robbery | Recent


· @voidsoul ·
$0.05
Crimes
Imagine if you took a drug because you were starving

Imagine if the drug helped you fight sepsis, and it was considered a felony for taking it like heroin

Imagine if undercover police agents recorded you talking about it on your phone 

Imagine if they use governmental authorities to sanction you 

Imagine if you’re an extremely wealthy heir 

Imagine after that, because you were considered the prince or king of your kingdom 

They can also deem that you were unfit to rule over your people and clan 

Imagine if they could take ownership of not just your clan, but all of its wealth and possessions 

Imagine if they use your clans money to make weapons and their undercover police underground, monitoring everything and using your families, weapons to strike 

Imagine they’re striking they have your family hostage and they make you feel as though the people that are being stricken with your weapons that they’re using or trying to attack you, even though the people that took you hostage are the ones doing it
👍  ,
2 replies
· @alexanderrogge ·
Video shows how a car thief ruined the day for 3 robbery suspects in Commerce City
Robert Garrison - Video shows how a car thief ruined the day for 3 robbery suspects in Commerce City:

https://www.denver7.com/news/local-news/commerce-city-police-thief-steals-robbery-suspects-getaway-car

#CommerceCity #Colorado #GetawayCar #AutoTheft #Robbery #Foiled #StopCars #CrimeFighting #Crime
· @shapladatta · (edited)
$20.78
জমিদার বাড়ির স্বর্ণ অলংকার এর লোভে ডাকাতি শেষ পর্ব
# হ্যালো,

<div class="text-justify">

##### কেমন আছেন বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো ডাকাতির দ্বিতীয় ও শেষ  পর্ব।আশা করছি আপনাদের ভালো লাগবে।

![PhotoCollage_1701057142578.jpg](https://cdn.steemitimages.com/DQmWEzPnRvC6b6mTvUJCyzdmKM2yrBSswma3k7ihV1mf2tx/PhotoCollage_1701057142578.jpg)


###### ডাকাতের একটি দল আসে ডাকাতি করতে। মূলত ডাকাতিটি সংঘটিত হয়েছিল শত্রুদের দাঁড়া। শত্রু বলতে জমিদার বাড়ির যে জমি গুলো দাদুর তত্ত্বাবধানকে ছিলো সেগুলো কোন কোন বর্গাচাষিরা খুব অল্প টাকার বিনিময়ে দলিল করে চাইত।দ্বিতীয়ত গ্রামের এক পরিবারের সাথে জমিজমা নিয়ে বিরোধ ছিলো।তাদের জমি কিনেছিলেন দাদু পরবর্তীতে আর দলিল করে দিতে টালবাহানা করছিলেন। তাই ওনারাই ডাকাতদের কে বলেছিলেন জমিদার বাড়ির জামাই ওনাদের অনেক স্বর্ণালংকার ও দামী দামী তৈজসপত্র আছে।ডাকাতি করেন আমরা সহযোগিতা করবো বিনিময়ে আপনারা পরিবারের সবাইকে ভয়ে ফেলতে হবে যাতে করে ভয় পায় আর আমাদের কথা মতো কাজ  করে। আমরা কোন মালামালের ভাগ নিবো না।পরবর্তীতে ডাকাত দলের এক সদস্য সব বলে দিয়েছিলো বছর কয়েক পরে।ওই সদস্য ছিলো আমাদের গ্রামের। যাই হোক একদিন অমাবস্যার রাত অন্ধকার। গ্রামে তখন বিদুৎ ছিলো না।আমার মা ছিলো না বাবার বারিতে গিয়েছিল। আমার দিদি আমার মায়ের কাছে থাকতে না।আমার দিদুর কাছেই অলটাইম থাকতো জন্মের পর থেকেই।দিদি তাই বাড়িতেই ছিলো।প্রতি দিনের মতো খাওয়া দাওয়া শেষ সবাই যার যার ঘরে ঘুমিয়ে পরে।হঠাৎ রাত দুটা।দরজার লাথির পর লাথি।প্রথমে আমার বাবাকে আক্রমণ করে।বাবা অনেক শক্তিশালী ছিলেন।ডাকাতেরা তাই আগে বাবাকে আক্রমণ করে এবং এক পর্যায়ে ধস্তাধস্তি শুরু হয়।প্রথমে তরোয়াল দিয়ে ডাকাতেরা হাতে আঘাত করে যাতে করে আক্রমণ প্রতিহত করতে না পারে।অনেকটা হাতের কব্জি  কেটে যায়। এরপর বিছানার চাদর দিয়ে খাটের সাথে বেঁধে ফেলে বাবাকে।তারপর আক্রমণ করে দিদুর রুমে।দিদু ততক্ষণে কাকাও পিসিকে তার ডেকে নিয়েছে পাশের রুম থেকে। এবং দিদুর অনেক গহনা ছিলো আর সেগুলো রাখতেন জমিদার বাড়ি থেকে দেয়া খাটের গোপন সিন্ধুক ছিলো তার উপরে বিছানা। এদিকে আমার মায়ের বিয়ের গহনা ও দিদির মুখে ভাতের সব স্বর্নলংকার, বাসনপত্র ছিলো দিদুর  সেই গোপন সিন্ধুকে।।আর ডাকাতদল মারমুখী সবাইকে মেরে রক্তাক্ত করে দিয়েছে। একমাত্র দাদুর কিছু হয়নি কারণ দাদু ডাকাতের উপস্থিতি বুঝতে পেরে গোপন দরজা দিয়ে পালিয়ে গোয়াল ঘরে গরুর নিচে আশ্রয় নিয়েছিলো। আমার দিদিকে মারার জন্য তরোয়াল তুলেছে তখন আমার কাকা পা দিয়ে রোধ করেছে আর পায়ে আঘাত করেছিলো ডাকাতরা অনেকটা পা কেটে গিয়েছিল ।পিসির কানের দুল খোলারও সুযোগ দেয়নি টেনে ছিরে নিয়েছিলো কান কেটে রক্তাক্ত অবস্থা। দিদিকে নাকি তোয়ালে দিয়ে পেচিয়ে কাকা পরে খাটের নিচে ফেলে দিয়েছিল ডাকাতের হাত থেকে বাঁচানোর জন্য।মারামারি পর গোলা ঘরে গিয়ে বস্তাভরা গম ছিলো সেগুলো ঢেলে ওই বস্তাতে ডাকাতি করা মালামাল ভরিয়েছে নিয়ে যাওয়ার জন্য। 
###### ওদিকে গ্রামের সবাই বুঝতে পেরেছে ডাকাত পড়েছে বাড়িতে। আমাদের বাড়িতে কাজ করতো এক ছেলে সে পাশের গ্রামের সবাইকে গিয়ে বলেছে ডাকাত পড়েছে ওদের বাড়িতে আর পাশের গ্রামের সবাই এক সাথে ডাকাত ডাকাত বলে চিৎকার করেছে তখন ডাকাত দল তরিঘড়ি করে চলে যাওয়ার জন্য রুমের বাইরে বের হয়েছে এবং রাস্তা ক্লিয়ারের জন্য কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়েছে।গুলির শব্দ পেয়ে আশেপাশের সবাই ভয়ে চুপ হয়ে গেছে।  এর মধ্যে একজন ডাকাত বলে উঠেছে যে বিছানায় গোপন সিন্ধুক আছে ওটা তো নেয়া হয়নি।তখন আবার তাঁরা রুমে গিয়ে বিছানার সিন্ধুক ফাটিয়ে সব দিদুর জমিদার বাড়ি থেকে বিয়েতে দেয়া গহনা নিয়ে যায়।তখন বাড়ির সবাই বুঝতে পারে যে ডাকাত দলের সদস্য খুব পরিচিত ছিলো যে সবটা জানতো নইলে খাটের গোপন সিন্ধুকের কথা জানলো কি করে।এর পর ডাকাতদল সব মালামাল নিয়ে চলে যায়। তারপর বাবাকে হাসপাতালে ভর্তি করানো হয়।বাড়িতে পুলিশ আসে আরো অনেক ঘটনা ঘটে যায়।এভাবেই ভয়ংকর ডাকাতির ঘটনা ঘটে আমাদের পরিবারে।শুধু মাত্র ডাকাতেরা জমিদার বাড়ির স্বর্নলংকারের লোভেই আমাদের শত্রুদের কথা মতো ডাকাতি করতে আসে এবং সব লুটপাট করে নিয়ে চলে যায়।এই ছিলো আমার আজকের পোস্ট টি।আজকের মতো এখানেই শেষ করছি।</div>

# টাটা
|পোস্ট |বিবরণ 
|--|--|
|পোস্ট তৈরি |@shapladatta
|ডিভাইস |OppoA95 
|শ্রেণী|জেনারেল রাইটিং 
|লোকেশন |বাংলাদেশ 

# হ্যালো,

<div class ="text-justify">

###### কেমন আছেন সবাই।আশা করছি ভালো আছেন।আমি শাপলা দত্ত,বাংলাদেশ থেকে  আজ আপনাদের মাঝে শেয়ার করবো ডাকাতির একটি ঘটে যাওয়া সত্যি ঘটনা। 

![PhotoCollage_1700972841648.jpg](https://cdn.steemitimages.com/DQmZCi3GUmP3QCqzQjYBUksuo5aFHW7iG62C5QeUwbu6G47/PhotoCollage_1700972841648.jpg)

###### ঘটনাটি যদিও বা আমার শোনা তবে দূরের কারো কাছে শোনা নয় এবং দূরের কারো সাথে এই ডাকাতির ঘটনা ঘটেনি বরং আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে ডাকাতির ঘটনা এটি।আর এই ডাকাতির ঘটনা শুনতে শুনতে এক প্রকার মুখস্থ হয়ে গেছে আমার।মনে হয় এমন যে আমার সামনে এমন ঘটনা ঘটে গেছে। তো চলুন মূল কথায় যাওয়া যাক।


###### ডাকাতির ঘটনাটা পরবর্তী পর্ববে  জানতে পারবেন।কারণ এই কথা গুলো না লিখলে কেন জানি ডাকাতির ঘটনাটা পূর্ণতা পাবে না।আমাদের বংশ পরম পরায় একটি করে ছেলে সন্তান ছিলো।এমন যে একটি করে ছেলে সন্তান জন্মের পরেই বাবা মারা যেতেন। তাই আর কোন সন্তান হতো না ঐ একটি সন্তানই শুধু থাকতো এভাবে যুগের পর যুগ চলে গেছে একটি করে ছেলে সন্তান নিয়ে।আমার দাদু সেও জন্ম নেয়ার এক বছর পরেই বাবা হারা হয়।দাদুর অনেক চাষাবাদের জমি ছিলেন কারন দাদুর বংশের কোন ভাগিদার ছিলো না।একটি করেই সন্তান ছিলো তাই সব ধন সম্পদের মালিক ছিলো ঐ একজন করেই। দাদুকে তার মা শিক্ষিত করে তোলেন এবং ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজতে থাকে কিন্তুু ঘটনাক্রমে   পাশ্ববর্তী  ইউনিয়নের জমিদার বাড়ির মেয়েকে দিয়ে বিয়ের সমন্ধ হয়। গাইবান্ধা জেলার কামারপাড়ার প্যারিধাম জমিদার বাড়ির মেয়ে।জমিদার বাড়ির মেয়ে বলতে জমিদার বাড়ির ভাগ্নি ছিলো আমার দিদু।আমার দিদুর জন্মের সাথে সাথেই আমার দিদুর মা মৃত্যুবরণ করেন এবং তখন না কি দিদুর বাবা সেই শোকে আমার দিদুকে প্যারিধান জমিদার বাড়িতে মানে দিদুর মামার বাড়িতে রেখে চলে যান ইন্ডিয়ায় গয়ার উদ্দেশ্যে।আর কোনদিন ফেরেননি ওনি।এদিকে জমিদার বাড়িতে বেশ আদর যত্নে বড়ো হতে থাকেন দিদু।দিদুর মায়ের এক ভাই এর কোন সন্তান ছিলো না তাই সেখানে সে পরম আদরে বড়ো হয়ে ওঠেন। দিদুকে নাম দিয়েছিলেন গীতা।গীতা নাম রেখেছিলে কারণ গীতা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। গীতা নাম নিলে পূন্য লাভ  হয়ে থাকে।দিদুর মামি নাকি বলতেন আমি যতোবার গীতা নাম ধরবো তত পূণ্য লাভ করতে পারবো।তো আমার দাদু নাকি সেই জমিদারের বোঝাই করা ধান সহ গরুর গাড়ি আটকিয়ে ছিলেন কোন এক কারণে। তার পর না কি দাদুকে পেয়াদা দিয়ে তলব করেছিলেন জমিদার বাড়িতে। আর আমার দাদু যথাযথ কারণ বলতে পেরেছিলেন গাড়ি আটকে দেয়ার।আর তার এই সাহসিকতার কারণে না কি জমিদার এর ছোট তরফ মানে দিদু যার কাছে মানুষ হয়েছে ঐ মামা  সিদ্ধান্ত নিয়েছেন যে এই ছেলেকে দিয়েই গীতার বিয়ে দেব।যে কথা সেই কাজ শুভ দিন দেখে আমার দাদুর সাথে জমিদার বাড়ির মেয়ের বিয়ে দিয়ে দেন।উপহার হিসেবে ভরি ভরি স্বর্ণ অলংকার ও অসংখ্য  ভরি রুপা, অসংখ্য কাসারও পিতলের  রান্নার হাড়ি,পাতিল,কলস,থালা বাটি ইত্যাদি। জোরদারী আরো অনেক সুযোগ সুবিধা এবং নানান রকম পদে বসিয়ে দিলেন দাদুকে।  জমিদার বাড়ির জামাই বলে কথা।দাদুও বিশ্বাসের সহিত সব দায়িত্ব পালন করতে লাগলেন।একারনে কিছু মানুষ শত্রুতে পরিনত হলো।এভাবেই কেটে গেলো অনেক বছর। অবশ্য পরবর্তীতে    জমিদারী প্রথা ছিলো না এবং জমিদার বাড়ির সবাই ভারতে চলে গিয়েছিল দিদুর মামা,মামি মারা যান তখন  শুধু মাত্র  একজন মাত্র জমিদার ছিলেন দিদুর সব ছোট মামা। তিনি সরকারি জব করতেন এবং দেশের মায়া না ছারতে পেয়ে যাননি ওপার বাংলায়। কিন্তুু ওনার বউ,বাচ্চারা ভারতে চলে যান।জমিদারি  প্রাথা ছিলো না কিন্তুু সব কিছুই ছিলো। আর সব কিছুর দায়িত্বে ছিলো দাদু দাদুর বয়স হয়ে গেলে আমার বাবার উপরে সব দায়িত্ব পড়ে। বর্গাচাষীরা ফসল দিতেন টাকা দিতন আমার ,দাদুও আমার বাবাকে।পরবর্তীতে বাংলাদেশে প্যারিধামের শেষ জমিদার দিদুর সব ছোট মামা  ভারতে চলে যান এক প্রকার জোর করেই ওনাকে নিয়ে যান। ভারতে এবং যাওয়ার এক বছর পর পরলোক গমন করেন। এখনো কালের সাক্ষী  হয়ে দাঁড়িয়ে আছে  আছে। প্যারিধ্যাম জমিদার বাড়ির কিছু অংশ।যে ফটোগ্রাফি দিয়েছি এই সেই জমিদার বাড়ির কিছু অংশ। 
###### দাদুর  ঘরে জন্মনিলো  বাবা,কাকা,দুই পিসি।যখন আমার পিসির জন্ম হলো তখনি দিদুর শ্বাশুড়ি না কি বলেছেন এবার আমাদের অভিশাপ কেটে গেলো। আর ভয় নেই আমার ছেলেকে নিয়ে।ভয় করতেন এক ছেলের পর মৃত্যু হয় বাবার তাই এবার মেয়ে জন্ম নিয়েছে তাই মৃত্যু ভয় কেটে গেছে। জন্মনিলো বাবা,কাকা,পিসি সত্যি এবার মারা গেলেন না এক সন্তানের জন্মের পর।সত্যি প্রথম মেয়ে
###### সন্তান জন্ম নেয়ার কারণে মৃত্যু দোষ কেটে গেলো। বাবা,কাকা,পিসিরা বড়ো হয়ে গেলো। বড়ো পিসির বিয়ে এর পর আমার বাবার বিয়ে হলো।আমার কাকাও ছোট পিসি কলেজে পড়ে।আমার দিদির জন্ম হয়েছে মাত্র এক বছর বয়স।আর ঠিক তখনি একদিন ডাকাত পড়ে বাড়িতে।



