>

|নাটকের নাম|ইমোশন্স|
|----|----|
|ধরন|রোমান্টিক|
|অভিনয়ে|নির্জন নাহুয়েল, অনন্না ইসলাম,আসিক খান, মোঃ সোহেল|
|গল্প|নির্জন নাহুয়েল|
|ডিরেক্টর|নির্জন নাহুয়েল|
|ভাষা|বাংলা|
|দেশ|বাংলাদেশ|
|দৈর্ঘ্য|আটত্রিশ মিনিট|

### নাটকের সংক্ষিপ্ত কাহিনী 

নির্জন নাহুয়েল সবে মাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছে। তারপর সে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কোচিং এ ভর্তি হয়ে যায়।সে পড়ালেখায় তেমন একটা মন দিতো না।সে সারাদিন শুধু বিভিন্ন ধরনের গল্প লিখতো। সে ছোট বেলা থেকেই ভিডিও বানাতে অনেক বেশি পছন্দ করতো। কোচিং এর একজন অমনোযোগী ছাত্র ছিল সে।এক সময় সে একটি‌ সুন্দর গল্প দিয়ে নাটক তৈরি করা জন্য একজন মেয়ে খুজেছিল, কিন্তু সে কোন মেয়ে খুঁজে পাচ্ছিলো না।তার গল্পেটি সে‌ অনেক সুন্দর করে লিখেছিল। এরপর নির্জন নাহুয়েল এবং তার বন্ধুরা সহ তাদের একটি কোচিং এর বান্ধবী কে তাদের সর্ট ফিল্ম এর এক্টিং এর জন্য প্রস্তাব দেয়।


![Screenshot_2024-02-10-11-39-35-451_com.google.android.youtube-edit.jpg](https://cdn.steemitimages.com/DQmaUCN2uttQVqKsDXurLJkfbFFbUvgv4nZKTXMrJfLNv9T/Screenshot_2024-02-10-11-39-35-451_com.google.android.youtube-edit.jpg)

![Screenshot_2024-02-10-11-37-11-383_com.google.android.youtube-edit.jpg](https://cdn.steemitimages.com/DQmccDzWZn1VcMxsr6M37EZEjWqtyPWugaosu6vBLgSYwSc/Screenshot_2024-02-10-11-37-11-383_com.google.android.youtube-edit.jpg)

![Screenshot_2024-02-10-11-36-17-397_com.google.android.youtube-edit.jpg](https://cdn.steemitimages.com/DQmUqhiG9EJBGAx2rzV9CFWaTXbPXNsSiprF2SU6ERWWBEV/Screenshot_2024-02-10-11-36-17-397_com.google.android.youtube-edit.jpg)


পরবর্তীতে তারা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে যায়। তাদের মনে শুধু একটাই চিন্তা তারা এই সর্ট ফিল্ম এর জন্য মেয়ে কোথায় পাবে। তারপর আবার নির্জন নাহুয়েল ও তার বন্ধুরা সহ তাদের বান্ধবী (অনন্না ইসলাম) এর বাসায় চলে আসে। বাসায় এসে তারা তাকে বিভিন্ন ভাবে বুঝিয়ে, অনন্না ইসলাম কে তাদের সর্ট ফিল্মে এক্টিং এর জন্য রাজি করিয়ে ফেলে। এরপর তারা একদা তাদের সর্ট ফিল্ম শুট করার জন্য একটি জায়গায় যায়। সেখানে গিয়ে তারা তাদের সর্ট ফিল্ম শুট আউট করে। এরপর তারা কিছুক্ষণ সর্ট করার পর সেখানে এলাকার কিছু বখাটে ছেলে এসে তাদের কে তাড়িয়ে দেয়ার চেষ্টা করে। অবশেষে এক সময় নির্জন নাহুয়েল এর সাথে এলাকার বখাটে ছেলে গুলোর মারামারি লেগে যায়। মারামারি শেষে তারা আবার শুট শুরু করে দেয়।