(চলবে)

# টাটা

|পোস্ট |বিবরণ 
|--|--|
|পোস্ট তৈরি |@shapladatta
|শ্রেণী|জেনারেল রাইটিং 
|ডিভাইস |OppoA95 
|লোকেশন|বাংলাদেশ 

![photo_2021-06-30_13-14-56.jpg](https://cdn.steemitimages.com/DQmZykYDBc61bY89UUJcZiBqAkp7f3qwZSH9xUcdxkdBrha/photo_2021-06-30_13-14-56.jpg)


<div class=pull-left>

![IMG_20230826_182241.jpg](https://cdn.steemitimages.com/DQmQ9G9geruH1xjc5wLeLZ8oVzFGRR7JraPnpSDEA77qA9s/IMG_20230826_182241.jpg)



</div>
<div class=pull-right>

<div class="text-justify">

>আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

![A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif](https://cdn.steemitimages.com/DQmRZu8dBVp3kJarLxAfrd4FMS58W6NwqrRwCVn6jRVwHMp/A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif)

<hr><hr>
👍  , , ,
2 replies
· @shapladatta ·
$23.40
জমিদার বাড়ির স্বর্ন,অলংকারের লোভে ডাকাতি।
# হ্যালো,

<div class ="text-justify">

###### কেমন আছেন সবাই।আশা করছি ভালো আছেন।আমি শাপলা দত্ত,বাংলাদেশ থেকে  আজ আপনাদের মাঝে শেয়ার করবো ডাকাতির একটি ঘটে যাওয়া সত্যি ঘটনা। 

![PhotoCollage_1700972841648.jpg](https://cdn.steemitimages.com/DQmZCi3GUmP3QCqzQjYBUksuo5aFHW7iG62C5QeUwbu6G47/PhotoCollage_1700972841648.jpg)

###### ঘটনাটি যদিও বা আমার শোনা তবে দূরের কারো কাছে শোনা নয় এবং দূরের কারো সাথে এই ডাকাতির ঘটনা ঘটেনি বরং আমাদের বাড়িতে মানে আমার বাবার বাড়িতে ডাকাতির ঘটনা এটি।আর এই ডাকাতির ঘটনা শুনতে শুনতে এক প্রকার মুখস্থ হয়ে গেছে আমার।মনে হয় এমন যে আমার সামনে এমন ঘটনা ঘটে গেছে। তো চলুন মূল কথায় যাওয়া যাক।


###### ডাকাতির ঘটনাটা পরবর্তী পর্ববে  জানতে পারবেন।কারণ এই কথা গুলো না লিখলে কেন জানি ডাকাতির ঘটনাটা পূর্ণতা পাবে না।আমাদের বংশ পরম পরায় একটি করে ছেলে সন্তান ছিলো।এমন যে একটি করে ছেলে সন্তান জন্মের পরেই বাবা মারা যেতেন। তাই আর কোন সন্তান হতো না ঐ একটি সন্তানই শুধু থাকতো এভাবে যুগের পর যুগ চলে গেছে একটি করে ছেলে সন্তান নিয়ে।আমার দাদু সেও জন্ম নেয়ার এক বছর পরেই বাবা হারা হয়।দাদুর অনেক চাষাবাদের জমি ছিলেন কারন দাদুর বংশের কোন ভাগিদার ছিলো না।একটি করেই সন্তান ছিলো তাই সব ধন সম্পদের মালিক ছিলো ঐ একজন করেই। দাদুকে তার মা শিক্ষিত করে তোলেন এবং ছেলের বিয়ের জন্য মেয়ে খুঁজতে থাকে কিন্তুু ঘটনাক্রমে   পাশ্ববর্তী  ইউনিয়নের জমিদার বাড়ির মেয়েকে দিয়ে বিয়ের সমন্ধ হয়। গাইবান্ধা জেলার কামারপাড়ার প্যারিধাম জমিদার বাড়ির মেয়ে।জমিদার বাড়ির মেয়ে বলতে জমিদার বাড়ির ভাগ্নি ছিলো আমার দিদু।আমার দিদুর জন্মের সাথে সাথেই আমার দিদুর মা মৃত্যুবরণ করেন এবং তখন না কি দিদুর বাবা সেই শোকে আমার দিদুকে প্যারিধান জমিদার বাড়িতে মানে দিদুর মামার বাড়িতে রেখে চলে যান ইন্ডিয়ায় গয়ার উদ্দেশ্যে।আর কোনদিন ফেরেননি ওনি।এদিকে জমিদার বাড়িতে বেশ আদর যত্নে বড়ো হতে থাকেন দিদু।দিদুর মায়ের এক ভাই এর কোন সন্তান ছিলো না তাই সেখানে সে পরম আদরে বড়ো হয়ে ওঠেন। দিদুকে নাম দিয়েছিলেন গীতা।গীতা নাম রেখেছিলে কারণ গীতা আমাদের পবিত্র ধর্মগ্রন্থ। গীতা নাম নিলে পূন্য লাভ  হয়ে থাকে।দিদুর মামি নাকি বলতেন আমি যতোবার গীতা নাম ধরবো তত পূণ্য লাভ করতে পারবো।তো আমার দাদু নাকি সেই জমিদারের বোঝাই করা ধান সহ গরুর গাড়ি আটকিয়ে ছিলেন কোন এক কারণে। তার পর না কি দাদুকে পেয়াদা দিয়ে তলব করেছিলেন জমিদার বাড়িতে। আর আমার দাদু যথাযথ কারণ বলতে পেরেছিলেন গাড়ি আটকে দেয়ার।আর তার এই সাহসিকতার কারণে না কি জমিদার এর ছোট তরফ মানে দিদু যার কাছে মানুষ হয়েছে ঐ মামা  সিদ্ধান্ত নিয়েছেন যে এই ছেলেকে দিয়েই গীতার বিয়ে দেব।যে কথা সেই কাজ শুভ দিন দেখে আমার দাদুর সাথে জমিদার বাড়ির মেয়ের বিয়ে দিয়ে দেন।উপহার হিসেবে ভরি ভরি স্বর্ণ অলংকার ও অসংখ্য  ভরি রুপা, অসংখ্য কাসারও পিতলের  রান্নার হাড়ি,পাতিল,কলস,থালা বাটি ইত্যাদি। জোরদারী আরো অনেক সুযোগ সুবিধা এবং নানান রকম পদে বসিয়ে দিলেন দাদুকে।  জমিদার বাড়ির জামাই বলে কথা।দাদুও বিশ্বাসের সহিত সব দায়িত্ব পালন করতে লাগলেন।একারনে কিছু মানুষ শত্রুতে পরিনত হলো।এভাবেই কেটে গেলো অনেক বছর। অবশ্য পরবর্তীতে    জমিদারী প্রথা ছিলো না এবং জমিদার বাড়ির সবাই ভারতে চলে গিয়েছিল দিদুর মামা,মামি মারা যান তখন  শুধু মাত্র  একজন মাত্র জমিদার ছিলেন দিদুর সব ছোট মামা। তিনি সরকারি জব করতেন এবং দেশের মায়া না ছারতে পেয়ে যাননি ওপার বাংলায়। কিন্তুু ওনার বউ,বাচ্চারা ভারতে চলে যান।জমিদারি  প্রাথা ছিলো না কিন্তুু সব কিছুই ছিলো। আর সব কিছুর দায়িত্বে ছিলো দাদু দাদুর বয়স হয়ে গেলে আমার বাবার উপরে সব দায়িত্ব পড়ে। বর্গাচাষীরা ফসল দিতেন টাকা দিতন আমার ,দাদুও আমার বাবাকে।পরবর্তীতে বাংলাদেশে প্যারিধামের শেষ জমিদার দিদুর সব ছোট মামা  ভারতে চলে যান এক প্রকার জোর করেই ওনাকে নিয়ে যান। ভারতে এবং যাওয়ার এক বছর পর পরলোক গমন করেন। এখনো কালের সাক্ষী  হয়ে দাঁড়িয়ে আছে  আছে। প্যারিধ্যাম জমিদার বাড়ির কিছু অংশ।যে ফটোগ্রাফি দিয়েছি এই সেই জমিদার বাড়ির কিছু অংশ। 
###### দাদুর  ঘরে জন্মনিলো  বাবা,কাকা,দুই পিসি।যখন আমার পিসির জন্ম হলো তখনি দিদুর শ্বাশুড়ি না কি বলেছেন এবার আমাদের অভিশাপ কেটে গেলো। আর ভয় নেই আমার ছেলেকে নিয়ে।ভয় করতেন এক ছেলের পর মৃত্যু হয় বাবার তাই এবার মেয়ে জন্ম নিয়েছে তাই মৃত্যু ভয় কেটে গেছে। জন্মনিলো বাবা,কাকা,পিসি সত্যি এবার মারা গেলেন না এক সন্তানের জন্মের পর।সত্যি প্রথম মেয়ে
###### সন্তান জন্ম নেয়ার কারণে মৃত্যু দোষ কেটে গেলো। বাবা,কাকা,পিসিরা বড়ো হয়ে গেলো। বড়ো পিসির বিয়ে এর পর আমার বাবার বিয়ে হলো।আমার কাকাও ছোট পিসি কলেজে পড়ে।আমার দিদির জন্ম হয়েছে মাত্র এক বছর বয়স।আর ঠিক তখনি একদিন ডাকাত পড়ে বাড়িতে।



(চলবে)

# টাটা

|পোস্ট |বিবরণ 
|--|--|
|পোস্ট তৈরি |@shapladatta
|শ্রেণী|জেনারেল রাইটিং 
|ডিভাইস |OppoA95 
|লোকেশন|বাংলাদেশ 

![photo_2021-06-30_13-14-56.jpg](https://cdn.steemitimages.com/DQmZykYDBc61bY89UUJcZiBqAkp7f3qwZSH9xUcdxkdBrha/photo_2021-06-30_13-14-56.jpg)


<div class=pull-left>

![IMG_20230826_182241.jpg](https://cdn.steemitimages.com/DQmQ9G9geruH1xjc5wLeLZ8oVzFGRR7JraPnpSDEA77qA9s/IMG_20230826_182241.jpg)



</div>
<div class=pull-right>

<div class="text-justify">

>আমি হৈমন্তী দত্ত। আমার স্টিমিট আইডিরঃshapladatta. জাতীয়তাঃ বাংলাদেশী। শখঃবাগান করাও নিরবে গান শোনা,শপিং করা। ভালো লাগে নীল দিগন্তে কিংবা জোস্না স্নাত খোলা আকাশের নিচে বসে থাকতে।কেউ কটূক্তি করলে হাসি মুখে উড়িয়ে দেই গায়ে মাখি না।পিছু লোকে কিছু বলে এই কথাটি বিশ্বাস করি ও সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করি।বিপদকে ও অসুস্থতার সাথে মোকাবেলা করার সাহস রাখি সহজে ভেঙ্গে পরি না। সবাইকে নিয়ে ভালো থাকার চেষ্টা করি আর মনে প্রাণে বিশ্বাস করি পর হিংসা আপন ক্ষয়। ধন্যবাদ ।

![A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif](https://cdn.steemitimages.com/DQmRZu8dBVp3kJarLxAfrd4FMS58W6NwqrRwCVn6jRVwHMp/A5tMjLhTTnj4UJ3Q17DFR9PmiB5HnomwsPZ1BrfGqKbjddgXFQSs49C4STfzSVsuC3FFbePnB7C4GwVRpxUB36KEVxnuiA7vu67jQLLSEq12SJV1etMVkHVQBGVm1AfT2S916muAvY3e7MD1QYJxHDFjsxQDqXN3pTeN2wYBz7e62LRaU5P1fzAajXC55fSNAVZp1Z3Jsjpc4.gif)

<hr><hr>
👍  , , , , , , , , , , and 10 others
· @voidsoul ·
Denial as a modern war tactic
Modern armies tend to use ultra sophisticated methods

When you hear about the war breaking out you think of tanks and submarines

But most modern wars if they’re successful go on being fired in complete secrecy

For example modern snipers often have silencers

The Russian government has been developing weapons that they can use to rob , when you do a killing and there’s an American involved, the US government sanctions you right away.
So what does the Russian government do?
They sell guns and drugs to get money
Why rob them
Well if you’re too hungry to get up and move….
If you don’t have any money in your bank to pay your rent, you can’t really fight back
👍  
· @charliechain ·
$0.04
My hive account is stolen how?? I don't know..
![2023-09-29_11-14-48.jpg](https://images.hive.blog/DQmfNiWpuYnckaQb2kE5NTXtLzWHRZhvyBnArV7gEAuqS3e/2023-09-29_11-14-48.jpg)


I am not new here, I am here from this platform's birthday.
My old account @charliechain has been stolen few days back. My heart is deeply crying for my lost. The account was like baby to me. A lot of persons knows me with that account. I pray to God , don't spare the person who did this..

![Screenshot_2023-10-21-18-44-21-56_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg](https://images.hive.blog/DQmaVP7s4RZYVCbdjmDT68mS6KjcYPjmdsGVvhZG6S1RXq6/Screenshot_2023-10-21-18-44-21-56_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg)

## How your account stolen Charlie?
Well I don't know much how he did. 
I was trying to publish post in ecency. The post was not published. I thought maybe platform had any issues. In the morning I tried again, it not happened again. Then I try to login hive . The password was showing wrong. I had the same password in steemit and hive and blurt too. Lastly I called my friend @zahidsun , he told me that maybe somebody hacked your account. I checked the history, somebody transferred fund , means @zahidsun guess was absolutely right. I am still confused how he did this. Maybe I had same password everywhere. 

## What he steal from my account?

![Screenshot_2023-10-21-19-41-34-65_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg](https://images.hive.blog/DQmZqvFQCHF5RrVFH5JmKaHe3P4AGqLuN1tTL4hJ4gRhHCK/Screenshot_2023-10-21-19-41-34-65_40deb401b9ffe8e1df2f1cc5ba480b12.jpg)

I had not much fund on my account. I used to withdraw funds time to time. However he transferred 29 steem and 5 HBD from hive wallet. I have not much worry about my fund but the account. 
He changed my password but he didn't changed password in steemit. So I changed the password, means I got steemit account. He also started power down process in hive and steemit. I succeed to cancel that in steemit but not in hive.  

# you didn't try to get back your account??
Well tried a lot . I talked with some known and unknown person. Even I talked with some witnesses. All are saying yoir account is gone, that is impossible to get back now. I had mistake that I didn't changed my recovery account. My recovery account is steem. I still request to @steem member to help me to get back my account. 

Beware of scammer and hackers guys.

I know that God gave me whatever I had or have and God will give me more and more...
👍  ,
· @rahnumanurdisha ·
$10.20
পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ডাকাতির ঘটনা(শেষ পর্ব)||
<b><center>❤️আসসালামুআলাইকুম/আদাব❤️</center></b>|
|---|


<div class="text-justify">

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন [আমার বাংলা ব্লগ](https://steemit.com/submit.html?category=hive-129948) এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়।পরিবারের সাথে ঘটে যাওয়া  ডাকাতির ঘটনার শেষ পর্ব নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম বন্ধুরা।</div>

![money-heist-6632767_1280.jpg](https://cdn.steemitimages.com/DQmYjEQNkuMkoE9N7zXbyb2FKEhSxPM3PpPbrbKCTQW3C7T/money-heist-6632767_1280.jpg)

<center>[সোর্স](https://pixabay.com/photos/money-heist-thieves-robbery-gun-6632767/)</center>




<hr>

সেদিন যেহেতু অনেকেই এসেছিল ডাকাতি করার জন্য পরিকল্পনা করে।তাই  কয়েকজন বাড়িওয়ালা আঙ্কেলদের ফ্ল্যাটে গিয়েছিল আর কয়েকজন আমাদের ফ্ল্যাটে। আমাদের ফ্ল্যাটে বাড়ীওয়ালার বোন আর তার হাজবেন্ড ছিল।আর ওই আন্টির কাছে বেশ কিছু গহনা ছিল।এই ধরুন হাতের বালা,চেইন,কানের দুল ইত্যাদি।তার থেকে সবকিছু নিয়েছিল সেদিন। আন্টি বলছিল,তাদেরর মুখে কাপড় বেধে ভয় দেখিয়ে সব কিছু নিয়েছিল।আর তারপর আমাদের আলমারি ভেঙে সব গহনা নিয়েছিল।আমাদের মোট সাড়ে তিন ভরির মতো গহনা ছিল।আর এতো ছ্যাচড়া ছিল ডাকাতরা কি বলবো।সেগুলো তো নিয়েছিল তারপর আবার সোকেজের ড্রয়ার ভেঙে রূপার এক জোড়া নূপুর ছিল সেটাও নিয়ে গিয়েছিল।মানে রুপাও ওদের কাছে অনেক কিছু।আশ্চর্যের ব্যপার এটা যে,রাত দুইটার দিকে ওই আঙ্কেল নিচে গিয়েছিলেন একটা শব্দ পেয়ে।তখন এসেও যদি তিনি রুমের দরজা দিয়ে দিতেন তাহলে আর তাদের সাথে আমাদের ক্ষতি টাও হতোনা।আসলে কোনো কিছু যাওয়ার হলে ওইভাবেই যায়।

![safe-913452_1280.jpg](https://cdn.steemitimages.com/DQmShjFCGPqYjTgfXHkqxDAr3QUTTj6CfgpQgdqsfBLkQcF/safe-913452_1280.jpg)


<center>[সোর্স](https://pixabay.com/illustrations/safe-vault-steel-door-913452/)</center>

<hr>
বাড়িওয়ালা আঙ্কেলদের ফ্ল্যাটেও গিয়েছিল আরও কয়জন।বড় যিনি তার রুমে প্রবেশ করেছিল ডাকাতেরা মেইন গেটের সিটকিনি ভেঙে।কিন্তু তাদের কাছে সম্ভবত কিছু পেয়েছিল না,পেলেও অল্প কিছু।তাই আঙ্কেলের মাথায় আঘাত করেছিল,ওনার সেলাই লেগেছিল মাথায়।আর আন্টির  আঙ্গুল থেকে আংটি খুলে নিতে পেরেছিল না অনেক চেষ্টার পরেও।আর ছোট যিনি তার রুমেই মূলত মেইন গয়না ছিল নতুন বউ এর।সেগুলোই বিদেশ থেকে এনেছিল আর সেই খোঁজেই ওদের হামলা ছিল।কিন্তু ডাকাতদের শব্দ শুনে তার মা এবং তিনি কেউ দরজা খুলেনি।ডাকাতেরা আর তাদের রুমে হামলা করতে পারেনি যেহেতু অনেকটা সময় হয়ে গিয়েছিল।তাই লোকজন এসে পড়ার ভয় ছিল,যেহেতু মাথায় আঘাত করেছিল চিল্লাচিল্লি শুরু হয়ে গিয়েছিল উপর তলা থেকে।আমারও মনে আছে,ডাকাতেরা অনেক শব্দ করেই কথা বলছিল,যা শোনা যাচ্ছিল নিচ তোলা থেকে।এরকম বলছিল যে কুপিয়ে মেরে ফেলবে শব্দ করলে। তখনই আব্বু এবং নিচ তলার আঙ্কেলেরা ফোনে জানিয়ে দিয়েছিল অনেককে।আর ততক্ষণে ডাকাতরা মাঠ বরাবর চলে গিয়েছিল।লোকজন এসে পিছু নিয়েও আর তাদের পেয়েছিল না।ওইদিন সকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা এসে তদন্ত করেছিল।তারপর কেইস হয়েছিল কিন্তু আর কিছু ফেরত পাওয়া যায়নি। 
 
<hr>

 আন্টি বলছিলেন,আমাদের ফ্ল্যাটে যারা গিয়েছিলেন।তাদের মধ্যে একজনকে চেনা লাগছিল নাকি তার।আন্টি তাকে বলেছিলেন মোহাম্মদ ভাই আপনি কিন্তু তিনি কথা বলছিলেন না কোনো।আর কথা বলবেনই বা কেন,কথা বলতে আসেনি তো ডাকাতি করতে এসেছিল।বাসার পাশেই ছিল ওই  মোহাম্মদ ভাইয়ের বাড়ি ।আসলে সেদিন উনিই ছিল কিনা ডাকাত দলের মধ্যে সেটাই ভাববার বিষয়।সব খবর জেনেই এসেছিল যেহেতু ডাকাতেরা।যাইহোক কারো সম্পর্কে সঠিকভাবে না জেনে মন্তব্য করা ঠিক নয়।তবে ওনার মতোই লাগছিল নাকি দেখতে, মুখ বাঁধা থাকলেও কিন্তু পরিচিত মানুষদের চেনা যায়।আর ডাকাত দল যাওয়ার ঠিক পরেই লোকটি এসেছিল বাসায়।আর তার চোখ লাল ছিল একদম।তবে এটা দিয়েই প্রমাণ হয়না যে তিনিই ছিলেন।ঘুম থেকে উঠার কারণেও হতে পারে।এখন আপনাদের কি মনে হয় বন্ধুরা ডাকাতদলের মধ্যে সেই মোহাম্মদ ভাই কি জড়িত ছিলেন নাকি না।কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু।ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।


<hr>

![Amar_Bangla_Blog_logo.jpg](https://cdn.steemitimages.com/DQmZuvEUn68h9FJS98gzCJu8ZmLNvKQwSFRzKhwUGE6YKfu/Amar_Bangla_Blog_logo.jpg)<center>

**[VOTE](https://steemitwallet.com/~witnesses) @bangla.witness as witness**

<center>
[![witness_vote.png](https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)](https://steemitwallet.com/~witnesses)
</center>


**OR**
<center>

**[VOTE](https://steemitwallet.com/~witnesses) @bangla.witness as witness**

<center>
[![witness_vote.png](https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)](https://steemitwallet.com/~witnesses)
</center>

<center>




|<b><center>[❤️আল্লাহ হাফেজ❤️](https://steemit.com/submit.html?category=hive-129948)</b></center>|
|-----|
👍  , , , , , , , , , , and 4 others
7 replies
· @rahnumanurdisha ·
$9.74
পরিবারের সাথে ঘটে যাওয়া একটি ডাকাতির ঘটনা(পর্ব -১)||
<b><center>❤️আসসালামুআলাইকুম/আদাব❤️</center></b>|
|---|


<div class="text-justify">

আমি @rahnumanurdisha বাংলাদেশ থেকে। কেমন আছেন [আমার বাংলা ব্লগ](https://steemit.com/submit.html?category=hive-129948) এর সকল ইন্ডিয়ান এবং বাংলাদেশি বন্ধুরা?আশা করছি সকলেই অনেক ভালো আছেন?আমিও আছি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়।ফিরে এলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে।আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে।</div>

![money-heist-6632767_1280.jpg](https://cdn.steemitimages.com/DQmYjEQNkuMkoE9N7zXbyb2FKEhSxPM3PpPbrbKCTQW3C7T/money-heist-6632767_1280.jpg)

<center>[সোর্স](https://pixabay.com/photos/money-heist-thieves-robbery-gun-6632767/)</center>




<hr>

 ঘটনাটি ২০১৪ সালের,তখন আমরা একটি বাসায় ভাড়া থাকতাম।আব্বুর অফিস থেকে বেশ দূরে আমাদের বাসা ছিল।প্রায় পাঁচ ছয় কিলোমিটার দূরত্বে আরকি।আসলে যেখানে আব্বুর অফিস ছিল,সেখানে কোনো ভালো স্কুল ছিলনা।এজন্য মূলত একটু দূরে বাসা নিয়েছিল আমার পড়াশুনার জন্য।আমি যেই স্কুলে পড়তাম,সেই স্কুলটি বেশ ভালো ছিল।তাই অষ্টম শ্রেণীতে ভর্তি করা হয়েছিল আমাকে ওই স্কুলে।যখন ডাকাতির ঘটনা ঘটে তখন আমি নবম শ্রেণীতে পড়তাম।ফরিদপুর জেলার মধ্যে প্রথম পাঁচটি স্কুলের মধ্যেই আমাদের স্কুল।বাসাটা একটু ফাঁকা জায়গায় ছিল।যদিও বাজার বেশি দূরে ছিলনা  বাসা থেকে।কিন্তু মাঠের মধ্যে একটাই দোতলা বিল্ডিং ছিল আর আশেপাশে কয়েকটি বাড়ি বেশ দূরত্বেই।

 

ওই বাসায় যাওয়ার ছয়মাসের মধ্যেই ডাকাতির ঘটনাটি ঘটেছিল।বাড়িওয়ালা আঙ্কেল এবং তার ছোট ভাই দুজনেই দুবাই থাকতেন।আর তার দুই মেয়ে,মা এবং স্ত্রী ওই বাড়িতেই থাকতেন।ছোট আঙ্কেলের বিয়ের জন্য দুজনেই দেশে এসেছিলেন।একজন এক সপ্তাহ আগে আরেকজন এক সপ্তাহ পর।যিনি ছোট,তিনি মূলত বিয়ের জন্য এক মাসের ছুটিতে এসেছিলেন।যিনি বড় তিনি আসার সাতদিন পর্যন্ত কোনো সমস্যা হয়নি।ডাকাতেরা তাদের সকল খবর জেনেশুনেই এসেছিল। যেদিন তার ছোট ভাই বাড়িতে আসেন,সেদিন রাতেই ডাকাতেরা হামলা করে।