![Screenshot_2024-02-10-11-56-13-534_com.google.android.youtube-edit.jpg](https://cdn.steemitimages.com/DQmYKaLjhiadQrvQfZfS1aLuNE5e1nRrpeYZh3TgjTDZZC2/Screenshot_2024-02-10-11-56-13-534_com.google.android.youtube-edit.jpg)

![Screenshot_2024-02-10-11-55-26-186_com.google.android.youtube-edit.jpg](https://cdn.steemitimages.com/DQmQKR9M6sypuyjoLDCzUazUaQ8yxgibpyvXBDYhNi3b1Kj/Screenshot_2024-02-10-11-55-26-186_com.google.android.youtube-edit.jpg)

![Screenshot_2024-02-10-11-45-11-793_com.google.android.youtube-edit.jpg](https://cdn.steemitimages.com/DQmcnJjH4pXb8VVYy5EzoNV2htRYYDBsjiKarz9Z2RJc1NR/Screenshot_2024-02-10-11-45-11-793_com.google.android.youtube-edit.jpg)

বেশ কিছুদিন শুট করার পর তাদের সর্ট ফিল্ম টি তৈরি হয়ে যায়। এরপর কিছুদিনের মধ্যেই তারা তাদের সর্ট ফিল্ম টি রিলিজ করে দেয়।সর্ট অল্প কিছু সময়ের মধ্যে অনেক মানুষের নিকট পৌঁছে যায়। এরপর নির্জন নাহুয়েল এবং অনন্না ইসলাম এর রিলেশনশিপ বেশ ভালোই চলছিল। হঠাৎ অনন্না ইসলাম তার মোবাইল বন্ধ করে নিখোঁজ হয়ে যায়। নির্জন নাহুয়েল তাকে তার বাসায় গিয়ে খোঁজ করে, কিন্তু সে তার বাসার মধ্যে ও তাকে খুঁজে পায়নি।একদা নির্জন নাহুয়েল খুবই চিন্তিত হয়ে পড়ে। হঠাৎ একদিন অনন্না ইসলাম কোচিং চলে আসে।


![Screenshot_2024-02-10-12-18-41-297_com.google.android.youtube-edit.jpg](https://cdn.steemitimages.com/DQmNZ5U5xTwQHaYYr47zBqYKJEyAujRCSvLJ3k1upe2dTWb/Screenshot_2024-02-10-12-18-41-297_com.google.android.youtube-edit.jpg)

![Screenshot_2024-02-10-12-17-48-405_com.google.android.youtube-edit.jpg](https://cdn.steemitimages.com/DQmQzESELeAxq2LtjN5rrkPYS3TpLSujX63vz8E4o9QkeF6/Screenshot_2024-02-10-12-17-48-405_com.google.android.youtube-edit.jpg)

কোচিং শেষে কোচিং টিচার অনন্না ইসলাম কে একা ডেকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে রিলেশনশিপ জড়াতে চায়। কিন্তু এগুলো নর্জন নাহুয়েল কিছু জানতো না। নির্জন নাহুয়েলের একজন বন্ধু তাকে সব কিছু বলে দেয়। নির্জন নাহুয়েল খুব তাড়াতাড়ি কোচিং এর মধ্যে গিয়ে স্যার কে অনেক মারামারি করে। পরবর্তীতে নির্জন নাহুয়েল এবং তার বন্ধুরা সহ কোচিং ভেঙ্গে দিয়ে চলে যায়। এরপর নির্জন নাহুয়েল অনন্না ইসলাম কে তার বাসায় পৌঁছে দিয়ে আসে। এখানেই নাটকের সমাপ্তি ঘটে।