![safe-913452_1280.jpg](https://cdn.steemitimages.com/DQmShjFCGPqYjTgfXHkqxDAr3QUTTj6CfgpQgdqsfBLkQcF/safe-913452_1280.jpg)


<center>[সোর্স](https://pixabay.com/illustrations/safe-vault-steel-door-913452/)</center>

<hr>

প্রথমে ডাকাত দলের কয়জন,আমরা যে ফ্ল্যাটে থাকতাম ওই ফ্ল্যাটের ব্যালকনি দিয়ে উঠে জানালার গ্রিল কেটে ভিতরে প্রবেশ করেছিল।আর কয়জন মেইন গেটের তালা ভেঙে।অনেকে এসেছিল প্রায় ১৪-১৫ জনের মতো আর সবারই মুখ কাপড় দিয়ে বাঁধা ছিল।যেহেতু ফেব্রুয়ারির শেষের দিকের ঘটনা,হালকা শীত ছিল তখন।যদিও আমরা ওই ফ্ল্যাটে ছিলাম না,তাই আমাদের পরিবারের কোনো ধরনের শারীরিক ক্ষয়ক্ষতি হয়েছিলনা।আমাদের ফ্ল্যাটে সেদিন বাড়িওলার বোন ছিল।আসলে ওনাদের দুইটি ফ্ল্যাট ছিল দোতলায়,এক ফ্ল্যাটে ওনারা থাকতেন আর এক ফ্ল্যাটে আমরা থাকতাম।আর নিচের ফ্ল্যাট দুইটি ও ভাড়া দেওয়া ছিল।তিন রুমের ফ্ল্যাটগুলো ছিল বেশ বড়।অনেক জায়গা নিয়ে করা ছিল বাড়িটি।যেহেতু বিয়ের অনুষ্ঠান তাই নিচের ফ্ল্যাটে আমাদের একমাসের জন্য যেতে হয়েছিল।তবে আমাদের মালামাল বেশিরভাগ উপরেই ছিল। যার মধ্যে আলমারি  ছিল,আর সেটাই আমাদের  বড় ভুল।সব সোনার গয়না রাখা ছিল আলমারির মধ্যে বিশেষ একটি সিন্দুকে।আর ওই বিশেষ জায়গার কথা নাকি কেউ কখনো জানবেনা আব্বু সবসময় বলতো।আলমারি তৈরি করা হয়েছিল একটু ভিন্নভাবে তখনকার সময়ে ।তাই আব্বুর কথা মতো সব সোনার গহনা ওখানে রাখা হয়েছিল।কিন্তু ডাকাতরা যে এসব সিন্দুক সম্পর্কে সবই জানে এটা বুঝলাম সেদিনের পর।লেখাটি বেশ বড় হয়ে যাচ্ছে বন্ধুরা।পরবর্তী পর্বে বাকি অংশটুকু শেষ করবো।





</div>

<div class="text-justify">ধন্যবাদ সবাইকে আমার ব্লগটি পড়ার জন্য।।আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা।আবার নতুন কোনো ব্লগ নিয়ে  খুব শীঘ্রই আপনাদের মাঝে উপস্থিত হবো। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।</div>  
<center>




<hr>

![Amar_Bangla_Blog_logo.jpg](https://cdn.steemitimages.com/DQmZuvEUn68h9FJS98gzCJu8ZmLNvKQwSFRzKhwUGE6YKfu/Amar_Bangla_Blog_logo.jpg)<center>

**[VOTE](https://steemitwallet.com/~witnesses) @bangla.witness as witness**

<center>
[![witness_vote.png](https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)](https://steemitwallet.com/~witnesses)
</center>


**OR**
<center>

**[VOTE](https://steemitwallet.com/~witnesses) @bangla.witness as witness**

<center>
[![witness_vote.png](https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)](https://steemitwallet.com/~witnesses)
</center>

<center>




|<b><center>[❤️আল্লাহ হাফেজ❤️](https://steemit.com/submit.html?category=hive-129948)</b></center>|
|-----|
👍  , , , , , , , , , , and 20 others
11 replies
· @sumitsi5800 ·
🤔What actually happened on that yacht between Quavo and the alleged victim? 🤭
Last Sunday, a complicated event involving a strong-arm robbery aboard a yacht in Miami garnered headlines. Among those engaged in the incident was rapper Quavo. The incident occurred on North River Drive, according to the Miami Beach Police Department. It included a heated argument between a group of people who had chartered the yacht and the skipper and crew. 
<a href="https://www.thenexthint.com/rapper-quavo-involved-in-alleged-strong-arm-robbery-incident-on-miami-yacht/">READ MORE</a>
· @jamyqiro ·
$0.04
Burglar who targeted Raheem Sterling and Jamiroquai ordered to sell his house to pay £250,000 fine
convicted burglar who robbed England football star Raheem Sterling and the Buckinghamshire-based frontman of Jamiroquai has been ordered to pay a six-figure fine in the next three months. Thomas Mee, 45, has had his home taken from him having already been jailed for more than eight years.

![image.png](https://cdn.steemitimages.com/DQmRLPk9QT6Y7jVJfKy7U3G5A9vpKj7gBQxdXQbqgBLHHz8/image.png)

Mee targeted the homes of Sterling and Jamiroquai's singer Jay Kay, who lives in Horsenden near High Wycombe. He was part of a gang who stole more than £600,000 in at least 14 burglaries across the country between November 2018 and October 2019, including in Buckinghamshire.

The group specifically targeted homes in affluent rural locations and stole high-value watches, designer handbags and jewellery. Mee, formerly of Queens Drive in Liverpool, was ruled by a judge to have benefited from his crimes to the sum of £586,117.36.

READ MORE: High Wycombe dealer had equipment for cooking crack in his house

At a court hearing on November 16, the court ordered him to pay £249,012.17 within the next three months or face a further two years behind bars as part of the Proceeds of Crime Act (POCA). This sum has been determined from equity in Mee’s home in Liverpool, which will need to be sold, along with cash, jewellery, designer clothing and funds from bank accounts.

Mee pleaded guilty to conspiracy to burgle and three counts of handling stolen goods at Chester Crown Court in July 2020. He is currently serving a sentence of eight years and seven months in prison.

His downfall came on October 5, 2020 when police received a 999 call from a resident in Prestbury, Cheshire reporting that a family member had disturbed intruders at their Macclesfield Road home. He was arrested while attempting to flee the property and subsequently charged with the burglaries
👍  ,
3 replies
· @bangladeshbd ·
ছিনতাইকারীরা এই ছেলের কাছ থেকে সবকিছু নিয়ে গিয়েছে
Thieves took everything from this boy while he was working on November 25 last. His mobile, money bag, power bank, charger, bluetooth box and some other things were taken away. They work in foodpanda with the ricks of life but the company is not taking any responsibility for them.
https://www.youtube.com/watch?v=Cd1wnKqsjco
👍  
· @bangladeshbd ·
চোখের পলকে মোবাইল ছিনতাই হয়ে গেল
দেখুন কিভাবে বাসের জানালা দিয়ে মোবাইল নিয়ে গেল ছিনতাইকারী, বাসের এক যাত্রীর ফোন জানালা দিয়ে কেড়ে নেওয়ার চেষ্টা হলে তিনি ছিনতাইকারী বলে চিৎকার দেন। যাত্রীরা তখন একসঙ্গে চিৎকার-চেঁচামেচি শুরু করেন।
https://www.youtube.com/watch?v=7FIT_tf5Ucg
👍  
· @pomeline ·
$10.62
The truth isn't worth a damn.
![image.png](https://cdn.steemitimages.com/DQmQnHstwkCC82XsQhup6MytmhhJxZkBTiec17rW8x6fxTb/image.png)

https://www.foxnews.com/us/florida-alleged-robber-armed-gun-claims-chicago-bro-leaves-when-clerk-displays-own-weapon

So, a dude from Chicago walked into a convenience store in Florida with a shotgun trying to rob the place. The clerk at the store pulled his own gun. The dude from Chicago apologized, said he meant no harm, and left. Dude from Chicago was eventually arrested for the attempted robbery.

True story. That really did happen last week. It didn't make national news because nobody ended up bleeding. It didn't make national news because it's not a man bites dog story -- actually, incidents involving guns like this are *at least* five hundred times more common than mass shootings. 

I'm sure the gun grabbers will sweep this under the rug. For them, the truth isn't worth a damn.
👍  , , , , , , , , , , and 16 others
· @tawhidirju ·
সত্য ঘটনা | ভয়ংকর ডাকাতের কবলে একটি রাত (শেষ পর্ব) | ১০% @btm-school
![Pirate-3.png](https://cdn.steemitimages.com/DQmRmj4gDZ6xE5eD5CqStWMaByYTHrHTgavAuRdniz9GYhc/Pirate-3.png)
[Source](https://pixabay.com/vectors/gangster-criminal-assassin-killing-6902699/)

(গত পর্বের পর)
ডাকাতরা বাসটাকে ফেলে যাওয়ার পরে আমাদের বাসেই আমার পাশের সিটেই একজন যাত্রী ছিলেন যিনি পেশায় ড্রাইভার, ওনার পকেটে ২৫ হাজার টাকা ছিল, সেটাও ডাকাতরা ছিনিয়ে নিয়েছিল। সবার অনুরোধে তিনি কোনরকমে বাসটাকে চালিয়ে রংপুর শহরের কিছুটা আগে মিঠাপুকুর উপজেলার একটা মেডিকেল কমপ্লেক্সের সামনে নিয়ে যান। কেননা আমাদের বাসের ড্রাইভার অলরেডি ছুরিকাহত হয়ে নিস্তেজ হয়ে পড়েছিলেন। মেডিকেলে গিয়ে যারা আহত হয়েছিলেন তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাসের সুপারভাইজার স্থানীয় মানুষের সহায়তায় বাসের কোম্পানী ও পরে স্থানীয় থানায় ডাকাতির ঘটনা জানিয়ে মামলা করেন।  

আমার সিট একেবারে সামনে হওয়ায় এবং প্রথমেই আমার থেকে বিনা বাঁধায় ল্যাপটপসহ দামী সব জিনিসপত্র পাওয়ায় আল্লাহর রহমতে কোন প্রকার শারীরিক আঘাত পাওয়া থেকে আমি বেঁচে যাই। প্রাথমিক চিকিৎসা শেষে আমাদেরসহ বাসটাকে ঐ নতুন ড্রাইভার চালিয়ে নিয়ে রংপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল তথা কামারপাড়া বাসস্ট্যান্ডে নিয়ে যান। সেখানে নেমে একটা ব্যাটারী চালিত অটোরিক্সা ভাড়া করে আমি আমার গন্তব্যে চলে যাই। বাসায় গিয়ে রিক্সার ভাড়া পরিশোধ করি। অবশ্য যখন বাস মেডিকেলের ওখানে ছিল তখন বাইরের একজনের থেকে মোবাইল চেয়ে নিয়ে বাসায় জানিয়ে দিয়েছিলাম গতরাতের ঘটনা। সব শুনে সবার একটাই কথা, জিনিসপত্র গেছে যাক, জিনিসপত্র আবারও হবে, জানটাতো বাঁচছে, এটাই আল্লাহর কাছে লাখো শুকরিয়া। 

পরে নিজ উদ্যোগে রংপুরের কোতোয়ালী থানায় একটা সাধারণ ডায়েরি করেছিলাম, যাতে অফিসে একটা ভ্যালিড ডকুমেন্ট জমা দিতে পারি যে ডাকাতির কবলে পড়ে ল্যাপটপসহ জিনিসগুলি হারিয়েছি। এই ডাকাতির ঘটনায় এস.আর ট্রাভেলসের পক্ষ থেকে ডাকাতির মামলা করা হয়েছিল কিন্তু আজ পর্যন্ত সেসব ডাকাতরা ধরা পড়েনি। ঐ সময় স্থানীয় ও জাতীয় দৈনিকে এই ডাকাতির ঘটনা ফলাও করে ছাপা হয়েছিল। ডাকাতির সময় ডাকাতরা সর্বপ্রথমে আমাদের যাত্রীদের থেকে মোবাইল ফোনগুলো কেড়ে নেয়, যাতে কেউ ৯৯৯ অথবা অন্য কাউকে ফোন দিয়ে জানাতে না পারে। যাত্রীদের মধ্যে কয়েকজন যে চেষ্টা করেনি তা নয়, কিন্তু ডাকাতরা ছুরির আগায় সবার মোবাইল ফোন ছিনিয়ে নেয়, দিতে না চাইলে ছুরি দিয়ে আঘাত করে। মোটকথা, যতক্ষণ তারা বাসের মধ্যে ছিল পুরোটা সময় জুড়ে একটা ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছিল। 

এই ছিল মোটামুটি আমার জীবনের সবচেয়ে ভয়াবহতম একটা রাতের ঘটনাবলী যা ৩ পর্বে বিস্তারিত আপনারা জানতে পারলেন। এরকম ভয়ংকর অভিজ্ঞতা আমি আর কখনোই পাইনি। এরপর থেকে আমি আর রাতের বাসে জার্নি করিনা। যেখানেই যাই দিনের বেলাতেই যাওয়ার চেষ্টা করি। এরকম অনাকাঙ্খিত ঘটনার সম্মুখীন আর কেউ না হোক সেই কামনা করি। 

বি. দ্রঃ ঘটনার সময়ে আমাদের সবার সব মোবাইল ডাকাতেরা ছিনিয়ে নিয়েছিল, সেজন্য ঘটনার অরিজিনাল ছবি কালেক্ট করতে পারিনি। 

সবাই সাবধানে চলাফেরা করবেন, সাবধানে থাকবেন। 
সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
👍  
4 replies
· @tawhidirju · (edited)
সত্য ঘটনা | ভয়ংকর ডাকাতের কবলে একটি রাত (২য় পর্ব) | ১০% @btm-school
![Pirate-2.jpg](https://cdn.steemitimages.com/DQmdaYw9X82zJpHT9K5Eo8ZsmSz8qYqHmBekLegN6G2Zyun/Pirate-2.jpg)
[Source](https://pixabay.com/photos/gangster-man-mafia-criminal-spy-4146707/)

(গত পর্বের পর)
এতক্ষণে লোকগুলোর ব্যবহার, আচার-আচরণ এবং বাসের পরিবেশ-পরিস্থিতি দেখে আমাদের কারো বুঝতে বাকি রইলো না যে এরা ডাকাত দল। বাসের সবাই আমরা ভয়ে আল্লাহর নাম নিতে শুরু করলাম। বাসে কিছু মহিলা যাত্রী ছিলেন তারা তো কান্নাকাটি শুরু করে দিলেন। ইতোমধ্যে আমাদের বাসের ড্রাইভারকে সরিয়ে ডাকাত দলেরই একজন ড্রাইভিং সিটে বসে পড়লো এবং সে বাস চালাতে থাকলো। এরপর দেখলাম ডাকাতেরা প্রতি ১-২ সিট পরপর দুই সিটের মাঝের খালি জায়গায় একজন করে দাঁড়িয়ে পড়লো। সবার হাতেই কিছুনা কিছু হাতিয়ার রয়েছে যেমন: চকচকে চাকু, লম্বা ছুরি, ধারালো দা, পিস্তল ইত্যাদি। সেগুলো দিয়ে ভয় দেখিয়ে সবাইকে চুপ থাকতে বলল। এসি বাস হওয়ায় বাসের জানালা আগে থেকেই বন্ধ ছিল, পর্দাগুলো ডাকাতেরা নিজেরাই টেনে টেনে বন্ধ করে দিল। ভেতরের সব লাইট বন্ধ করে দিল, বাইরে পূর্ণমা রাত ছিল বলে বেশ আলো আসছিল বাসের ভেতরে। রাস্তায় আরও অনেক বাস, ট্রাক, প্রাইভেট কার চলছে, কিন্তু বাইরে থেকে কোনভাবেই বোঝার উপায় নেই যে আমাদের বাসের ভেতরে কি হচ্ছে। 

ডাকাতদের প্রায় সবাই অল্প বয়সী ছোকরা টাইপের, বয়স বড়জোর ২৫-৩৫ এর মধ্যে হবে। একেবারে সামনের দিকে যে ডাকাতটা ছিল সে সবার প্রথমে আমার কাছে আসলো। বলল জীবনের মায়া থাকলে কাছে যাকিছু আছে সব দিয়ে দিতে। আমি আর টু শব্দটি না করে পকেট থেকে মানিব্যাগ বের করে দিয়ে দিলাম। এরপর ঐ ডাকাত আমাকে সিট থেকে উঠে দাঁড় করায়ে সার্স করলো। আমার পকেট থেকে মোবাইল টা (২৫ হাজার টাকা দাম) নিল, হাত থেকে ঘড়িটা খুলে নিল (আমার বিয়ের ঘড়ি), আমার পায়ের কাছে থাকা আমার অফিসিয়াল ব্যাগটা খুলে চেক করলো। ব্যাগ খুলেই দেখতে পেল তার মধ্যে ল্যাপটপ, ব্যাস ব্যাগের চেইন বন্ধ করে ব্যাগটা সোজা তার ঘাড়ে ঝোলালো। এরপরও সে আমার সিটের পাশের চিপায়, সিটের নিচে, মাথার উপরে বাঙ্কারে চেক করলো, যদি সেখানে আমি কিছু লুকিয়ে রাখি। অবশেষে আমার কাছে আর কিছু না পেয়ে পরের সিটে চলে গেল। 

এক মুহুর্তের জন্য জাস্ট থমকে গেলাম। ঐ ব্যাগে আমার কত ইমপর্ট্যান্ট জিনিসপত্র ছিল। অফিসের ল্যাপটপ ছাড়াও কিছু দরকারি কাগজপত্র, আমার ক্রেডিট-ডেবিট কার্ডগুলো রাখার জন্য ছোট একটা চামড়ার ব্যাগ ছিল কার্ডসহ সেটাও ঐ ব্যগে রাখা ছিল, আমার ছেলের চুল কাটাবো বলে ঢাকা থেকে ফিলিপসের একটা ট্রিমার কিনেছিলাম ৪০০০/- টাকা দিয়ে সেটাও ঐ ব্যাগেই ছিল, ২-৩ টা পেনড্রাইভ ছিল, আর কিছু কাপড়-চোপড় ছিল। তাদের সামনে যে একটা কথা বলবো সেই সাহসটুকু হয়নি। কারণ দেখলাম পেছনের দিকে কেউ জিনিসপত্র দিতে না চাইলে অথবা কথা বলতে গেলে তাদেরকে এলোপাতাড়ি ছুরি মারছে। এভাবে আমাদের বাসে অন্তত ১২-১৫ জনকে তারা ছুরি মেরে আহত করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে পলাশবাড়ী এই জায়গাটুকুর মধ্যেই মাত্র ঘন্টা খানেকের ব্যাবধানে সবার কাছ থেকে যাকিছু ছিল তার সবকিছুই নিয়ে রাস্তার পাশে বাসটা ব্রেক করে অন্ধকারে জঙ্গলের মধ্যে তারা হারিয়ে গেল। 

বাসের ভেতরে একজন যাত্রী আর্মির সৈনিক ছিলেন। তিনি একটু ডাকাতদের সাথে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি করার চেষ্টা করেছিলেন। পরে দেখেছিলাম ৪-৫ জন ডাকাত মিলে ওনার উপর একত্রে আক্রমন করলো। ওনার হাতে, পায়ে ও গলায় ছুরি মেরেছিল। আমাদের পুরো বাসের ফ্লোর এবং সিঁড়িগুলো মানুষের রক্তে লাল হয়ে গিয়েছিল। পরে সকালে ওনাকে মারাত্মক আহত অবস্থায় রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছিল। 

আজকের পর্বের এখানেই সমাপ্তি হলো। পরবর্তী এবং শেষ পর্বে আপনারা জানতে পারবেন এই লোমহর্ষক ডাকাতির পরের ঘটনাবলী এবং কিভাবে আমি গন্তব্যে পৌঁছেছিলাম সেসব তথ্য। 

সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন। 
সবাইকে অনেক ধন্যবাদ।
👍  , , , , ,
9 replies
· @tawhidirju · (edited)
সত্য ঘটনা | ভয়ংকর ডাকাতের কবলে একটি রাত (১ম পর্ব) | ১০% @btm-school
![Pirate-1.jpg](https://cdn.steemitimages.com/DQmeuE9kwT2tC9wdmoB2vBg246ibvvzw9sefcmJCSX6RKaL/Pirate-1.jpg)
[Source](https://pixabay.com/photos/pirate-knife-captain-mutiny-2750361/)

কাজের সুবাদে বা পারিবারিক কারণে আমাকে প্রচুর জার্নি করতে হয়। বাস, ট্রেন বা মাঝেমাঝে প্লেনেও, সেটা হোক দিনে বা রাতে। জীবনে এমন বহুবার রাতের বেলা বাসে লং জার্নি করেছি বিশেষ করে ঢাকা টু সাতক্ষীরা, ঢাকা টু রংপুর অথবা ঢাকা টু কক্সবাজার। এমন জার্নি আমার সারাবছর ধরেই চলতে থাকে। কখনোই সেরকম কোন দূর্ঘটনা বা অনাকাঙ্খিত ঘটনার সম্মুখীন হইনি। কিন্তু আমার জীবনে এমন একটা রাতের সাক্ষী হবো সেটা কখনো কল্পনাও করিনি। 

দিনটি ছিল বুধবার, ২০২০ সালের সেপ্টেম্বরের ২ তারিখ। আমি ঢাকা থেকে রাতের বাসে রংপুর যাচ্ছিলাম। পথিমধ্যে বাসের ভেতরে যাত্রীবেশি ডাকাতদল আমাদের সবকিছু কেড়ে নিয়ে, কয়েকজনকে ছুরিকাঘাতে আহত করে, জীবনের ভয়াবহতম একটা অভিজ্ঞতা দিয়ে বাস থেকে নেমে যায়। আল্লাহর অশেষ রহমতে নিজের কোন ক্ষতি হয়নি তবে সাথে থাকা প্রায় লাখ খানেক টাকার মালামাল যেমন: অফিসের ল্যাপটপ, মোবাইল ফোন, মানিব্যাগ, নগদ ক্যাশ, ৫-৬ টা ডেবিট-ক্রেডিট কার্ড, হাতঘড়ি, পেনড্রাইভ এবং আরও অনেক কিছু ডাকাতদল নিয়ে যায়। জানের মায়ায় আমরা কেউ একটা কথা পর্যন্ত বলতে পরিনি। তবে ডাকাতরা আমাদের বাসের কোন মহিলা যাত্রীকে অসম্মান করেনি। সবার মালামালগুলো নিয়ে তারা বাস থেকে নেমে গিয়েছিল। 

সেদিন রাত ৯.১৫ মিনিটের গাড়িতে রংপুর রুটের বিখ্যাত বাস এস.আর ট্রাভেলসের ঢাকার কল্যাণপুর কাউন্টার থেকে আমি বাসে উঠে বসি। বাসের ভেতরে বামপাশের লাইনের একেবারে সামনে জানালার পাশে আমার সিট। যাত্রীদের নিয়ে যথাসময়ে বাস ছাড়লো, এরপর সামনে যেতে যেতে এস.আর ট্রাভেলসের যেখানে যেখানে কাউন্টার আছে যেমন গাবতলী, সাভার, নবীনগর, বাইপাইল ইত্যাদি জায়গা থেকেও বেশকিছু যাত্রী বাসে উঠলো। এসব যাত্রীদের মধ্যেই ছদ্মবেশী ডাকাতদলও ছিল, সংখ্যায় তারা প্রায় ৮-১০ জনের মত হবে। তারাও টিকেট কেটেই বিভিন্ন কাউন্টার থেকে বাসে উঠেছিল। কোনভাবেই বোঝার উপায় ছিলনা কে যাত্রী আর কে যাত্রীবেশী ডাকাত। 

বাস চলতে চলতে চন্দ্রা, টাঙ্গাইল, যমুনা সেতু, সিরাজগঞ্জ ও বগুড়া পার হয়ে যখন ঢাকা-রংপুর হাইওয়ের গোবিন্দগঞ্জের (গাইবান্ধা) কাছাকাছি আসলো তখন রাত প্রায় ৩ টার মত বাঁজে। সেসময় আমার একটু চোখ লেগে এসেছিল। হঠাৎ চিল্লাচিল্লি ও চিৎকার-চেঁচামিচিতে আমার তন্দ্রা ছুটে গেল, চোখ খুলে দেখি আমার সামনেই ড্রাইভারের পাশে ৫-৬ জনের একটা জটলা। তারা ড্রাইভারকে ড্রাইভিং সিট থেকে জোর করে তুলে নিয়ে যেতে চাইছে। গাড়ী কিন্তু চলছে কোন থামাথামি নাই। ড্রাইভার তো মানছেন না, ইতোমধ্যে ডাকাতদের একজন ড্রাইভারের বাম হাতের উপরের দিকে ছুরি বসিয়ে দিল। দেখলাম সেখান থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে, ড্রাইভার নিরুপায় হয়ে স্টিয়ারিং হুইল ছেড়ে দিলেন। ততক্ষণে গাড়ীর হেলপার, সুপারভাইজার ও পরে ড্রাইভারকে ধরে বেঁধে ডাকাতেরা গাড়ীর একেবারে পেছনে নিয়ে গেল। 

আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে আপনারা জানতে পারবেন কিভাবে ডাকাতরা আমাদের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে যাবতীয় জিনিসপত্র ছিনিয়ে নিয়েছিল। খুব শীঘ্রই আসবো নতুন সেই পর্ব নিয়ে। 

সে পর্যন্ত সবাই ভাল থাকুন, সুস্থ্য থাকুন। 
সবাইকে অনেক ধন্যবাদ।
👍  ,
4 replies
· @flexbooth ·
$11.99
Well, another story of a clerk (this time also owner) defending himself from would-be burglers or worse.
https://youtu.be/Vrj1hdrViIo

It's hard not to compare and contrast this with the Jose Alba case. 

On a philosophical level, this is justifiable use of self-defense. That said, it's less cut and dry than the Alba case. 

The Alba case was a clear and obvious evil on the part of everybody involved except Alba. Alba was clearly defending himself against a much younger man who was roughing him up and preventing him from escaping. Even in an insane state like New York, it should have been a clear and obvious act of self-defense and Alba should never have been sent to Riker's and certainly shouldn't have been charged with murder.

The intimidation in this case is certainly there. When two men walk into your shop wearing ski masks in Vegas in August, it's safe to assume that something bad is about to happen. That said, the man who was stabbed behind the counter was clearly going for items behind the counter and hadn't made a move toward the clerk yet.

Basically, in New York, I'm pretty sure the clerk would be in jail facing murder charges. Fortunately, Nevada has much saner self-defense laws and it appears that the clerk will not face charges.

This is a case, however, where I'm willing to listen to counterarguments about why the clerk may have not be fully justified while actively trying not to think less of my detractors. If you thought that it was right for Alba to be jailed and charged, you're an idiot or evil. In this case, I just think that you're wrong.
👍  , , , , , , , , , , and 18 others
· @bumblecat ·
$13.46
The illegitimacy of the institutions need to be called out.
![image.png](https://cdn.steemitimages.com/DQmRa7ina6fnvb7wY4mhfNpVqDfBWHimfLBLL1xaQHTeyBC/image.png)


They need to be called out for what they actually are.

Non existent. 

The financial 'elites' / predator class, expect us to defer to their authority, to kowtow to their expertise... When anyone paying attention knows that they are a gang of hoodlums... Nothing more than a lying, cheating, robbing mafia lording over the good law abiding citizens of this world.