সব গুলো স্ক্রিনশট ইউটিউব থেকে নেয়া হয়েছে।



<Br>
|<center>উক্ত নাটক হতে আমার শিক্ষা</center>|
|---|

নির্জন নাহুয়েলের নাটক আমি সব সময় দেখে থাকি। আমি নির্জন নাহুয়েলের একজন ফ্যান।তার নাটক গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আমি অনন্না ইসলামের বেশ কয়েকটি নাটক দেখেছি, তার সব গুলো নাটক আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আজকের এই নাটকটির মধ্যে প্রথমে খুবই সুন্দর ভাবে উপভোগ করছিলাম। নাটকের শেষে একদম কষ্টে ভরা। আসলে আমাদের জীবনে কিছু কিছু মানুষ অল্প কিছু দিনের জন্য এসে মায়া বাড়িয়ে চলে যায়।সে সারাটা জীবন আমাদের কে দুঃখ কষ্ট নিয়ে কাটাতে হয়। এরকমটি হয়েছে এই নাটকের মধ্যে।</div>


|<Center>আমার ব্যক্তিগত রেটিং </Center>|
|---|
<Center>১০/০৯</Center>

<Br>
|<center>উক্ত নাটকের লিংক</center>|
|---|

https://youtu.be/Cf-f6PRfBGY?si=XKwtJoARqKdagRMW



সবাই কে অনেক অনেক ধন্যবাদ।



![5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8BvpsRSMFKFjeeSz2YX4EJkFwTK1kq6Sy1S2XMQvyD9844aRQN2CqfJ9kk2cT...GiLK7DHKz6epvyUuC6hxdxYr5r36CJn5ZxajfbWg51cD49p89m6ywUswoxgJgf9ix3UN3613yDUkdpHeVt8JP4hiBWs9WrGhS9CRs67JKm47Hfp54CJ8ZMHXhY.png](https://cdn.steemitimages.com/DQmS1BhfRV9tAQiHXHoRigsRWbq5FLPPUEJPEckVQxsg3Ga/5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8BvpsRSMFKFjeeSz2YX4EJkFwTK1kq6Sy1S2XMQvyD9844aRQN2CqfJ9kk2cT...GiLK7DHKz6epvyUuC6hxdxYr5r36CJn5ZxajfbWg51cD49p89m6ywUswoxgJgf9ix3UN3613yDUkdpHeVt8JP4hiBWs9WrGhS9CRs67JKm47Hfp54CJ8ZMHXhY.png)

![3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoebtTdJ6J1evF4qbT2HWFB5daXTAgPdHqovVNb8Y2nHUPjRPf5HAh5da1hjg...xKQqoHbqCnU57mhtBtdrAHjG2nVXZ1p4uRspZRehZTJa3SEAy9HnYQ4nt5Wa4CaZ51gxygaP3itfWggBbZ9gWCCf9fci7LntH7RC2oN7LX5UsxuhLnb9kQHdCA.png](https://cdn.steemitimages.com/DQmYJpppZYwrZe7ixGcLd3wJ6AfZwbu4MwJDn7yWGHV8NQw/3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoebtTdJ6J1evF4qbT2HWFB5daXTAgPdHqovVNb8Y2nHUPjRPf5HAh5da1hjg...xKQqoHbqCnU57mhtBtdrAHjG2nVXZ1p4uRspZRehZTJa3SEAy9HnYQ4nt5Wa4CaZ51gxygaP3itfWggBbZ9gWCCf9fci7LntH7RC2oN7LX5UsxuhLnb9kQHdCA.png)


[Vote](https://steemitwallet.com/~witnesses)@bangla.witness as witness

![54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png](https://cdn.steemitimages.com/DQmNZn2C4GdS328d7mgF2WNBJfSwBmd8sQ5QSMY5fstsYoq/54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png)

|<center>Or</center>|
                   |---|


[Set](https://steemitwallet.com/~witnesses)@rme as your proxy

![2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png](https://cdn.steemitimages.com/DQmZdraKQ6Uf6FmFmPqToRDsPdp7WX9xpUGWtFwPmav9CC3/2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png)



<Br>

|<center>আমার সংক্ষিপ্ত পরিচিতি</center>|
                   |---|

 <div class=pull-left> 
 

![1699613681956.jpg](https://cdn.steemitimages.com/DQmPyR8Mh4A2ES7qzY7zMnZYTJsCiLjyFcFTDxUzbyZDvxY/1699613681956.jpg)

 </div>

<div class= text-justify>আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করলাম। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।</div>
👍  , , , , , , , , , , and 8 others
5 replies