What is most sickening, is that they have the gall to act as our guides to the defeating of social ills like racism, pollution, global warming, chauvinism, etc. etc...

When they are the source of everything that is wrong with this damned world. How dare they get on their high horse and tell us how we need to improve our little lives, when their giant crimes are never addressed.
👍  , , , , , , , , , , and 5 others
· @joeyarnoldvn ·
$0.04
2022-03-18
<div><center><div class="text-justify">

# Don't let life rob you. Go out and live life. Do to others as you would want done to you out of the spirit of anti-robbery. Life is a tiger.

___
<div><center>







[More Than Vietnam](https://hive.blog/hive-105013/@joeyarnoldvn/more-than-vietnam)
[Are we but a train accelerating off a cliff of no return?](https://hive.blog/hive-122315/@joeyarnoldvn/are-we-but-a-train-accelerating-off-a-cliff-of-no-return)
___
[March](https://hive.blog/@joeyarnoldvn/2022-03) | [2022](https://hive.blog/@joeyarnoldvn/2022)
[01](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-01) | [02](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-02) | [03](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-03) | [04](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-04) | [05](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-05) | [06](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-06) | [07](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-07) | [08](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-08) | [09](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-09) | [10](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-10) | [11](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-11) 
[12](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-12) | [13](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-13) | [14](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-14) | [15](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-15) | [16](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-16) | [17](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-17) | [18](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-18) | [19](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-19) | [20](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-20) | [21](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-21) | [22](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-22) 
[23](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-23) | [24](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-24) | [25](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-25) | [26](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-26) | [27](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-27) | [28](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-28) | [29](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-29) | [30](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-30) | [31](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-31) 
[THE 2020s](https://hive.blog/@joeyarnoldvn/2020s) | [DECADE-GROUP](https://hive.blog/created/hive-145322)
___
# [MY AUTOBIOGRAPHY](https://hive.blog/@joeyarnoldvn/autobiography)
<b>[HISTORY](https://hive.blog/@joeyarnoldvn/history) | [HIGHLIGHTS](https://hive.blog/@joeyarnoldvn/highlight)</b> | [THE 1900s](https://hive.blog/@joeyarnoldvn/1900s) | [THE 2000s](https://hive.blog/@joeyarnoldvn/2000s) 
___
# [MY NAME IS OATMEAL JOEY ARNOLD](https://hive.blog/@joeyarnoldvn/oatmeal-joey-arnold)
<b>[ABOUT](https://hive.blog/@joeyarnoldvn/about) | [CONTACT](https://hive.blog/@joeyarnoldvn/contact) | [CONTENT](https://hive.blog/@joeyarnoldvn/content) | [GROUPS](https://hive.blog/created/hive-170024) | [SUPPORT](https://hive.blog/@joeyarnoldvn/support)</b> | [AUDIO](https://hive.blog/@joeyarnoldvn/audio) | [ARTICLES](https://hive.blog/@joeyarnoldvn/articles) | [PHOTOS](https://hive.blog/@joeyarnoldvn/photo) | [MUSIC](https://hive.blog/@joeyarnoldvn/music) | [STORE](https://hive.blog/@joeyarnoldvn/store) | [VIDEOS](https://hive.blog/@joeyarnoldvn/video) | [WEBSITES](https://hive.blog/@joeyarnoldvn/website) | [ETC](https://hive.blog/@joeyarnoldvn/etc)
___
# [MEA OMNIA MEANS EVERYTHING](https://hive.blog/@joeyarnoldvn/mea-omnia)
<b>[DIRECTORY](https://hive.blog/@joeyarnoldvn/directory) | [HISTORY](https://hive.blog/created/hive-109702) | [SEARCH](https://hive.blog/@joeyarnoldvn/search) | [TOPICS](https://hive.blog/@joeyarnoldvn/topic)</b> | [ARCHITECTURE](https://hive.blog/@joeyarnoldvn/architecture) | [ARTS](https://hive.blog/@joeyarnoldvn/arts) | [CULTURE](https://hive.blog/@joeyarnoldvn/culture) | [EDUCATION](https://hive.blog/@joeyarnoldvn/edu) | [ENTERTAINMENT](https://hive.blog/@joeyarnoldvn/entertainment) | [GEOGRAPHY](https://hive.blog/@joeyarnoldvn/geography) | [HEALTH](https://hive.blog/@joeyarnoldvn/health) | [LANGUAGE](https://hive.blog/@joeyarnoldvn/language) | [LAW](https://hive.blog/@joeyarnoldvn/law) | [LIFE](https://hive.blog/@joeyarnoldvn/life) | [PLAY](https://hive.blog/@joeyarnoldvn/play) | [POLITICS](https://hive.blog/@joeyarnoldvn/politics) | [RELIGION](https://hive.blog/@joeyarnoldvn/religion) | [SCIENCE](https://hive.blog/@joeyarnoldvn/science) | [TECHNOLOGY](https://hive.blog/@joeyarnoldvn/technology) | [WORK](https://hive.blog/@joeyarnoldvn/work) | <b>[OTHERWISE](https://hive.blog/@joeyarnoldvn/otherwise)</b>
___
![Screenshot at 2022-03-18 13:47:23.png](https://images.hive.blog/DQmScGgk3BXfPYzPDgiAZ4zwVHb2RsVgifvUnMCKzj12nfe/Screenshot%20at%202022-03-18%2013:47:23.png)
___
This screenshot photo is from Friday Night Tights, a weekly podcast you can find on Nerdrotic on YouTube.
___
[Oatmeal Daily - 2022-03-18 - Friday](https://hive.blog/@joeyarnoldvn/2022-03-18) | [Published in March of 2022](https://hive.blog/@joeyarnoldvn/2022-march)
___
# [BY OATMEAL JOEY ARNOLD](https://hive.blog/@joeyarnoldvn/oatmeal-joey-arnold) 
<b>[ACCOUNTS](https://hive.blog/@joeyarnoldvn/account) | [GROUPS](https://hive.blog/@joeyarnoldvn/group) | [LIBRARY](https://hive.blog/@joeyarnoldvn/library) | [PEOPLE](https://hive.blog/@joeyarnoldvn/people) | [PLACES](https://hive.blog/@joeyarnoldvn/place) | [PRINCIPLES](https://hive.blog/@joeyarnoldvn/principle)</b> | [ARCHIVE](https://hive.blog/@joeyarnoldvn/archive) | [FILES](https://hive.blog/@joeyarnoldvn/file) | [GAMES](https://hive.blog/@joeyarnoldvn/game) | [LINKS](https://hive.blog/@joeyarnoldvn/link) | [MAPS](https://hive.blog/@joeyarnoldvn/map) | [NEWS](https://hive.blog/@joeyarnoldvn/news) | [SERIES](https://hive.blog/@joeyarnoldvn/series) | [TIMELINE](https://hive.blog/@joeyarnoldvn/timeline) | <b>[MORE](https://hive.blog/@joeyarnoldvn/more)</b>
___
# [WHERE TO FIND ME ON THE WORLD WIDE WEB](https://hive.blog/@joeyarnoldvn/where)
<b>[BLOGS](https://hive.blog/@joeyarnoldvn/blog) | [WEBSITES](https://hive.blog/@joeyarnoldvn/website)</b> | [BLURT](https://blurt.blog/@joeyarnoldvn/oatmeal-joey-arnold) | [DREAM](https://dream-real.com/@joeyarnoldvn) | [ECENCY](https://ecency.com/@joeyarnoldvn/oatmeal-joey-arnold) | [HIVE](https://hive.blog/@joeyarnoldvn/oatmeal-joey-arnold) | [PEAKD](https://peakd.com/@joeyarnoldvn/oatmeal-joey-arnold) | [READ](https://read.cash/@joeyarnoldvn) | [SEREY](https://serey.io/authors/joeyarnoldvn/oatmeal-joey-arnold) | [STEEMIT](https://steemit.com/@joeyarnoldvn/oatmeal-joey-arnold) | [VOILK](https://social.voilk.com/@joeyarnoldvn/oatmeal-joey-arnold) | <b>[OTHER](https://hive.blog/@joeyarnoldvn/other)</b>
___
___
___
<div class="text-justify">



# In a world of lies, telling the truth is a revolutionary act.
___



<div class="text-justify"><div><center>

# [BREAKING FORBIDDEN WORLD NEWS](https://hive.blog/created/informationwar)
<b>[COVID](https://hive.blog/@joeyarnoldvn/covid)</b> | [BLAZE](https://www.theblaze.com) | [BITCHUTE](https://www.bitchute.com) | [BRIGHTEON](https://www.brighteon.com/) | [DRUDGE](http://drudgereport.com) | [FREEDOMAIN](https://www.freedomain.com) | [FREEWORLD](https://freeworldnews.tv) | [GAMERS](https://www.geeksandgamers.com) | [INFOWARS](https://infowars.com) | [ODYSEE](https://odysee.com) | [PANDEMIC](https://www.pandemic.news) | [PHOLOSOPHER](https://thepholosopher.com) | [REVOLVER](https://www.revolver.news) | [RUMBLE](https://rumble.com) | [TIMCAST](https://timcast.com) | [3SPEAK](https://3speak.tv)
___
[![INFOWARS BANNER - dUIaa.caa.1-Infowars-qoc09f.jpeg](https://images.hive.blog/DQmfAQsS5hxnhsVBUpQNVm1qh5iwsVf2qGrMeHZV6nAvH6K/INFOWARS%20BANNER%20-%20dUIaa.caa.1-Infowars-qoc09f.jpeg)](https://freeworldnews.tv)
___
[INFOWARS IS THE MOST BANNED NEWS NETWORK IN THE WORLD](https://banned.video)
___
<div class="text-justify">

Some viruses, diseases, including even <b>[COVID-19,](https://hive.blog/@joeyarnoldvn/covid)</b> etc, can be challenging to your immune system to the extent you're lacking enough essential vitamins like Zinc, Vitamin C, etc. Talk to doctors. Don't just talk to one doctor, get a second opinion. Ask around. Do your own research, homework. Investigate. Watch videos. And whatever you do, don't get Covid Vaccines which is causing Delta, Omicron, other variants, side effects, heart attacks, blood clots, seizures, death, etc.
___
# Censorship
You can get around <b>[thought police](https://hive.blog/@joeyarnoldvn/censorship)</b> on social media platforms like Facebook, Twitter, YouTube, Instagram, etc, via talking indirectly, substituting words for other words, hinting at things, using memes, photos, videos, etc. You can also misspell words. For example, I'm writing CIVOD in my <b>[Facebook Brandon Group](https://www.facebook.com/groups/letsgob)</b> which is an anagram for COVID. That is a way to get around getting [banned.](https://hive.blog/@joeyarnoldvn/banned) It's all about getting the truth out there.





___
___
___
<div><center>

# [ABOUT OATMEAL JOEY ARNOLD](https://hive.blog/@joeyarnoldvn/about)
<b>[INTRODUCTION](https://hive.blog/@joeyarnoldvn/introduction) | [CONTACT](https://hive.blog/@joeyarnoldvn/contact) | [AUTOBIOGRAPHY](https://hive.blog/@joeyarnoldvn/autobiography) | [DIRECTORY](https://hive.blog/@joeyarnoldvn/my-directory)</b> | [MEMES](https://hive.blog/@joeyarnoldvn/meme) | [PORTFOLIO](https://hive.blog/@joeyarnoldvn/portfolio) | [RESUME](https://hive.blog/@joeyarnoldvn/resume) | [VIDEOS](https://hive.blog/@joeyarnoldvn/my-video) | [VIETNAM](https://hive.blog/@joeyarnoldvn/vietnam)
___

[![2014-05-25 Me 01 FAV AVATAR.jpg](https://images.hive.blog/DQmTx2dzBfzosKzfBTjeeE7rovgoCWRvomWg6TppPmpXh1P/2014-05-25%20Me%2001%20FAV%20AVATAR.jpg)](https://hive.blog/@joeyarnoldvn/about-me)
___
[<b>FAVORITE WEBSITES AND EVERYTHING</b>](https://hive.blog/@joeyarnoldvn/favorite-website)
___
<div class="text-justify">

The story of my life is like the story of a little boy named Billy Breaker stuck inside an Arnold Attic. The origin of my life can be traced back to my birth in 1985 in Oregon. I grew up in a ghetto. I was homeschooled. I lived in Hawaii. I taught English in Vietnam.






___
___
___
<div><center>

# [MY ACCOUNTS](https://hive.blog/@joeyarnoldvn/account)
<b>[@JOEYARNOLDVN](https://hive.blog/@joeyarnoldvn) | [@RSARNOLD316](https://hive.blog/@rsarnold316)</b> | [ENGLISH](https://hive.blog/@oatmealenglish) | [HEALTH](https://hive.blog/@oatmealhealth) | [OATMEAL](https://hive.blog/@oatmealjoey) | [ETC](https://hive.blog/@joeyarnoldvn/accounts)
___
# [CHECK OUT MY GROUPS](https://hive.blog/@joeyarnoldvn/group)
<b>[HOME](https://hive.blog/created/hive-182639) | [HUBS](https://hive.blog/@joeyarnoldvn/hub) | [LETS GO BRANDON](https://hive.blog/created/hive-130639)</b> | [ARTS](https://hive.blog/created/hive-171084) | [COMEDY](https://hive.blog/created/hive-155820) | [DREAMS](https://hive.blog/created/hive-127983) | [EA](https://hive.blog/created/hive-180788) | [ENGLISH](https://hive.blog/created/hive-103237) | [HEALTH](https://hive.blog/created/hive-177758) | [HISTORY](https://hive.blog/created/hive-109702) | [LOVE](https://hive.blog/created/hive-115582) | [PROMOTION](https://hive.blog/created/hive-170024) | [QUESTIONS](https://hive.blog/created/hive-173330) | [SCIENCE](https://hive.blog/created/hive-120691) | [VIETNAM](https://hive.blog/created/hive-105013) | [WITNESSES](https://hive.blog/created/hive-118108) | [ETC](https://hive.blog/@joeyarnoldvn/groups)
___
[![2013-11-17 - Sunday - HOLA FAV - Got Talent 2 - 1456791_536788599749435_806329642_n.jpg](https://images.hive.blog/DQmW9q58CE1ZkAhQuU7iAST6tpqBqJLKd2ubKmvSayyD3eV/2013-11-17%20-%20Sunday%20-%20HOLA%20FAV%20-%20Got%20Talent%202%20-%201456791_536788599749435_806329642_n.jpg)](https://hive.blog/@oatmealenglish)
___
[HOLA ENGLISH CLUB PARTY BACK IN 2013 IN VIETNAM](https://hive.blog/@joeyarnoldvn/vietnam)
___
<div class="text-justify">

Learning English is kind of like eating oatmeal because it takes a bite at a time.




___
___
___
<div><center>

# [WATCH COMMENTARY](https://hive.blog/@joeyarnoldvn/watch)
[Comments, reviews, of shows, movies, etc](https://hive.blog/@joeyarnoldvn/watch-timeline)
___
[![What Are You Doing Ruff Ruff 2015.jpg](https://images.hive.blog/DQmY3cqAAmvDDECEKMpMRekvK5SnzSUD4vQGPdTKZpEKZNK/What%20Are%20You%20Doing%20Ruff%20Ruff%202015.jpg)](https://hive.blog/@joeyarnoldvn/watch-log)
___
<div class="text-justify">

01:40 AM
[Chrissie Mayr - CMP 399- Chrissie Mayr Podcast with Ian Crossland! Tim Pool SWATTING! Crystals! Graphene!](https://www.youtube.com/watch?v=hdnXyO2-J7E)

My fav part was gotta debunk those Asian Body Cleansing Scams.

# Upload 203: Robin Hood
[2022-03-18 - Friday - 02:25 AM - 03:00 AM - Upload 203: Robin Hood](https://123series.ru/series/upload-5wv9q/2-3)
___
They live in the future and yet their car has only 2 seats which are individually customizable. Almost as bad as Facebook. The toilet said she has a yeast investment. I do not like smart devices. Casino. Chase. Ring with a virus on it. Ring is like a CD or USB stick. Detective man sees Nora running in security cameras. Fun episode. I enjoyed it.
___
# Upload 204: Family Day
[2022-03-18 - Friday - 04:08 AM - 04:40 AM - Upload 204: Family Day](https://123series.ru/series/upload-5wv9q/2-4)
___
Virus in a ball activated. Delete the rich bug. 
___
# Upload 205: Mind Frisk
[2022-03-18 - Friday - 04:40 AM - 05:13 AM - Upload 205: Mind Frisk](https://123series.ru/series/upload-5wv9q/2-5)
___
Horizen, their motto is Don't Be Evil, Obviously. That is the motto of Google. Screen grab without permission is silly as everything is already grabbed every second said Edward Snowden. Stealing dreams. Uploads. Their dreams as content to be uploaded to YouTube or otherwise. To make money off the IP. Babies all look like the butlers.  
___
# Upload 206: The Outing
[2022-03-18 - Friday - 05:13 AM - 05:42 AM - Upload 206: The Outing](https://123series.ru/series/upload-5wv9q/2-6)
___
Bad guy downloads into a robot and has dinner in NYC with a lady. They follow him. He goes to Free Yond which has one office in NYC but hundreds in Florida. It supposed to be for the poor. But they say it looks like they're trying to persuade people to upload in the swing states in order to influence federal elections. 
___
# Upload 207: Download
[2022-03-18 - Friday - 05:42 AM - 06:25 AM - Upload 207: Download](https://123series.ru/series/upload-5wv9q/2-7)
___
Backdoors. Fell into glitch they say, restore from backup to VR. Nathan downloads but is now bleeding. He will probably needs to be uploaded again if they don't kill him off.
___
11:10 AM
[Rumble - Infowars - Infowars Network Feed: LIVE 24/7](https://rumble.com/vvoepi-infowars-network-feed-live-247.html)

11:21 AM
Decentralized Communities. It's critical that we can all trade things with each other. Tim Pool did a good job talking about Smollett. I am not sure what Jussie should get as a form of punishment. I would focus on Soros and others closer to the top. Smollett is already cooked in the court of public opinion. It would only be fair to have Smollett serve twice the amount of time as Jan6 people. 
___
11:37 AM
Carlin was heading in the right direction. Carlin didn't promote Alex Jones as far as I know which he should have. George Carlin didn't go full political as far as I know. He didn't go on podcasts and shows like Adam Carolla does. Carlin was right about germs. Therefore, you would hope he would not fall for Killer Covid Vaccines like Trump did. Carlin was at the same level Joe Rogan was at some years ago. Has Alex Jones ever been on Dave Rubin? If not, perhaps he did this week. Go on the offense. Take a few swings. It's a karate move, you take what the enemy throws at you and deflect. Counter and go on the offense all in one. Where you at Jan6? Respond with: Did Joe get 80 million votes? Trump is the only person who can beat the globalists in 2024. The problem we got is 2028. Desantis might be ready for 2028. But hard to say. We need somebody for after Trump. Not supporting Trump is like a boy not supporting his ugly weird stupid father while lost in the woods. Your dad can help you out of the woods. Your dad may suck but he is your dad. Most people will vote Trump in 2024 and not endorsing Trump means dividing the vote up so that the globalists can try to win. A two party system is important, otherwise you get a parliament disaster of five to ten parties running. Desantis might be better than Trump but Trump will get more votes period. But in some ways, it appeared Trump was better than Desantis regarding some things. People want DeSantis to stay in Florida while Trump returns. Libertarians and others who refuse to vote Trump are not being logical enough about their thinking. I hate Trump but I will vote Trump. Old people especially either love or hate Trump. Trump won 2020. You vote Trump 2024. Trump gets in. And then you yell at Trump. Globalists want us divided on who to vote on. Globalists win as we are divided on who to vote for. We lose when we are divided. Ponzi is a weaponized term. I got Brain Force.

12:22 PM
[Rob Braxman - Is loading the Android Custom ROM - LineageOS Safe for Privacy?](https://www.youtube.com/watch?v=4LPDsPvCbCo)

Devices must have internal kill switches. 






___
___
___
<div><center>

# [WATCH LOG](https://hive.blog/@joeyarnoldvn/watch-log)
[Here is a list of what I'm watching](https://hive.blog/@joeyarnoldvn/watch-directory)
___
<div class="text-justify">

12:27 AM
[Nerdrotic - Star Trek Picard Season 2 Episode 3 ASSimilation REVIEW](https://www.youtube.com/watch?v=LjrGD9LTy5M)

https://www.youtube.com/watch?v=LjrGD9LTy5M

01:40 AM
[Chrissie Mayr - CMP 399- Chrissie Mayr Podcast with Ian Crossland! Tim Pool SWATTING! Crystals! Graphene!](https://www.youtube.com/watch?v=hdnXyO2-J7E)

https://www.youtube.com/watch?v=hdnXyO2-J7E
___
[2022-03-18 - Friday - 02:20 AM - Astrid & Lilly is a silly show](https://123series.ru/series/astrid-and-lilly-save-the-world-pm4w4)

# Upload 203: Robin Hood
[2022-03-18 - Friday - 02:25 AM - 03:00 AM - Upload 203: Robin Hood](https://123series.ru/series/upload-5wv9q/2-3)

# Upload 204-206
[2022-03-18 - Friday - 04:08 AM - 04:40 AM - Upload 204: Family Day](https://123series.ru/series/upload-5wv9q/2-4)
[2022-03-18 - Friday - 04:40 AM - 05:13 AM - Upload 205: Mind Frisk](https://123series.ru/series/upload-5wv9q/2-5)
[2022-03-18 - Friday - 05:13 AM - 05:42 AM - Upload 206: The Outing](https://123series.ru/series/upload-5wv9q/2-6)

11:10 AM
[Rumble - Infowars - Infowars Network Feed: LIVE 24/7](https://rumble.com/vvoepi-infowars-network-feed-live-247.html)

https://rumble.com/vvoepi-infowars-network-feed-live-247.html

12:22 PM
[Rob Braxman - Is loading the Android Custom ROM - LineageOS Safe for Privacy?](https://www.youtube.com/watch?v=4LPDsPvCbCo)

https://www.youtube.com/watch?v=4LPDsPvCbCo

01:44 PM
[Nerdrotic - Disney Hates You, G4 Reversal & GRRM's Big Lie | Friday Night Tights 189 w/ Brittany Venti & Friends](https://www.youtube.com/watch?v=Ulmoi3M39xU)

https://www.youtube.com/watch?v=Ulmoi3M39xU



___
<div class="text-justify"><sub><sub><sub><sub>

Timestamps: All timestamps are generally in Pacific Standard Time (PST) or Pacific Daylight Time (PDT) unless otherwise noted. [Daily Oatmeal Post.](https://hive.blog/@joeyarnoldvn/oatmeal-daily) Welcome to the Oatmeal Daily with your host, Oatmeal Joey Arnold. Each day, I publish these entries, posts, articles, web pages, stories, etc. This is mostly a personal blog, diary, journal, or autobiography. However, some of this may be useful, applicable, inspirational, educational, entertaining. However, the template here is mostly that of a boring log. I've included my watch log near the bottom of this post listing some of the videos I've viewed. At the very bottom are some of my favorite links worth sharing. Nap, 3 to 4. Got up due to increasing headache or migraine. back to sleep, 06:30 AM. Dear diary journal blog, I got up at 10:40 AM or so. In a dream, we locked up a bad guy in the back of a U-Haul or loading truck. Well, he was being put in or almost. I used the force to throw him in. I continued to use my mind to close and lock the door. It wasn't tight and he was trying to get out. I was trying to do it all with my mind but it was taking too much time. So, I started using my mind. I guess we were participating in giving him capital punishment, that he would sit there until he died inside a truck full of a bunch of things. I woke up with an even stronger migraine than I had for hours before that last night night. I wonder if the dream was personifying how parts of me felt like it was dying. Breakfast, 11:05 AM. Getting better. 80% better. Not as sick now. Working on my phone all day. Normal chores too. Dishes. Compost. Mail. Friday Night Tights. Food log: Breakfast: apple, lemon, 11:05 AM. Lunch: eggs. Oatmeal. Dinner: noodle soup. Footnote: [You can find my blogs hosted and mirrored on different websites.](https://hive.blog/@joeyarnoldvn/find-me) [Google my display name, Oatmeal Joey Arnold, lookup my username, Joeyarnoldvn, type in random keywords like 1985 Oregon, etc, in order to find out where you can find me on different websites, social media networks, blockchains, other links, other sites across the Internet, or click here.](https://hive.blog/@joeyarnoldvn/link-tree) The web address or URL for my blogs is/are generally domain-name / @joeyarnoldvn. Just replace domain-name with the name of the website. It might be Peakd . com or Ecency . com or Steemit . com or Hive . Blog, etc, etc. My main official username or display-name for most social media apps, blockchain networks, websites, email addresses, forums, message boards, bulletins, sites, etc, is JOEYARNOLDVN or joeyarnoldvn, as in @joeyarnoldvn. It is a hashtag or tag as well. That is my username. It is simply my name, Joey Arnold, plus VN meaning Vietnam. It is generally not case-sensitive. [You can find me on many different places online and offline.](https://peakd.com/@joeyarnoldvn/contact) I'm going to present some of the places you might find my blog in case you can't find it someday, this will help you know where to look. Some websites may automatically edit the following links below meaning you would have to manually correct the URLs. For example, if you're viewing this on Ecency, then PeakD and Hive Blog links are automatically turned into Ecency links meaning you will not see actual links to PeakD or Hive Blog via Ecency. PeakD did this too but not any more last time I checked. Also, Hive Blog does not do it either. Currently, I'm only seeing Ecency change PeakD and Hive Blog links into Ecency links. But there may be others that do it too. [Click here to see a more complete and thorough list of the different places where you may find my blogs, diary, journals, articles, posts, etc.](https://hive.blog/@joeyarnoldvn/blog) My Oatmeal Daily posts can be found via different websites on the Internet. For example, here is a list of a few of those places as follows: Ausbit . Dev: https://hive.ausbit.dev/@joeyarnoldvn. Blurt Blog: https://blurt.blog/@joeyarnoldvn. Blurtter . com: https://blurtter.com/@joeyarnoldvn. Dream-Real . com: https://dream-real.com/@joeyarnoldvn. Ecency . com: https://ecency.com/@joeyarnoldvn. Esteem . App: https://www.esteem.app/@joeyarnoldvn. Hive Blocks . com: https://hiveblocks.com/@joeyarnoldvn. Hive . Blog: https://hive.blog/@joeyarnoldvn | https://hiveblog.c0ff33a.uk/@joeyarnoldvn. Leo Finance . IO: https://leofinance.io/@joeyarnoldvn. Online Buzz . com: https://onlinebuzz.com/@joeyarnoldvn. Staging-Blog Hive . IO: https://staging-blog.hive.io/@joeyarnoldvn. Stem . Open Hive . Network: https://stem.openhive.network/#!/@joeyarnoldvn. Peakd . com: https://peakd.com/@joeyarnoldvn | https://beta.peakd.com/@joeyarnoldvn. Personal . Community: https://personal.community/?hive=joeyarnoldvn. Read . Cash: https://read.cash/@joeyarnoldvn. Steemd . com: https://steemd.com/@joeyarnoldvn. Steem KR . com: https://steemkr.com/@joeyarnoldvn. Steemit . com: https://steemit.com/@joeyarnoldvn. Steem World . Org: https://steemworld.org/@joeyarnoldvn. Stem Geeks.net: https://stemgeeks.net/@joeyarnoldvn. Sub Stack . com: https://joeyarnoldvn.substack.com. Waivio . com: https://www.waivio.com/@joeyarnoldvn. Weed Cash . Network: https://weedcash.network/@joeyarnoldvn. Google Search: https://www.google.com/search?q=hive+blog+joeyarnoldvn. Duck Duck Go Search: https://duckduckgo.com/?t=ffab&q=hive+blog+joeyarnoldvn&ia=web. And feel free to add to this list or to make your own, have fun and good luck. <b>Are some of the links not working?</b> If some of my links don't work, it's probably because I've not written or published those pages, posts, etc, etc, yet. Yeah. Not yet maybe. Still working on it. Think of it like a website that is under construction. But a really big website. I literally include links to future articles and much more, to be continued as always. If some of my links are <b>[broken,](https://hive.blog/@joeyarnoldvn/broken)</b> you can let me know or you can come back later and try again. I've linked to future articles, posts, web-pages, websites, URL links, which I've not written yet or have not published online yet. But you can also try swapping out the domain name part of the link with a different one. For example, the domain I'm currently focused on (as of 2020) is Hive . blog. That is not case-sensitive meaning it can be hIVe . blog or HivE . BLoG. In other words, it doesn't matter which letters are capitalized (uppercase) or not (lowercase). Also, the domain has no spaces in it, meaning hive . blog becomes hive.blog. Depending on the website, following the domain can be the username. So, in this case, it's forward-slash at (@) username. My username is joeyarnoldvn. Some websites skips that at symbol part (generally if they're not a blockchain-style site, they skip the at symbol part in the URL) and goes directly to the username. Some websites may include the web-page section of the link first followed by the domain name. With Hive Blog, it begins with Hive.blog, it follows with the username, and then it ends with the web-page link or section which is generated based off the title of the post. So, if my link doesn't work, try swapping out hive.blog for example peakd . com or ecency . com or steemit . com or you can try other domain names and websites and pages and URLs and sites and links and hyperlinks and everything and anything else you can imagine too, as well. You can also try googling or searching via Duck Duck Go, Bing, Yandex, Yahoo, Google, other search engines, the title of the post in quotation marks, add a space followed with a plus-sign (+), add another space followed with my username in quotation marks. If that doesn't work, you can remove the quotation marks and try other keywords and combinations therein. Be creative and try many different search engines and different domain names. Also, feel free to host, mirror, copy, paste, download, steal, share, etc, any of my posts, videos, photos, memes, articles, links, anything that I publish, post, share, upload, etc. [Group Promotion Hub: find and share your favorite groups, communities, clubs, networks, charities, organizations. religions, cults, parties, meetups, gathering, protests, rallies, unions, town halls, debates, schools, live events, etc.](https://hive.blog/created/hive-170024) [CATEGORIES.](https://hive.blog/@joeyarnoldvn/category) [SUBJECTS.](https://hive.blog/@joeyarnoldvn/subject) [OTHER.](https://hive.blog/@joeyarnoldvn/other) [EVERYTHING.](https://hive.blog/@joeyarnoldvn/everything) [AND MORE.](https://hive.blog/@joeyarnoldvn/more) [SORRY.](https://hive.blog/@joeyarnoldvn/sorry) [THANKS.](https://hive.blog/@joeyarnoldvn/thanks)</b> <b>[My name is Oatmeal Joey Arnold.](https://hive.blog/@joeyarnoldvn/oatmeal-joey-arnold)</b> [ABOUT](https://hive.blog/@joeyarnoldvn/about-me) | [SOCIAL](https://hive.blog/@joeyarnoldvn/social) | [GOOGLE](https://www.google.com/search?q=%22Oatmeal+Joey+Arnold%22) | [BING](https://www.bing.com/search?q=%22Oatmeal+Joey+Arnold%22) | [DUCK](https://duckduckgo.com/?q=%22Oatmeal+Joey+Arnold%22) | [YAHOO](https://search.yahoo.com/search?p=%22Oatmeal+Joey+Arnold%22) | [AOL](https://search.aol.com/aol/search?q=%22oatmeal+joey+arnold%22) | [Ask](https://www.ask.com/web?q=%22oatmeal%20joey%20arnold%22) | [Baidu](https://www.baidu.com/s?ie=utf-8&f=8&rsv_bp=1&rsv_idx=1&tn=baidu&wd=%22oatmeal%20joey%20arnold%22) | [Facebook](https://www.facebook.com/search/top/?q=%22Oatmeal%20Joey%20Arnold%22) | [Twitter](https://twitter.com/search?q=%22oatmeal%20joey%20arnold%22&src=typed_query) | [Yandex](https://yandex.com/search/?text=%22oatmeal+joey+arnold%22&lr=21414) | [YouTube](https://www.youtube.com/results?search_query=%22Oatmeal+Joey+Arnold%22) | <b>[BLOGS:](https://hive.blog/@joeyarnoldvn/blog)</b> | [Blurt](https://blurt.blog/@joeyarnoldvn/oatmeal-joey-arnold) | [Dream](https://dream-real.com/@joeyarnoldvn) | [Ecency](https://ecency.com/@joeyarnoldvn/oatmeal-joey-arnold) | [Hive](https://hive.blog/@joeyarnoldvn/oatmeal-joey-arnold) | [Peakd](https://peakd.com/@joeyarnoldvn/oatmeal-joey-arnold) | [Read](https://read.cash/@joeyarnoldvn) | [Serey](https://serey.io/authors/joeyarnoldvn/oatmeal-joey-arnold) | [Steemit.](https://steemit.com/@joeyarnoldvn/oatmeal-joey-arnold) <b>[HOW-TO FIND-ME ONLINE.](https://hive.blog/@joeyarnoldvn/search-oatmeal-joey-arnold)</b> <b>[FIND](https://hive.blog/@joeyarnoldvn/find) | [FOLLOW](https://hive.blog/@joeyarnoldvn/follow)</b> | [Broken](https://hive.blog/@joeyarnoldvn/broken) | [Contact](https://peakd.com/@joeyarnoldvn/contact) | [Disclaimers](https://hive.blog/@joeyarnoldvn/disclaimer) | [Resume](https://hive.blog/@joeyarnoldvn/resume) | [Search.](https://ecency.com/@joeyarnoldvn/search) <b>[HOW YOU CAN FOLLOW ME.](https://hive.blog/@joeyarnoldvn/follow)</b> <b>[HOME](https://hive.blog/@joeyarnoldvn) | [ACCOUNTS](https://hive.blog/@joeyarnoldvn/account) | [DIRECTORY](https://hive.blog/@joeyarnoldvn/account-directory) | [GROUPS](https://hive.blog/created/hive-170024) | [TIMELINE](https://hive.blog/@joeyarnoldvn/account-timeline)</b> | [Breaking World News.](https://hive.blog/created/informationwar) [Can't Censor Truth](https://cantcensortruth.com) | [Free World News TV](https://freeworldnews.tv) | [Check out these videos.](https://www.bitchute.com/hashtag/vaccine/) [FIND ME ON VYB. YOU CAN FOLLOW ME ON VYBRAINIUM.](https://www.vybrainium.com/@joeyarnoldvn) [FIND ME ON FLOTE.](https://flote.app/user/joeyarnoldvn)

___
___
___
</div></sub></sub></sub></sub><div><center>

# [THE WORLD HISTORY CLUB](https://hive.blog/created/hive-109702)
[1950s](https://hive.blog/created/hive-129429) | [1960s](https://hive.blog/created/hive-105414) | [1970s](https://hive.blog/created/hive-165381) | [1980s](https://hive.blog/created/hive-178255) | [1990s](https://hive.blog/created/hive-117344) | [2000s](https://hive.blog/created/hive-145132) | [2010s](https://hive.blog/created/hive-125504) | [2020s](https://hive.blog/created/hive-145322)
[20th Century](https://hive.blog/created/hive-122063) | [21st Century](https://hive.blog/created/hive-128552) | [ETC](https://hive.blog/created/hive-182639)
___
# [HOW TO FIND ME ON THE INTERNET](https://hive.blog/@joeyarnoldvn/find)
<b>[CONTACT](https://hive.blog/@joeyarnoldvn/contact) | [SEARCH](https://hive.blog/@joeyarnoldvn/search-oatmeal-joey-arnold)</b> | [GOOGLE](https://www.google.com/search?q=%22Oatmeal+Joey+Arnold%22) | [BING](https://www.bing.com/search?q=%22Oatmeal+Joey+Arnold%22) | [DUCK](https://duckduckgo.com/?q=%22Oatmeal+Joey+Arnold%22) | [YAHOO](https://search.yahoo.com/search?p=%22Oatmeal+Joey+Arnold%22) | [FACEBOOK](https://www.facebook.com/search/top/?q=%22Oatmeal%20Joey%20Arnold%22) | [TWITTER](https://twitter.com/search?q=%22oatmeal%20joey%20arnold%22&src=typed_query) | [YANDEX](https://yandex.com/search/?text=%22oatmeal+joey+arnold%22&lr=21414) | [YOUTUBE](https://www.youtube.com/results?search_query=%22Oatmeal+Joey+Arnold%22) | [ETC](https://hive.blog/@joeyarnoldvn/search)
___
<div class="text-justify"><div><center>

[!["Joseph Scott Rasp Morehead Mitchell Pickett Henderson "Oatmeal Joey Arnold Joeyarnoldvn" 1985 Oregon Meaomnia L4OJ Ojawall WOLBI Vietnam Salvationarmy USA America Trump Infowars Alexjones Arnoldattic Ironicmystic.jpg"](https://images.hive.blog/DQmS78BFb6G7aRA4SZuMird1Dax6ib8egp6c25vHDwuYyv8/Joseph%20Scott%20Rasp%20Morehead%20Mitchell%20Pickett%20Henderson%20%22Oatmeal%20Joey%20Arnold%20Joeyarnoldvn%22%201985%20Oregon%20Meaomnia%20L4OJ%20Ojawall%20WOLBI%20Vietnam%20Salvationarmy%20USA%20America%20Trump%20Infowars%20Alexjones%20Arnoldattic%20Ironicmystic.jpg)](https://hive.blog/@joeyarnoldvn/vietnam) 
___
<b>[2015 SAIGON VIETNAM OATMEAL ENGLISH CLUB PARTY](https://hive.blog/@joeyarnoldvn/2015-01)
___
[CLUBS/COMMUNITIES/GROUPS/HUBS/TRIBES](https://hive.blog/@joeyarnoldvn/group)
___
[How do you find Infowars Alex Jones? I find them via Bitchute, Rumble, Banned Video, etc. You can also find it on YouTube, etc. I save bookmarks.](https://www.youtube.com/watch?v=O5u-Ceee2po)
___




[FORBIDDEN FORECASTS OF INFINITE ALTITUDES](https://banned.video)
___
[DARING ENDEAVORS FOR ENDEARING SOULS](https://www.resetwars.com)
___
[FINDING OATMEAL BEFORE OATMEAL FINDS YOU](https://hive.blog/@joeyarnoldvn/find)
</div></b></center>
👍  , , , , , , , , , , and 171 others
👎  
· @farhantanvir ·
অভিনব ডাকাতি (১০% বেনিফিশিয়ারি লাজুক খ্যাকের জন্য)
আসসালামুয়ালাইকুম,আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। 

ক্যাপশন পড়ে হয়তো ভাবছেন,আজ কোনো ব্যাংক বা দোকান ডাকাতির পোস্ট  লিখবো?আজ্ঞে না,ডাকাতি তবে ওসব না।সেদিন বাসায় নানি আর আন্টি আসছিলো।তো তাদের জন্য নাস্তা আনতে বের হইছিলাম বিকেলের দিকে।রাস্তায় বের হয়েই দেখি ইয়া বড় হাতি।
![IMG20220102160947.jpg](https://cdn.steemitimages.com/DQmQWxiP1cvfEfXqHKArrGorBYiX6m6Avn9q8XFaLwnspCD/IMG20220102160947.jpg)

![IMG20220102160953.jpg](https://cdn.steemitimages.com/DQmehfPtmKCMwCAPbgyBjmmkrUmZG6dUxzK6XaTghvxDf3g/IMG20220102160953.jpg)

![IMG20220102161050.jpg](https://cdn.steemitimages.com/DQmdbd1uracmLpWiheXeAg5JDAt2GixmYbSG2t6R4AB7B4L/IMG20220102161050.jpg)

![IMG20220102161118.jpg](https://cdn.steemitimages.com/DQmX1DTmvP58mJBwKkoemaKD8WmB4nBjeNjKcBzVP2bvCt5/IMG20220102161118.jpg)

রাস্তার সামনে বেশ কয়েকজন লোক দাঁড়িয়েছিল,ভয়ে পাশ দিয়ে যাইতে পারছিল না।আমি ওতো সাহসী নই ভাই,তাই দাড়িয়েই ছিলাম।তো দেখি,হাতির পিঠে যে ছিল সে হাতির দ্বারা তিন তালা থেকে টাকা নেওয়াচ্ছে।টাকা না দিলে বেলকুনির গ্রিলে অনবরত সুর দিয়ে আঘাত করতেছে।আর রাস্তা দিয়ে যেসব গাড়ি যাচ্ছে তাদের চালকদের তো ধরছেই।প্রায় মিনিট ৭ দাড়িয়ে ছিলাম। একবার হাতি ওদিক যায় তো আরেকবার এদিক।এই করতে করতে তাও ১৫০ টাকার মতো তুলতে দেখছি।এদিকে আমার কাজের দেরি হয়ে গেছে।বাসায় আসার পর আম্মু জানতে চাইলো যে এতো দেরি কেন হলো?বললাম সব সাথে হাতির ছবিও দেখালাম।
পাশেই আন্টি ছিল।কথা শুনে আন্টি বললো,এটাই অভিনব ডাকাতি।যার কোনো বিচার নাই,কেউ হাসতে হাসতে বা কেউ ভয়ে এই ডাকাতির শিকার হয়।
ভাগ্যিস আমি হইনি😬,আপনারা কেউ হইছিলেন?

cc.@farhantanvir
Shot on. Oppo f19 pro 
[Location](///person.sacrificing.telephoto)
Date. 04/01/22
👍  
10 replies